ত্বকের রোদেপোড়া ভাব দূর করার ঘরোয়া উপায়

Homemade Sunburn and Tan Care

ব্যাস্তজীবনে প্রতিদিনের পথচলায় রোদের হাত থেকে আমরা কোনোভাবেই নিস্তার পাই না। যত সানস্ক্রীনই ব্যাবহার করা হোক না কেন ত্বকে একটা কালোভাব চলেই আসে। তবে ঘরে বসেই কিন্তু এই ট্যান বা রোদে পোড়া ভাব দূর করার বেশ কিছু উপায় আছে। চলুন আজকে জেনে নেই এমনই একটা ঘরোয়া টিপস: 

আপনার যা প্রয়োজন-

  • ১ টেবিল চামচ বেসন
  • ১ চা চামচ কাঁচা হলুদ পেস্ট
  • ১ টেবিল চামচ টক দই

যেভাবে ব্যাবহার করবেন-

  • একটা পাত্রে সব গুলো উপকরণ নিয়ে ভালোভাবে পেস্ট করে নিতে হবে।
  • এরপর স্কিনে এপ্লাই করতে হবে।
  • ১৫-২০ মিনিট রেখে শুকিয়ে গেলে হালকা গরম পানি দিয়ে ওয়াশ করে ফেলতে হবে।
  • এই প্যাকটা একদিন পর পর ব্যবহার করলে সব থেকে ভালো ফলাফল পাওয়া যাবে।

কিভাবে কাজ করে-

বেসন আপনার স্কিনকে ডিপলি ক্লিন করবে। হলুদ পোড়াভাব দূর করবে ও ডার্ক স্পট দূর করে স্কিনকে ব্রাইট করবে। আর টকদই স্কিনের আর্দ্রতা ধরে রাখবে ও ক্ষতিগ্রস্থ স্কিন সেলস গুলোকে সতেজ করে তুলবে।

Share:

Nutripure Bangladesh

Leave a Reply