“রমজানে স্বাস্থ্যকর খাদ্যতালিকা” ইফতারের জন্য মজাদার আলু চাপলি কাবাব তৈরির রেসিপি!
- Nutripure Bangladesh
- Posted on
- 0 comments
“রমজানে স্বাস্থ্যকর খাদ্যতালিকা” ইফতারের জন্য মজাদার আলু চাপলি কাবাব তৈরির রেসিপি!
আলু চাপলি কাবাব-
ইফতারে কাবাব খাওয়ার মজাদার রেসেপি জেনে নিন সহজে। বাহির থেকে আর কিনতে হবে না।
উপকরণ:
- তিনটি মাঝারি আলু
- ধনে কুঁচি ১ চা চামচ
- আধা চা-চামচ কুচানো শুকনো লঙ্কা
- আধা চা চামচ গুঁড়ো জিরা
- আধা চা চামচ শুকনো আমের গুঁড়া
- 2টি কাঁচা মরিচ কাটা
- আধা চা চামচ আদা বাটা
- দুই টেবিল চামচ কাটা তাজা ধনে
- আধা কাপ এপি ময়দা
নির্দেশাবলী:
- ঠাণ্ডা জলে আলু ভালভাবে ধুয়ে তারপর অতিরিক্ত জল ছেঁকে নিন
- আলু গুঁড়ো ধনে, শুকনো লাল লঙ্কা, জিরা, আমের গুঁড়া, সবুজ মরিচ, আদা পেস্ট, তাজা ধনে এবং স্বাদমতো লবণ দিয়ে মেশান
- এপি ময়দা যোগ করুন এবং ভালভাবে মেশান
- গোলাকার কাবাবের আকার তৈরি করুন তারপর প্রতিটি কাবাবের একপাশে টমেটোর টুকরো দিয়ে তেলে ভাজুন
- সোনালি বাদামী হওয়া পর্যন্ত ঠাণ্ডা করুন
বাস! এইবার উপভোগ করুন নিজের প্রস্তুত করা মজাদার ও স্বাস্থ্যকর আলু চাপলি কাবাব। এবং নিজের স্বাস্থ্যকে আরও ভালো করার জন্য ব্যবহার করতে ভুলবেন না নিউট্রিপিউর বাংলাদেশ এর Ramadan Diet & Slimming Package যা এই রমজানে আপনার ওজন কমাতে সাহায্য করবে। তাছাড়াও নিউট্রিপিউর বাংলাদেশে পবিত্র রমজান উপলক্ষে চলছে সকল প্রোডাক্টে আপ-টু ৬০% ছাড়। নিউট্রিপিউর বাংলাদেশ আপনাদের স্বাস্থ্যের জন্য কাজ করছে বিগত ৫ বছর যাবত।
Shop at Nutripure Bangladesh
তাই হতে পারে আপনার স্কিন কেয়ার,হেয়ার কেয়ার এর জন্য আপনার গো-টু প্লেস। এবং আপনাদের সম্পূর্ণ আরগানিক ও কেমিক্যাল ফ্রি প্রোডাক্ট এর জন্য একটি বিশ্বাসের জায়গা। নিউট্রিপিউর বাংলাদেশ এর Ramadan Diet & Slimming Package তে রয়েছে,গারসিনিয়া ক্যাম্বোজিয়া নির্যাস, ইনস্ট্যান্ট কফি, গুয়ারানা নির্যাস, জিনসেং নির্যাস, গ্যানোডার্মা নির্যাস, পদ্ম পাতার নির্যাস, এবং এল-কারনিটাইন নির্যাস। যা আপনার দ্রুত ফ্যা’ট বার্ন করতে কাজ করে।শরীরের ও’জ’ন কমায়। ফুড ক্রেভিংস কমায়।মেটাবোলিজম বুস্ট করে চর্বি জমা রোধ করে।বডি ইমিউনিটি ইম্প্রুভ করে।মেন্টাল ও ফিজিক্যাল এনার্জি বুস্ট করে।
কেন নিউট্রিপিওর বেস্ট?
বাংলাদেশের প্রথম ক্যামিকেল ফ্রি অর্গানিক বিউটি কেয়ার প্রডাক্টস পাচ্ছেন নিউট্রিপিওরে! হেয়ার কনসার্ন অনুযায়ী ন্যাচারাল হেয়ার অয়েল ও অর্গানিক হেয়ার মাস্ক বেছে নিন আপনার পছন্দমত। আজই ভিজিট করুন নিউট্রিপিওরের ওয়েবসাইট, অথবা নক করুন ফেইসবুক ও ইনস্টাগ্রাম পেইজে…