বয়সের ছাপ দূর করতে কোকোয়া ফেইস মাস্ক

কোকোয়া ফেইস মাস্ক

বয়সের ছাপ দূর করতে কোকোয়া ফেইস মাস্ক

“আমার ত্বকে রিংকেলস দেখা দিচ্ছে কি, করতে পারি?”, “চামড়ায় ভাজ পড়ে যাচ্ছে বা বলিরেখা দেখা যাচ্ছে কেন?”  এমন প্রশ্ন ইনবক্সে প্রায় প্রতিদিনই আপনারা অনেকেই জিজ্ঞাসা করেন। বয়সের সাথে সাথে স্কিনের ময়েশ্চার লেয়ার ভেঙে স্কিন ডিহাইড্রেটেড ও লুজ হয়ে আসে, যে কারণে এই বলিরেখা দেখা দেয়। এন্টি-অক্সিডেন্ট সমৃদ্ধ ঘরোয়া কোকোয়া ফেইস মাস্ক আপনার স্কিনে হারিয়ে যাওয়া ময়েশ্চার ফিরিয়ে এনে স্কিনকে সতেজ ও ইয়ংগার লুক এনে দিবে। 

চলুন জেনে নেই কিভাবে বানাবেন এই ফেইস মাস্ক

 

🔰 আপনার যা যা প্রয়োজন-

✔  ১ টেবিল চামচ কোকোয়া পাউডার

✔  ১ টেবিল চামচ টকদই

✔  ১ টেবিল চামচ মধু

✔  ১ টা ডিমের সাদা অংশ

 

🔰 যেভাবে বানাবেন ও এপ্লাই করবেন-

✔  উপাদান গুলো একসাথে মিক্স করে পেস্টের মত বানিয়ে নিন। আপনার ফেইস মাস্ক রেডি।

✔  স্কিনে এপ্লাই করে শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করুন। 

✔  ১৫ মিনিট রেখে হালকা গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন।

এই হোমমেইড ফেইস মাস্কে আছে ল্যাকটিক এসিড, হিউম্যাক্ট্যান্ট ও এগ প্রোটিন যা আপনার স্কিনকে ময়েশ্চারাইজ, এক্সফোলিয়েট ও ব্রাইট করবে, একই সাথে স্কিন টাইটেনিং করে রিঙ্কেলস বা বয়সের ছাপ দূর করবে।

কেন নিউট্রিপিওর বেস্ট?

বাংলাদেশের প্রথম ক্যামিকেল ফ্রি অর্গানিক বিউটি কেয়ার প্রডাক্টস পাচ্ছেন নিউট্রিপিওরে! হেয়ার কনসার্ন অনুযায়ী ন্যাচারাল হেয়ার অয়েল ও অর্গানিক হেয়ার মাস্ক বেছে নিন আপনার পছন্দমত। আজই ভিজিট করুন নিউট্রিপিওরের ওয়েবসাইট, অথবা নক করুন ফেইসবুক ও ইনস্টাগ্রাম পেইজে…

Share:

Nutripure Bangladesh

Leave a Reply