ভিটামিন ই স্কিনের জন্য একটি গুরুত্বপূর্ণ অ্যান্টিঅক্সিডেন্ট। আপনাকে ইউভি এক্সপোজার থেকে রক্ষা করার পাশাপাশি, ভিটামিনে উপস্থিত অ্যান্টি-ইনফ্লেমেশন এবং অ্যান্টিঅক্সিডেন্ট বৈশিষ্ট্য ত্বককে মসৃণ, উজ্জ্বল এবং টোনড করে তোলে। তাই ত্বকের হেলদিনেস ও সফট ভাব বজায় রাখার জন্য আমাদের সকলের যদি কিছুর প্রয়োজন থাকে, তা হল ভিটামিন ই। এটি ত্বককে রক্ষা করার পাশাপাশি পুষ্টিও জোগায়। দেখে নিন সফট-স্মুথ বেবি-লাইক স্কিন পেতে ভিটামিন ই দিয়ে তৈরী একটি হোমমেইড ফেইস প্যাক রেসিপি-
অ্যালোভেরা এবং ভিটামিন-ই
ত্বককে মোলায়েম করার জন্য অ্যালোভেরার তুলনা নেই আর তার সাথে যদি ভিটামিন ই মিশে থাকে তাহলে আপনার ত্বকের অর্ধেক সমস্যা সেখানেই ঠিক হয়ে যাবে।
* অ্যালোভেরার শাঁস আর ভিটামিন ই ক্যাপসুল ভেঙ্গে মিশিয়ে নিন।
* মুখে ভাল করে মাখুন তারপর আধঘন্টা রেখে দিন।
* শুকিয়ে গেলে ঠান্ডা পানি দিয়ে ভাল করে ধুয়ে নিন।
বাংলাদেশের প্রথম ক্যামিকেল ফ্রি অর্গানিক বিউটি কেয়ার প্রডাক্টস পাচ্ছেন নিউট্রিপিওরে! হেয়ার কনসার্ন অনুযায়ী ন্যাচারাল হেয়ার অয়েল ও অর্গানিক হেয়ার মাস্ক বেছে নিন আপনার পছন্দমত। আজই ভিজিট করুন নিউট্রিপিওরের ওয়েবসাইট, অথবা নক করুন ফেইসবুক ও ইনস্টাগ্রাম পেইজে…
Shop at Nutripure Bangladesh