চুল স্ট্রেইট এর কারনে হিট ড্যামেজ দূর করার ৫টি টিপস ?

হিট ড্যামেজ দূর করার ৫টি টিপস

চুল স্ট্রেইট এর কারনে হিট ড্যামেজ দূর করার ৫টি টিপস ?

চুল কে সুন্দর দেখাতে আমরা অনেক সময় চুল স্ট্রেইট ও কার্ল আয়রন ব্যবহার করে থাকি।। এতে আমাদের সৌন্দর্য বাড়লেও চুলের কিন্তু ক্ষতি হয়ে যায়। কারণ এই ধরনের হিট চুলের উপর ক্ষতিকারক প্রভাব ফেলে। তাই বলে তো স্টাইলিং করা বন্ধ থাকবে না, তাই না? দেখে নিন ৫টি সল্যুশন যার মাধ্যমে হিট ড্যামেজ দূর করতে পারবেন।

১- কোল্ড প্রেসড নারিকেল তেল ব্যবহার করুন- সপ্তাহে ২-৩দিন নারিকেল তেল ব্যবহার করুন। নারিকেল তেলের মলিকিউলার স্ট্রাকচারের কারণে খুব অল্প হলেও হেয়ার শ্যাফট বেশ ভালোভাবেই ময়েশ্চারাইজড হয়। চুলে নারিশমেন্ট প্রোভাইড করে শাইনি, হেলদি ও সফট করে তোলে।

২- হিট টুলস ব্যবহারের আগে চুল শুকিয়ে নিন

৩- চুলের জন্য বেস্ট অর্গানিক প্রডাক্ট বেছে নিন- নিউট্রিপিওরে আছে ১০০% অর্গানিক Damage Repair কম্বো Aloevera Oil এবং Onion Oil যা আপনার ড্যামেজ দূর করতে বিশেষ ভাবে কার্যকরী।

৪- প্রোটিন ট্রিটমেন্ট নিন- মাসে একবার প্রোটিন ট্রিটমেন্ট নেয়ার চেষ্টা করুন। ঘরেই তৈরি করে ফেলা যায় প্রোটিন প্যাক৷ তার জন্য ঘরে শুধু ডিম, টকদই, মধু থাকলেই যথেষ্ট৷ মাসে অন্তত ১ বার এই ট্রিটমেন্ট নিলে হেয়ার ব্রেকেজ কমবে, চুল হয়ে উঠবে সিল্কি ও শাইনি।

৫- ড্যামেজড হেয়ার এন্ডস গুলো কেটে ফেলুন।

এজন্য চুলের ন্যাচারাল গ্লস ও স্ট্রেন্থ রিস্টোর করার জন্য সপ্তাহে অন্তত দুই থেকে ৩ বার চুলে এপ্লাই করুন নিউট্রিপিওর অর্গানিক অনিয়ন অয়েলএলোভেরা অয়েল। হেয়ার লেন্থ অনুযায়ী সমপরিমান অয়েল নিয়ে মিক্স প্রসেসে চুলে এপ্লাই করুন। এতে চুলে ময়েশ্চার রিস্টোর হবে ও হেয়ার ড্যামেজ রিকভার করবে। ফিরে পাবেন চুলের হারানো সিল্কি ও শাইনিনেস! দেশের বেস্ট অর্গানিক হেয়ার কেয়ার সল্যুশন শুধুমাত্র নিউট্রিপিওরে…

কেন নিউট্রিপিওর বেস্ট?

বাংলাদেশের প্রথম ক্যামিকেল ফ্রি অর্গানিক বিউটি কেয়ার প্রডাক্টস পাচ্ছেন নিউট্রিপিওরে! হেয়ার কনসার্ন অনুযায়ী ন্যাচারাল হেয়ার অয়েল ও অর্গানিক হেয়ার মাস্ক বেছে নিন আপনার পছন্দমত। আজই ভিজিট করুন নিউট্রিপিওরের ওয়েবসাইট, অথবা নক করুন ফেইসবুক ও ইনস্টাগ্রাম পেইজে…

Nutripure Bangladesh

Leave a Reply