ক্রমাগত আপনার মাথায় চুলকানোর একটা বিরক্তিকর অনুভূতি হয়েই যাচ্ছে? মাথা একটু চুলকাতেই বা চুল একটু ঝাড়া দিতেই দেখছেন খুশকি দিয়ে আপনার কাঁধ ও আশেপাধে ভরে যাচ্ছে? আবার অনেক সময় মাথার স্ক্যাল্পের একটা জায়গায় একটু ব্যাথা অনুভব করলেন, হাত দিয়ে দেখলেন ব্রণের মত একটা ফুসকুড়ি উঠেছে যা বেশ ব্যাথাও। চুল ও স্ক্যাল্পের সব ধরণের সমস্যার মধ্যে সব থেকে অস্বস্তিকর হলো ড্যান্ড্রাফ বা খুশকি আর এই স্ক্যাল্পের ব্যাকটেরিয়াল বা ফাঙ্গাল ইনফেকশনের সমস্যা। বছরের সব সময়েই কম বেশি মাথায় খুশকি দেখা দিলেও এর প্রকোপ সব থেকে বেশি দেখা যায় শীতকালে। আর ফাঙ্গাল ইনফেকশনের সমস্যা প্রায় সারাবছরেই কম বেশি হয়েই থাকে। ক্রনিক ড্যান্ড্রাফ সিচুয়েশন থেকে অনেক সময় চুল পড়ার সমস্যাও শুরু হয়। পুরুষ বা নারী সবার স্ক্যাল্পেই এই খুশকি দেখা যায়। আপনারা যারা ড্যান্ড্রাফে অসহ্য হয়ে অনেক ধরণের প্রডাক্ট ইউজ করেও কোনো সলিউশন পাচ্ছেন না, তাদের কথা মাথায় রেখে দ্রুততম সময়ে ড্যান্ড্রাফ ও ফাঙ্গাল ইনফেকশন বন্ধে কার্যকরী সমাধান হিসেবে আপনাদের সবার নির্ভরযোগ্য অর্গানিক ট্রিটমেন্ট সঙ্গী Nutripure Bangladesh নিয়ে এলো “Permanent Dandruff Relief Duo” By Nutripure. আজকে আপনাদেরকে বিস্তারিতভাবে জানিয়ে দেবো খুশকি ও স্ক্যাল্পে ইনফেকশন হবার কিছু প্রধান কারণ ও এই সমস্যা গুলো চিরতরে দূর করতে আমাদের এই অর্গানিক ও ন্যাচারাল সলিউশনের কার্যকারিতা সম্পর্কে।
স্ক্যাল্পে ড্যান্ড্রাফ ও ফাঙ্গাল ইনফেকশন হবার কারণ :
স্ক্যাল্পে ডান্ড্রাফ ও ফাঙ্গাল ইনফেকশন হবার অনেক গুলো কারণ আছে। নির্দিষ্ট করে খুশকির বা ফাঙ্গাল ইনফেকশনের কারণ বলাটা বেশ কঠিন। প্রায় সময়েই ব্যাক্তিভেদে এই সমস্যার সমাধানে প্রয়োজন হয় কিছু স্পেশাল ট্রিটমেন্টের। চলুন জেনে আসি স্ক্যাল্পে ডান্ড্রাফ ও ফাঙ্গাল ইনফেকশন হবার প্রধান প্রধান কয়েকটি কারণ সম্পর্কে :
মাথার স্ক্যাল্পের অতিরিক্ত ড্রাইনেস ও এর ট্রিটমেন্ট না নেয়া। অন্যদিকে সিবাসিয়াস গ্ল্যান্ডের অতিরিক্ত নিঃসরণ।
স্ক্যাল্প সারফেসে ফাংগাল কলোনাইজেশন।
নিয়মিত শ্যাম্পু না করা, এতে করে স্ক্যাল্প সারফেসে ডেড স্কিন সেলস জমে খুশকি হয়। অন্যদিকে অতিরিক্ত শ্যাম্পু করলেও স্ক্যাল্পে ড্রাইনেস চলে আসে যা খুশকি হবার অন্যতম কারণ।
“ম্যালাসেজিয়া” নামক ছত্রাকের সংক্রমণ। যা স্ক্যাল্পের স্কিন সেলসের মাত্রাছাড়া গ্রোথের জন্য দায়ী।
