আসলে পাকা চুল মানেই বয়স হয়ে গিয়েছে, এই ধারণাটা আমাদের মনে বদ্ধমূল হয়ে গিয়েছে এখন। তাই তো যেন-তেন-প্রকারেণ তার হাত থেকে আমরা বাঁচতে চাই। বাঁচুন, কিন্তু স্বাভাবিকভাবে। এমন কিছু ঘরোয়া টোটকা আমরা এখানে বলে দিচ্ছি, যেগুলো পাকা চুলের সমস্যা অনেকটাই দূর করবে।
কী লাগবে:
কীভাবে তৈরি করবেন:
একটি প্যানে নারকেল তেল, কারিপাতা ও শুকনো আমলকী নিয়ে মিনিটপনেরো অল্প আঁচে গরম করুন। তারপর ফ্যানের তলায় রেখে ঠান্ডা করে নিন। তারপর তেলটা ছেঁকে একটি বটোলে ঢেলে রাখুন। সপ্তাহে দু দিন রাতে শুতে যাওয়ার আগে এই তেল দিয়ে আলতো হাতে স্ক্যাল্প মালিশ করুন। পরের দিন সকালে অতি অবশ্যই চুল ধুয়ে নেবেন।
কীভাবে কাজ করে:
কারিপাতা চুল আরও ঘন ও কালো করে, অকালপক্কতা রোধ করে। এছাড়া খুশকির হাত থেকে বাঁচায় ও স্ক্যাল্পে কোনও সংক্রমণ হয়ে থাকলে তা-ও নির্মূল করে।
Shop at Nutripure Bangladesh
কেন নিউট্রিপিওর বেস্ট?
বাংলাদেশের প্রথম ক্যামিকেল ফ্রি অর্গানিক বিউটি কেয়ার প্রডাক্টস পাচ্ছেন নিউট্রিপিওরে! হেয়ার কনসার্ন অনুযায়ী ন্যাচারাল হেয়ার অয়েল ও অর্গানিক হেয়ার মাস্ক বেছে নিন আপনার পছন্দমত। আজই ভিজিট করুন নিউট্রিপিওরের ওয়েবসাইট, অথবা নক করুন ফেইসবুক ও ইনস্টাগ্রাম পেইজে…