নিমেষেই হেয়ার ড্যামেজ দূর করুন মধুর হেয়ার মাস্কে!

হেয়ার ড্যামেজ দূর করুন

নিমেষেই হেয়ার ড্যামেজ দূর করুন মধুর হেয়ার মাস্কে!

চুলে আর্দ্রতা ফেরাতে আর তা ধরে রাখতে দারুণ কাজ দেয় মধু। তা ছাড়া মধুর হেয়ার প্যাক ব্যবহার করলে চুলের গোড়াও মজবুত হয়। চুলে যথাযথ আর্দ্রতা থাকলে হেয়ার ড্যামেজের প্রবলেম ও কমে যায়।

মধুর প্যাক বানাতে চুলের ঘনত্ব অনুযায়ী দু’ থেকে চার চাচামচ মধু নিন, তাতে তিন চাচামচ দুধ মেশান আর সম্ভব হলে এক চা চামচ নারকেলের দুধ দিন (না হলেও চলবে)। সব উপকরণ একসঙ্গে মিশিয়ে চুলের আগা থেকে গোড়া পর্যন্ত মেখে নিন। তবে আপনার স্ক্যাল্প যদি তেলতেলে হয়, গোড়ায় মাখার দরকার নেই। মাখা হয়ে গেলে শাওয়ার ক্যাপে চুল জড়িয়ে ঘণ্টা দেড়েক রাখুন, তারপর শ্যাম্পু করে নিন।

বোনাস টিপস –

হেয়ার ড্যামেজ প্রবলেম যদি অনেক পুরোনো হয় আর চুলের আগা ফাটা ও চুল ভেঙে যাবার প্রবলেম যদি অনেক বেশি দেখা যায় সেক্ষেত্রে দেরি না করে নিউট্রিপিওর অর্গানিক অনিয়ন হেয়ার অয়েল ও অর্গানিক এলোভেরা হেয়ার অয়েল মিক্স করে উইকলি ৩ দিন চুলে এপ্লাই করা উচিত। এতে অর্গানিক অনিয়ন ও এলোভেরার সালফার ও এনজাইম চুলের ভেতর থেকে পুষ্টি যোগাবে ও দেবে হেয়ার ড্যামেজ এর ফাস্টেস্ট সল্যুশন!

কেন নিউট্রিপিওর বেস্ট?

বাংলাদেশের প্রথম ক্যামিকেল ফ্রি অর্গানিক বিউটি কেয়ার প্রডাক্টস পাচ্ছেন নিউট্রিপিওরে! হেয়ার কনসার্ন অনুযায়ী ন্যাচারাল হেয়ার অয়েল ও অর্গানিক হেয়ার মাস্ক বেছে নিন আপনার পছন্দমত। আজই ভিজিট করুন নিউট্রিপিওরের ওয়েবসাইট, অথবা নক করুন ফেইসবুক ও ইনস্টাগ্রাম পেইজে…

Nutripure Bangladesh

Leave a Reply