স্ক্যাল্পে ড্যান্ড্রাফ ও ফাঙ্গাল ইনফেকশন ট্রিটমেন্টের জন্য “Permanent Dandruff Relief Duo” By Nutripureএর কার্যকারিতা:
“Permanent Dandruff Relief Duo” By Nutripure হলো Nutripure Organic Neem Oil ও Nutripure Pure & Natural Dandruff Treatment Mask এর একটি অতি কার্যকরী কম্বো প্যাকেজ।। চলুন জেনে নেই কিভাবে এগুলো আপনার খুশকি ও মাথায় ফাঙ্গাল ইনফেকশন চিরতরে বন্ধ করবে:
Nutripure Organic Neem Oil :
নিমের “এজাডির্যাকট্যান” ও “স্যালানিন” স্ক্যাল্পের চুলকানো ভাব ও খুশকি দূর করে।
এর এন্টি ব্যাকটেরিয়াল ও এন্টি ফাঙ্গাল প্রপারটিজ স্ক্যাল্পের ব্রণ দূর করে।
উকুন দূর করে ও ফিরে আসা বন্ধ করে।
এর এন্টি-অক্সিডেন্ট স্ক্যাল্পকে সতেজ ও ক্লিন করবে একই সাথে ইনফেকশনের হাত থেকে বাঁচায়।
Nutripure Pure & Natural Dandruff Treatment Mask :
“Dandruff Treatment Mask” এ রয়েছে ড্রাইড নীম লিভস ও সীড পাউডার, মাচা গ্রীণ টি, আমলা, মরিঙ্গা ও মেথী এর মতন কার্যকরী উপাদান।
আমলা পাউডারের ভিটামিন সি ও এন্টি অক্সিডেন্ট চুলে পুষ্টি যোগায় ও চুলের গোড়া মজবুত করে।
মাচা গ্রিন টি এর ভিটামিন ই স্ক্যাল্পের সতেজতা বজায় রাখে।
মরিঙ্গা এর এমাইনো এসিড ও ওমেগা থ্রি স্ক্যাল্পকে হাইড্রেটেড করে ও পুষ্টি যোগায়।
নিম পাউডার এর এন্টি ব্যাকটেরিয়াল ও এন্টি ফাংগাল উপাদান স্ক্যাল্প থেকে খুশকি ও ফাঙ্গাল ইনফেকশন চিরতরে দূর করে ও আবার ফিরে আসার হাত থেকে রক্ষা করে।
মেথি স্ক্যাল্প ও চুলে প্রয়োজনীয় আয়রণ ও প্রোটিনের যোগান দেয়। একই সাথে এর ফ্ল্যাভোনইড ও স্যাপোনিন খুশকি জনিত কারণে চুল পড়া দ্রুততম সময়ের মধ্যে বন্ধ করে।
স্ক্যাল্পে ড্যান্ড্রাফ ও ফাঙ্গাল ইনফেকশন চিরতরে বন্ধ করতে এই দুইটি কমপ্লিমেন্টারি বা পরিপূরক প্রডাক্ট একসাথে খুশকি ও স্ক্যাল্পের ব্রণ হওয়া সংক্রান্ত কারণ গুলোর প্রপার ট্রিটমেন্ট করে থাকে। নিম অয়েল ও ড্যান্ড্রাফ ট্রিটমেন্ট মাস্ক খুশকি ও ফাঙ্গাল ইনফেকশনের সব ধরণের কারণ রোধে স্ক্যাল্প ও চুলে পর্যাপ্ত পুষ্টি উপাদান সরবরাহ করে ও স্ক্যাল্পের সতেজতা বজায় রেখে খুশকি ও স্ক্যাল্প ইনফেকশনের প্রকোপ দ্রুততম সময়ের মধ্যে বন্ধ করে। একই সাথে হেয়ার ফলিকল গুলো মজবুত করে ও খুশকির কারণে চুল পড়ে যাওয়া রোধ করে। “Permanent Dandruff Relief Duo” By Nutripure খুশকি ও স্ক্যাল্প ইনফেকশন ট্রিটমেন্টের পাশাপাশি স্ক্যাল্প ও চুলের সুস্বাস্থ্য নিশ্চিত করে যা ভবিষ্যতে ড্যান্ড্রাফ ফিরে আসার সম্ভাবনাও অনেকাংশে কমিয়ে আনে। ১ মাস নিয়মিত ব্যাবহারে খুশকি ও স্ক্যাল্প ইনফেকশন থেকে ৯০% মুক্তি পাওয়া সম্ভব যা পরিক্ষীত ও প্রমাণিত।
