চুলের যত্নে ভিটামিন ই এর ৫টি উপকারিতা
- Nutripure Bangladesh
- Posted on
- 0 comments
Hair Fall শুরু হলে বা Hair Growth কমে গেলে আমরা সবাই কমবেশি চিন্তিত হয়ে পড়ি। শুরু হয়ে যায় অনলাইন ও অফলাইনে ভিন্ন হেয়ার প্রোডাক্টের খোঁজে ঘোরাঘুরি। কিন্তু সাধারণ ঘরোয়া কিছু Hair Care পদ্ধতি ফলো করে ও আমাদের খ্যাদ্যভ্যাসে সামান্য কিছু পুষ্টিকর খাবার যুক্ত করে ঘরে বসেই ন্যাচারালি আপনি এই সমস্যার সমাধান করে ফেলতে পারেন। এই ঘরোয়া উপায় গুলো যেমন বাজেট ফ্রেন্ডলি একই সাথে এগুলো ফলো করলে কোনো সাইড ইফেক্টের ভয় থাকে না।
আজকে আমরা কথা বলব চুলের জন্য খুবই উপকারি একটি উপাদান ভিটামিন ই এর ৫ টি উপকারিতা নিয়ে ও জেনে নিব কিভাবে আমরা চুলের যত্নে ভিটামিন ই ব্যবহার করতে পারি তার উপায়।
চুলের যত্নে ভিটামিন ই এর Top 5 উপকারিতা
- হেয়ার ফলের জন্য বেশ কয়েকটি কারণ আছে, তার মধ্যে একটি হলো স্ক্যাল্পের pH ব্যালেন্স নষ্ট হয়ে যাওয়া। ভিটামিন ই স্ক্যাল্পের সিবাসিয়াস গ্ল্যান্ড গুলোকে শান্ত করে অতিরিক্ত তেল নিঃসরণ বন্ধ করে ও এভাবে pH ব্যালেন্স নিয়ন্ত্রণ করে।
- ভিটামিন ই স্ক্যাল্পের ব্লাড ভেসেলগুলোর পরিধি বাড়িয়ে রক্ত সঞ্চালন নিয়মিত করে। এতে করে হেয়ার ফলিকল গুলো প্রয়োজনীয় পুষ্টি পায় ও হেয়ার গ্রোথ স্টিমুলেটেড হয়।
- ভিটামিন ই এর ইমোলিয়েন্ট এজেন্ট চুলকে কন্ডিশনিং করে। স্ক্যাল্পের আর্দ্রতা ধরে রেখে চুলকে স্মুথ ও সফট করে তোলে একই সাথে চুলের গোড়ায় পুষ্টি যোগায়।
- এতে থাকা স্ট্রং এন্টি-অক্সিডেন্ট বিভিন্ন ক্ষতিকর কণা থেকে স্ক্যাল্প ও চুলকে রক্ষা করে। ভিটামিন ই ওয়েল বা হেয়ার প্যাক ব্যাবহারে চুল ভেঙে যাওয়া ও আগা ফেটে যাওয়া বন্ধ হয়।
- চুলের ডালনেস ও ফ্রিজি হেয়ার এর ট্রিটমেন্টে ভিটামিন ই খুব ভালো কাজ করে। এটি হেয়ার ভলিউম বৃদ্ধি করে ও চুলে ন্যাচারালি শাইনি ভাব এনে দেয়।
ভিটামিন ই যুক্ত খাবার
খাবার থেকে ভিটামিন ই পেতে আমন্ড, পীনাট বাটার ও এভোক্যাডো হতে পারে কয়েকটি চমৎকার উৎস। এছাড়া পাতাযুক্ত শাক-সবজিতেও প্রচুর পরিমাণে ভিটামিন ই থাকে। এই খাবার গুলো যেমন চুলের জন্য ভালো একই সাথে এগুলো আপনার ইমিউনিটি বুস্ট করবে ও এতে থাকা ফাইবার আপনার হজম সংক্রান্ত বিভিন্ন সমস্যা দূর করবে।
Shop at Nutripure Bangladesh
ভিটামিন ই ওয়েল
আমন্ড ওয়েলে চুলের জন্য প্রযোজনীয় পর্যাপ্ত ভিটামিন ই থাকে। Nutripure Organic Joba Oil ও Nitripure Organinc Aloe Vera ওয়েলে বেইজ ওয়েল হিসেবে আমন্ড ওয়েল ব্যাবহার করা হয়। চুলের যত্নে এই Nutripure Organic Oil গুলো হতে পারে আপনার একটি চমৎকার অপশন। আপনার চুলের লেংথ অনুযায়ী ওয়েল নিয়ে আলতো ভাবে ম্যাসাজ করুন ও মোটা দাঁতের চিরুনি দিয়ে চুল আঁচড়ে নিন। ৪ থেকে ৫ ঘন্টা মাথায় রেখে গোসলের সময় মাইল্ড শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন।
ঘরে বসে তৈরী করুন ভিটামিন ই হেয়ার মাস্ক
একটি এভোক্যাডো, ও কলা নিয়ে পেস্ট করে নিন। এতে এক টেবিল চামচ আমন্ড ওয়েল, ১ টেবিল চামচ কোকোনাট ওয়েল ও ১ চা চামচ মধু ভালোভাবে মিশিয়ে নিন। এবার এই মাস্কটা চুলে ভালোভাবে এপ্লাই করে এক ঘন্টা রাখুন। গোসলের সময় ধুয়ে ফেলুন। এই মাস্ক আপনার চুলের জন্য প্রয়োজনীয় ভিটামিন ই এর যোগান দিবে একই সাথে চুল পড়া বন্ধ করবে।
যেকোনো ক্যামিকেল ভিটামিন ই সাপ্লিমেন্ট ব্যবহার করার সময় সতর্ক থাকতে হবে। কারণ ঠিকমতো এপ্লাই না করা হলে স্কিনে চুলকানি বা র্যাশ হবার সম্ভাবনা থাকে। কিন্তু Nutripure এর Organinc Hair Oil গুলো হোম মেইড পদ্ধতিতে তৈরী। এটা আপনারা নিশ্চিন্তে ব্যবহার করতে পারবেন কারণ এতে কোনো পার্শ্ব-প্রতিক্রিয়ার ভয় নেই। আশা করি এই ব্লগ থেকে আপনারা আপনাদের মনে থাকা ভিটামিন ই সংক্রান্ত সকল প্রশ্নের উত্তর পেয়েছেন। সুতরাং বুঝতেই পারছেন, ভিটামিন ই হতে পারে আপনার চুলের সব রকম সমস্যার জন্য একটি আলটিমেট সলিউশন।
কেন নিউট্রিপিওর বেস্ট?
বাংলাদেশের প্রথম ক্যামিকেল ফ্রি অর্গানিক বিউটি কেয়ার প্রডাক্টস পাচ্ছেন নিউট্রিপিওরে! হেয়ার কনসার্ন অনুযায়ী ন্যাচারাল হেয়ার অয়েল ও অর্গানিক হেয়ার মাস্ক বেছে নিন আপনার পছন্দমত। আজই ভিজিট করুন নিউট্রিপিওরের ওয়েবসাইট, অথবা নক করুন ফেইসবুক ও ইনস্টাগ্রাম পেইজে…