গরম পড়েছে, অয়েলি স্ক্যাল্পের সমস্যা দূর করুন এই ইজি রেসিপিতে!

অয়েলি স্ক্যাল্পের সমস্যা

গরম পড়েছে, অয়েলি স্ক্যাল্পের সমস্যা দূর করুন এই ইজি রেসিপিতে!

টক দই ন্যাচারাল অয়েল রিমুভারের কাজ করে অর্থাৎ টক দই ত্বকের এবং চুলের তেলতেলে ভাব দূর করতে সাহায্য করে কোনও ক্ষতি না করে। কাজেই যদি আপনার অয়েলি স্ক্যাল্পের সমস্যা থাকে সেক্ষেত্রে আপনি অনায়াসে টক দই ব্যবহার করতে পারেন অয়েল কন্ট্রোল করার জন্য।

উপকরণ – আধ কাপ টক দই, এক চা চামচ বেকিং সোডা এবং দুই টেবিল চামচ লেবুর রস।

কীভাবে ব্যবহার করবেন –

উপকরণগুলি একসঙ্গে মিশিয়ে ভাল করে ফেটিয়ে নিন। এবারে ওই মিশ্রণ মাথার তালুতে লাগিয়ে নিন এবং একটা তোয়ালে দিয়ে জড়িয়ে রেখে নিন প্রায় আধঘণ্টা মতো। ঠান্ডা পানিতে চুল ধুয়ে ফেলুন। শ্যাম্পু করবেন না সেদিন।

এর সাথে লং টার্মে অয়েল ফ্রি স্ক্যাল্প পেতে নিয়মিত এপ্লাই করুন নিউট্রিপিওর অর্গানিক এলোভেরা হেয়ার অয়েল। অর্গানিক এলোভেরার এনজাইম ও এমাইনো এসিড স্ক্যাল্পের সিবাম এক্সট্র্যাকশন কন্ট্রোল করবে ও সেই সাথে চুলকে করবে সিল্কি ও শাইনি।

বাংলাদেশের প্রথম ক্যামিকেল ফ্রি অর্গানিক বিউটি কেয়ার প্রডাক্টস পাচ্ছেন নিউট্রিপিওরে! হেয়ার কনসার্ন অনুযায়ী ন্যাচারাল হেয়ার অয়েল ও অর্গানিক হেয়ার মাস্ক বেছে নিন আপনার পছন্দমত। আজই ভিজিট করুন নিউট্রিপিওরের ওয়েবসাইট, অথবা নক করুন ফেইসবুক ও ইনস্টাগ্রাম পেইজে…

Nutripure Bangladesh

Leave a Reply