হাতের ট্যান দূর হচ্ছে না? ঘরোয়া রেসিপিতে নিন সল্যুশন!

হাতের ট্যান দূর হচ্ছে না

হাতের ট্যান দূর হচ্ছে না? ঘরোয়া রেসিপিতে নিন সল্যুশন!

এই গরমে বাইরে থেকে আসার পরে বাড়ি ফিরে নিজের দিকে তাকাতেই মন খারাপ হয়ে যায় সবার। কারণ সারা শরীরে ট্যান হয়ে কালো ছোপ ছোপ পড়ে যায়। শরীরের অন্যান্য অংশের তুলনায় হাতের ওপর এই রোদের ধকলটা যায় সবচেয়ে বেশি। তাই স্কিন টোন ব্রাইট করার জন্য হাতের যত্নটা নিতে হবে ঠিকঠাকমতো। কয়েকটি ন্যাচারাল ইনগ্রেডিয়েন্ট দিয়ে খুব সহজেই এই প্রবলেমের সল্যুশন পাওয়া যাবে। নিউট্রিপিওর রেড স্যান্ডালউড পাউডার ট্যান কাটাতে ভীষণভাবে উপকারী। এতে থাকা এক্সফোলিয়েটিং প্রোপার্টিজ ট্যান দূর করতে বেশ কার্যকরী। শসার রসে থাকা ভিটামিন সি স্কিন ব্রাইট করতে হেল্প করে।

যেভাবে বানিয়ে ব্যবহার করবেন

এই প্যাক বানাতে আপনার লাগবে ২ টেবিল চামচ নিউট্রিপিওর রেড স্যান্ডালউড পাউডার, ১ টেবিল চামচ টকদই, ১ টেবিল চামচ শসার রস ও ১ চা চামচ লেবুর রস। সবগুলো উপাদান ভালোভাবে মিশিয়ে নিয়ে হাতে লাগিয়ে রাখবেন ৩০ মিনিট, এরপরে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন।

রেড স্যান্ডালউড পাউডারের আরেকটি দারুণ প্যাক হচ্ছে রেড স্যান্ডালউড পাউডার ও নারিকেলের পানি। এই দুটি উপাদান একসাথে মিশিয়ে নিয়ে প্যাক বানিয়ে হাতে লাগালে হাতের ট্যান দ্রুত কেটে যাবে।

কেন নিউট্রিপিওর বেস্ট?

বাংলাদেশের প্রথম ক্যামিকেল ফ্রি অর্গানিক বিউটি কেয়ার প্রডাক্টস পাচ্ছেন নিউট্রিপিওরে! হেয়ার কনসার্ন অনুযায়ী ন্যাচারাল হেয়ার অয়েল ও অর্গানিক হেয়ার মাস্ক বেছে নিন আপনার পছন্দমত। আজই ভিজিট করুন নিউট্রিপিওরের ওয়েবসাইট, অথবা নক করুন ফেইসবুক ও ইনস্টাগ্রাম পেইজে…

Nutripure Bangladesh

Leave a Reply