“Permanent Dandruff Relief Duo” By Nutripure কার্যকরিভাবে ব্যাবহারের পদ্ধতি:
Nutripure Organic Neem Oil :
চুলের লেংথ অনুযায়ী নীম ওয়েল নিয়ে পুরো চুলে ও স্ক্যাল্পে এপ্লাই করতে হবে এবং ৭ থেকে ৮ মিনিট হালকা হাতে মেসেজ করতে হবে। রাতে এপ্লাই করলে ভালো হয়। পরের দিন শাওয়ার নেয়ার সময় মাইল্ড কোনো শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলতে হবে। একদিন পর পর সপ্তাহে ৩ দিন প্রসেসটি ফলো করতে হবে।
Nutripure Pure & Natural Dandruff Treatment Mask :
স্টেপ ১: মাস্ক থেকে পাউডার চুলের লেন্থ অনুযায়ী ২ থেকে ৩ টেবিল চামচ পরিমাণ নিতে হবে। বক্সের ভিতরে থাকা কোকোনাট অয়েল টি ৫/৭ মিলি (১ চা চামচ পরিমাণ) ও সাথে একটা ডিমের সাদা অংশ দিয়ে মিক্স করে পেস্ট বানিয়ে নিতে হবে । এবার মিশ্রনটি ৩০মিনিট রেখে দিতে হবে।
স্টেপ ২: চুল ছোট ছোট অংশে ভাগ করে দিতে হবে এবং মাথার ত্বকে একটি ব্রাশ অথবা হাত দিয়ে আলতোভাবে মিশ্রনটি লাগিয়ে দিতে হবে। খেয়াল রাখতে হবে যাতে পুরো স্ক্যাল্পে ঠিকঠাক মত দেয়া হয়।
স্টেপ ৩: ১ ঘন্টা রাখার পর মাইল্ড কোনো শ্যাম্পু দিয়ে ভালোভাবে ধুয়ে নিন। প্রসেসটি সপ্তাহে ২ বার ফলো করতে হবে।
রাতে নীম অয়েল ব্যবহার করে পরদিন শাওয়ার নেয়ার আগে চাইলে হেয়ার মাস্ক ব্যবহার করা যাবে। অন্তত কমপক্ষে ৩ দিন পর পর শ্যাম্পু করা উচিত। শ্যাম্পু যেটা স্যুট করে সেটাই ব্যাবহার করা সব থেকে ভালো। অর্গানিক মাইল্ড কোনো শ্যাম্পু হলে সব থেকে ভালো হয়। শাওয়ার নেয়ার পর চুলকে ভালো করে শুকিয়ে নিয়ে তারপর আঁচড়াতে হবে, ভেজা চুল আঁচড়ানো ঠিক না। চাইলে এর সাথে ভালো কোনো অর্গানিক কন্ডিশনার বা হোম মেইড কন্ডিশনার ইউজ করা যাবে।
আমরা জেনে নিলাম দ্রুততম সময়ে ড্যান্ড্রাফ ও ফাঙ্গাল ইনফেকশনের হাত থেকে রক্ষা পেতে“Permanent Dandruff Relief Duo” By Nutripure এর কার্যকারিতা সম্পর্কে যা সম্পূর্ণ ন্যাচারাল ও পার্শ্ব-প্রতিক্রিয়া মুক্ত। ক্ষতিকর ক্যামিকেল ট্রিটমেন্ট পরিহার করে আমাদের এই অর্গানিক সলিউশন ব্যাবহারে খুব সহজেই পেয়ে যাবেন এই বিরক্তিকর স্ক্যাল্পের সমস্যা থেকে চিরমুক্তি। “Permanent Dandruff Relief Duo” By Nutripure যেমন ন্যাচারাল ও অর্গানিক ও একই সাথে অধিক কার্যকরী ফর্মুলায় বিশেষ ভাবে তৈরী যা ল্যাবে পরিক্ষীত ও আমাদের অসংখ্য ব্যবহারকারীর রিভিউ দ্বারা প্রমাণিত ।