বৃষ্টির দিনে অতিরিক্ত অয়েলি স্কিন? দেখুন এই সিম্পল হ্যাক!
- Nutripure Bangladesh
- Posted on
- 0 comments
বৃষ্টির দিনে অতিরিক্ত অয়েলি স্কিন? দেখুন এই সিম্পল হ্যাক! Simple hack to treat extra oily skin on rainy day?
বৃষ্টিতে ভিজে গেলে অনেক সময় শুধু মুখ আর হাত-পা মোছা হয়। পরিষ্কার পানি দিয়ে মুখ ধুয়ে তোয়ালে দিয়ে মুছে ফেলার পরেও অনেক সময়ে স্কিনটা কেমন অয়েলি আর চিটচিটে দেখায়। এই সমস্যা দূর করতে স্কিনটাকে টোনিং করতে হবে নিয়মিত। যাদের স্কিন বেশি অয়েলি তারা ফ্রিজ-এ বা ঠান্ডা জায়গায় টোনার (toner) সংরক্ষণ করতে পারেন। এতে টোনার ব্যবহারের সময় ভালো ফল পাবেন।
বর্ষায় সৌন্দর্যচর্চায় টোনার খুবই জরুরী। আর এজন্য নিতে পারেন নিউট্রিপিওর অর্গানিক রোজ মিস্ট টোনার। পিওর রোজ এক্সট্র্যাক্টে সমৃদ্ধ এই ন্যাচারাল টোনার, স্কিনকে এক্সফোলিয়েট করবে, স্কিনের pH ব্যালেন্স করবে ও স্কিনকে ইভেনটোন করবে।
বাংলাদেশের প্রথম ক্যামিকেল ফ্রি অর্গানিক বিউটি কেয়ার প্রডাক্টস পাচ্ছেন নিউট্রিপিওরে! হেয়ার কনসার্ন অনুযায়ী ন্যাচারাল হেয়ার অয়েল ও অর্গানিক হেয়ার মাস্ক বেছে নিন আপনার পছন্দমত। আজই ভিজিট করুন নিউট্রিপিওরের ওয়েবসাইট, অথবা নক করুন ফেইসবুক ও ইনস্টাগ্রাম পেইজে…
Shop at Nutripure Bangladesh
উদ্বেগ, স্ট্রেস, ওষুধ, খাদ্য এবং ওয়েদারের কারণে স্কিন অয়েলি বা ড্রাই হয়ে থাকে। তাছাড়া হাইপারহাইড্রোসিস নামে এক প্রকার রোগের জন্যেও স্কিন অতিরিক্ত ঘামে ও অয়েলি হয়ে থাকে।
অবশ্যই প্রয়োজন। অয়েলি স্কিনের ময়শ্চারাইজারগুলি বিশেষভাবে তৈরি করা হয় যা স্কিনের অতিরিক্ত সিবাম এক্সট্র্যাকশন কন্ট্রোল করে প্রয়োজনীয় নারিশমেন্টের যোগান দেয়। নিয়মিত অয়েলি স্কিনে সুইটেবল ময়েশ্চারাইজার ইউজের ফলে স্কিনের বাড়তি তৈলাক্তভাব ও ধীরে ধীরে কমে আসে।
যখনই ঋতু পরিবর্তন হয় বা আপনি বিভিন্ন আবহাওয়ার মধ্য দিয়ে যান, আবহাওয়ার পরিবর্তন আপনার ত্বককে দ্রুত প্রভাবিত করতে পারে। ঠান্ডা জায়গায়, আপনার ত্বক আরও টানটান এবং শুষ্ক বোধ করতে পারে। উষ্ণ আবহাওয়ায়, তেল তৈরি হয় এবং পোরস ক্লগ হয়ে একনি সৃষ্টি হতে পারে।
এটি একটি সাধারণ ভুল ধারণা যে ভেজা ত্বকে বা শাওয়ারের পর ময়েশ্চারাইজার বা বডি লোশন এপ্লাই করা উচিত নয়। বাস্তবে এর বিপরীতটাই হলো সত্যি। যখন আপনার স্কিন ভেজা থাকে, তখন এটি আর্দ্রতার জন্য আরও প্রবেশযোগ্য এবং গ্রহণযোগ্য হয়। তাই আপনি যখন ভেজা ত্বকে ময়েশ্চারাইজার এপ্লাই করেন, এটি হাইড্রেশন লক করতে এবং শুষ্কতা রোধ করতে সাহায্য করে।