হেয়ার অয়েলিং হল চুলের বিভিন্ন সমস্যার একমাত্র সমাধান।

How to treat hair problems with hair oil at home

হেয়ার অয়েলিং হল চুলের বিভিন্ন সমস্যার একমাত্র সমাধান।

কি ভাল হত যদি আমরা সবাই রাপুনজেলের মত চুল নিয়ে জন্মাতাম! যে চুলে কোনও আগা ফাটা, চুল ঝরে যাওয়া, খুশকির অত্যাচার এসব কিছুই থাকত না। কিন্তু এইসব একমাত্র রূপকথাতেই সম্ভব, বাস্তবে নয়। তবে রেগুলার হেয়ার কেয়ার রুটিন মেনটেইন করে চুলকে অনেকটাই সুস্থ, সুন্দর আর হেলদি রাখা যায়। আর হেয়ার কেয়ারে একটা মোস্ট ইউজড ইনগ্রেডিয়েন্ট হলো হেয়ার অয়েল। তবে হেয়ার অয়েলের ও অনেক রকম ভাগ আছে আর আমাদের চুলে তাদের কাজও ভিন্ন ভিন্ন। তো চলুন জেনে নেই কোন হেয়ার প্রবলেমের জন্য কোন অয়েলটি ইউজ করা বেস্ট…

  • হেয়ারফল

হেয়ারফল এর হাত থেকে বাঁচতে উইকলি ২/৩ দিন চুলে এপ্লাই করুন নিউট্রিপিওর অর্গানিক আমলা হেয়ার অয়েল। এটি চুলে কোলাজেন প্রডিউস করে চুল পড়া বন্ধ করে খুব দ্রুত। একমাস রেগুলার ইউজে নিজেই বুঝতে পারবেন।

  • চুলের আগা ফাটা বা হেয়ার ড্যামেজ

চুলের আগা সাধারণত ফাটে সঠিক নারিশমেন্টের অভাবে। এর বেস্ট সল্যুশন হলো নিউট্রিপিওর অর্গানিক অনিয়ন হেয়ার অয়েল। অনিয়ন অয়েলের সালফার হেয়ার ড্যামেজ রিপেয়ার করে খুব দ্রুত।

  • স্লো হেয়ার গ্রোথ

হেয়ারকাট দিয়েছেন অনেকদিন হলো, অথচ চুল মোটেই বাড়ছে না? প্রবলেমটা যদি এমন হয় তাহলে আপনার দরকার নিউট্রিপিওর অর্গানিক জবা হেয়ার অয়েল। চুলে ক্যারাটিন বুস্ট করে এই ন্যাচারাল অয়েল হেয়ার গ্রোথ স্টিমুলেট করবে ও চুলকে করবে ঘন-লম্বা।

  • খুশকি বা স্ক্যাল্প ইনফেকশন

গরম বা বর্ষায় অনেকেরই মাথা প্রচন্ড চুলকায় তার কারণ খুশকি হতে পারে আবার অন্য কোনও ইনফেকশন। এমনটা হলে উইকলি ৩ বার নিউট্রিপিওর অর্গানিক নিম অয়েল মাথায় ম্যাসাজ করবেন। নিমের এন্টি-ব্যাক্টেরিয়াল গুণ খুশকি দূর করবে মাত্র ২ সপ্তাহেই।

  • শুষ্ক চুল এবং তৈলাক্ত স্ক্যাল্প

চুল খড়ের মত শুকনো এদিকে স্ক্যাল্প তেলতেলে- এই সমস্যা খুব কমন। এই সমস্যায় যারা ভোগেন তাদের বেস্ট সল্যুশন নিউট্রিপিওর অর্গানিক এলোভেরা অয়েল। ন্যাচারাল এনজাইম আর এমাইনো এসিডে চুল থাকবে সফট-সিল্কি আর শাইনি।

চুলের এই কয়েকটি সাধারণ সমস্যা হেয়ার অয়েলের সাহায্যে কিভাবে সমাধান হবে তা তো জানিয়ে দিলাম। হেয়ার কেয়ার রিলেটেড আরো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমরা আপনার সাথেই আছি…

বাংলাদেশের প্রথম ক্যামিকেল ফ্রি অর্গানিক বিউটি কেয়ার প্রডাক্টস পাচ্ছেন নিউট্রিপিওরে! হেয়ার কনসার্ন অনুযায়ী ন্যাচারাল হেয়ার অয়েল ও অর্গানিক হেয়ার মাস্ক বেছে নিন আপনার পছন্দমত। আজই ভিজিট করুন নিউট্রিপিওরের ওয়েবসাইট, অথবা নক করুন ফেইসবুক ও ইনস্টাগ্রাম পেইজে…

Shop at Nutripure Bangladesh

5/5
5/5
5/5
5/5

Nutripure Bangladesh

Leave a Reply