চুল পড়া কমিয়ে আনুন আমলকির ৬ টি গুণাগুণে
- Nutripure Bangladesh
- Posted on
- 0 comments
চুল পড়া কমিয়ে আনুন আমলকির ৬ টি গুণাগুণে
আপনি কি Hair Fall নিয়ে খুব বেশি চিন্তিত? ছেলে-মেয়ে কমবেশি সবারই প্রতিদিন কিছু পরিমানে চুল পড়ে। প্রতিদিন ৫০ থেকে ১০০ টি চুল পড়া স্বাভাবিক এর মধ্যেই পড়ে। কিন্তু এর বেশি চুল পড়লে সেটা আসলেই চিন্তার ব্যাপার। চুল পড়া রোধ করতে অনেকে অনেক ক্যামিকেল বেইজড ট্রিটমেন্ট নেয়। ন্যাচারালি চুল সুন্দর ঘন ও লম্বা করতে প্রয়োজন সুষম খাবার ও চুলের সঠিক যত্ন নেয়া। আর চুল পাতলা হতে থাকলে ক্যামিকেল ট্রিটমেন্টের দিকে না গিয়ে অর্গানিক উপায়ে Hair Fall Treatment করাই সব থেকে নিরাপদ ও পার্শ্ব-প্রতিক্রিয়া মুক্ত। এমনই একটি প্রাকৃতিক উপাদান হল আমলা যেটা চুল পড়া বন্ধ করে, চুলকে কন্ডিশনিং করে, চুলের গোড়া শক্ত ও মজবুত করে। চুলের যত্নে আমলা কাঁচা, পাউডার বা ওয়েল বেশ কয়েকটি উপায়ে ব্যাবহার করা যায়।
আসুন জেনে নেই চুলের যত্নে আমলার ৬ টি গুণাগুণ:
- আমলার ফাইটো-নিউট্রিয়েন্টস, ভিটামিন ও মিনারেলস চুলের গোড়া মজবুত করে ও চুল পড়া বন্ধ করে স্বাভাবিক হেয়ার গ্রোথ নিশ্চিত করে।
- আমলা চুলে পুষ্টি যোগায়, এর ৮১.১% ময়েশ্চার কন্টেন্ট চুলকে ড্রাইনেসের হাত থেকে রক্ষা করে, চুলকে শাইনি করে ও ন্যাচারালি কন্ডিশনিং করে।
- মাথায় ড্যানড্রাফ মূলত স্ক্যাল্পের শুষ্কতা থেকেই হয়। আমলার অর্গানিক ভিটামিন সি ও এন্টি- ইনফ্লেমেটরি উপাদান স্ক্যাল্পকে শুষ্ক হতে দেয় না ও ড্যানড্রাফ হতে দেয় না।
- আমলার এন্ডি-অক্সিডেন্ট স্ক্যাল্প থেকে টক্সিক উপাদান দূর করে স্ক্যাল্পকে ক্লিন করে।
- চুলের পিগমেন্টেশন ইম্প্রুভ করে চুলের ন্যাচারাল কালার ফিরিয়ে আনে ও চুল পেকে যাওয়া থেকে রক্ষা করে।
- এর এমাইনো এসিড চুলকে ন্যাচারালি শাইনি ও ঘন করে তোলে।
তাহলে বুঝতেই পারছেন, চুলের যত্নে আমলা কতটা উপকারি একটি উপাদান। এজন্য হেয়ারফল কমাতে ও চুলের পারফেক্ট হেলথ বজায় রাখতে আমলার ব্যাবহার শুরু করুন আজই।
নিউট্রিপিওরে রয়েছে অর্গানিক আমলা পাউডার। ২/৩ টেবিল চামচ আমলা পাউডার নিয়ে চার লিটার পানিতে ফেলে ফোটান। পানি ফুটে ফুটে অর্ধেক হলে আঁচ থেকে নামিয়ে ঠান্ডা হতে দিন। পানি ঠান্ডা হলে ছেঁকে নিন। এবার আর একটা পাত্রে আরো ২ চামচ আমলকি পাউডার অল্প পানি মিশিয়ে ঘন পেস্ট তৈরি করুন। আমলকি গুঁড়ো মেশানো যে পানিটা ঠান্ডা হতে দিয়েছিলেন, তাতে এই পেস্ট আর এক টেবিল চামচ পরিমাণ নিউট্রিপিওর অর্গানিক নারকেল তেল যোগ করে নিন। এবার পুরো চুল ও স্ক্যাল্পে এপ্লাই করুন। সপ্তাহে দু’ দিন এই হেয়ার মাস্ক এপ্লাই করুন আর দেখুন কীভাবে চটজলদি হেয়ার ফল নেমে আসে জিরো-তে!
Shop at Nutripure Bangladesh
কেন নিউট্রিপিওর বেস্ট?
বাংলাদেশের প্রথম ক্যামিকেল ফ্রি অর্গানিক বিউটি কেয়ার প্রডাক্টস পাচ্ছেন নিউট্রিপিওরে! হেয়ার কনসার্ন অনুযায়ী ন্যাচারাল হেয়ার অয়েল ও অর্গানিক হেয়ার মাস্ক বেছে নিন আপনার পছন্দমত। আজই ভিজিট করুন নিউট্রিপিওরের ওয়েবসাইট, অথবা নক করুন ফেইসবুক ও ইনস্টাগ্রাম পেইজে…