স্কিন কেয়ারে কোন ভুলের কারণে ওপেন পোরস হয় জানেন কি?

কোন ভুলের কারণে ওপেন পোরস হয়

স্কিন কেয়ারে কোন ভুলের কারণে ওপেন পোরস হয় জানেন কি?

বয়স বাড়ার সাথে সাথেই অনেকেরই মুখের লোমকূপগুলো বা পোরস ভিজিবল হয় বা বড় হয়ে যায়। যার ফলে স্কিনের টেক্সচার নষ্ট হয়ে যায়, স্মুথনেসটা চলে যায়। তবে শুধু যে বয়স বাড়লেই ফেইসের পোরস বড় হয়ে যায় এমন নয়, বরং কিছু কিছু ভুলের জন্যও এমনটি হতে পারে। আর এই ভিজিবল ওপেন পোরস গুলোই তখন হয়ে ওঠে চিন্তার কারণ। চলুন দেখে নেই কি কি ভুলের কারণে স্কিনে ওপেন পোরস দেখা দেয়…

অতিরিক্ত ফেইস ওয়াশ করা 

ওভার ওয়াশিং ত্বকের জন্য ক্ষতিকর এবং এর ফলে মুখের পোরস থেকে সিবাম বা তেল আরো বেশি পরিমাণে ক্ষরিত হয়। আর সেবাসিয়াস গ্ল্যান্ড থেকে যত বেশি সেবাম/তেল ক্ষরিত হয়, ততবেশি পোরস এনলার্জড হতে থাকে এবং দৃশ্যমান হয়। তাই দিন রাত মিলিয়ে এক থেকে দুইবারের বেশি মুখ ক্লিনজার দিয়ে ধোয়া ঠিক নয় এবং ধোয়ার পর পর উচিত মুখে ময়েশ্চারাইজার ব্যবহার করা।

এক্সফোলিয়েটর ব্যবহার না করা বা অতিরিক্ত ব্যবহার করা

অনেকেই নিয়মিত স্কিন এক্সফোলিয়েট করে না। ফলে আমাদের মুখের ত্বকের মরা চামড়া, তেল, সেবাম, ঘাম এগুলো একত্রিত হয়ে মুখের উপর জমা হয় এবং জমতে থাকে লোমকূপগুলোতে। যার ফলে লোমকূপের মুখ বন্ধ হয়ে যায় এবং সেখানে পিম্পল, ব্ল্যাকহেডস, হোয়াইটহেডস এর সৃষ্টি হয়।তাছাড়াও মুখের লোমকূপগুলো বন্ধ হয়ে যাওয়ার কারণে সেগুলো সেবাসিয়াস গ্ল্যান্ড এর নিঃসরণের জন্য পোরসগুলো বড় হয়ে উঠে। একই ভাবে অতিরিক্ত স্ক্রাব বা এক্সফোলিয়েটর ইউজেও স্কিনের টেক্সচার নষ্ট হয়ে যায় বা পোরস এনলার্জড হয়ে যায়।

অতিরিক্ত ঠান্ডা বা গরম পানির ব্যবহার করা 

অনেকেই মুখ ধুতে গরম পানি বা অতিরিক্ত ঠান্ডা পানি ব্যবহার করেন। অনেকে চিন্তা করে যে বড় হয়ে যাওয়া লোমকূপগুলো হয়ত ঠান্ডা পানি পেয়ে ছোট হয়ে আসবে, কিন্তু এটা অত্যন্ত ভুল একটি ধারণা। এর ফলে ত্বকের লোমকূপগুলো আরও দৃশ্যমান হয়ে যায়। অতিরিক্ত ঠান্ডা বা গরম পানির ব্যবহার ত্বকের ক্ষতি করে এবং লোমকূপকে বড় করে ফেলে।

ব্রণ খোঁটাখুঁটি করা

আমাদের অনেকেরই ফেইসে পিম্পল, ব্ল্যাকহেডস, হোয়াইট হেডস থাকে। অভ্যাসবশত অনেকেই এগুলোকে খোঁটাখুঁটি করেন এবং চাপ দেন। কিন্তু এর ফলে ত্বকের উপরিভাগ ক্ষতিগ্রস্ত হয়। লোমকূপগুলো বড় হয়ে যাওয়ার এটাও অন্যতম একটি কারণ।

তেল, চর্বিযুক্ত এবং মিষ্টি জাতীয় খাবার খাওয়া

তেল চর্বিযুক্ত খাবার এবং অতিরিক্ত মিষ্টি খাবার খেলে তা ত্বকের তেল গ্রন্থি থেকে তেল ক্ষরণ বাড়িয়ে দেয়, যা পোরসকে এনলার্জড করে। এছাড়াও এ সকল খাবার কোলাজেন প্রোডাকশনকে ব্যাহত করে।

ত্বক শুষ্ক থাকলে 

ত্বক শুষ্ক হয়ে থাকলে মুখের সিবাসিয়াস গ্ল্যান্ড থেকে বেশি বেশি অয়েল উৎপন্ন হয় ত্বককে শুষ্কতা থেকে রক্ষা করার জন্য। যার ফলে পোরস বা লোমকূপ ভিজিবল হয়ে ওঠে। তাই ত্বক যাতে শুষ্ক না হয়ে যায় সেজন্য স্কিন টাইপ অনুযায়ী ময়েশ্চারাইজার, বিভিন্ন হাইড্রেটিং প্রোডাক্ট ব্যবহার করতে হবে।

প্রোপার সান প্রোটেকশন ব্যবহার না করা

অনেকেই সানস্ক্রিন ব্যবহারে অনাগ্রহী, এর ফলে তাদের স্কিন সান ড্যামেজ হতে থাকে। যার কারণে স্কিনে দেখা দেয় মেসতা বা মেলাজমা। সেই সাথে ত্বকের ইলাস্টিসিটি ও কোলাজেন প্রোডাকশন কমে যায়। যার ফলে ত্বকে এজিং সাইনস দেখা যায়, যার প্রধান লক্ষণ হিসেবে দেখা যায় এনলার্জড পোরস। তাই ত্বক সুন্দর রাখতে এবং পোরস এনলার্জড হওয়া প্রিভেন্ট করতে প্রোপার সানস্ক্রিন অবশ্যই ব্যবহার করতে হবে৷

তাই স্কিন টেক্সচারকে সফট সাপল ও স্মুথ রাখতে এই ভুল গুলো এড়িয়ে চলতে হবে। সেই সাথে রেগুলার ব্যাসিক স্কিন কেয়ার রুটিন মেনটেইন করতে হবে। সাইড ইফেক্ট ফ্রি ও ন্যাচারাল স্কিন কেয়ার সল্যুশন পেতে ভিজিট করতে পারেন নিউট্রিপিওরের ওয়েবসাইট সেই সাথে নক করতে পারেন আমাদের ফেইসবুক ও ইন্সটাগ্রাম পেইজে। অল টাইপ স্কিনের জন্য স্পেসিফিক স্কিন ট্রিটমেন্ট প্যাক ও মাস্ক, ময়েশ্চারাইজার, অর্গানিক টোনার, ক্যামিকেল ফ্রি ফেইস ওয়াশ ও সানস্ক্রিন পেয়ে যাবেন আমাদের কাছে। ফ্ললেস ও গ্লোয়িং স্কিন পেতে আজই নক করুন আমাদেরকে…

কেন নিউট্রিপিওর বেস্ট?

বাংলাদেশের প্রথম ক্যামিকেল ফ্রি অর্গানিক বিউটি কেয়ার প্রডাক্টস পাচ্ছেন নিউট্রিপিওরে! হেয়ার কনসার্ন অনুযায়ী ন্যাচারাল হেয়ার অয়েল ও অর্গানিক হেয়ার মাস্ক বেছে নিন আপনার পছন্দমত। আজই ভিজিট করুন নিউট্রিপিওরের ওয়েবসাইট, অথবা নক করুন ফেইসবুক ও ইনস্টাগ্রাম পেইজে…

Nutripure Bangladesh

Leave a Reply