জোজোবা অয়েলে হোমমেইড মেকআপ রিমুভার কিভাবে তৈরী করবেন?

Jojoba Oil Makeup Remover

আপনি কি এমন একটি মেকআপ রিমুভার খুঁজছেন যা স্কিনের কোনো ক্ষতি করবে না? তাহলে ট্রাই করুন জোজোবা অয়েল! ন্যাচারাল এই অয়েলের মিরাকল প্রোপারটিজ মেক আপ রিমুভে যেমন ইফেক্টিভ, তেমনি স্কিন হেলথকেও ইমপ্রুভ করতে পারে!

আজকের আয়োজনে জেনে নিন কীভাবে বাড়িতে DIY জোজোবা অয়েল মেকআপ রিমুভার প্রিপেয়ার করবেন, পড়তে থাকুন!

কেন জোজোবা অয়েল?

জোজোবা অয়েল এর রিচ ন্যাচারাল গুডনেসের জন্য স্কিন কেয়ার প্রডাক্টের ইনগ্রেডিয়েন্টস লিস্টে প্রায়ই এটি দেখা যায়। স্কিন কেয়ারে এটা খুবই ইফেক্টিভ। এটি শুধু স্কিনে নারিশমেন্ট ও ময়শ্চারাইজেশন সাপ্লাই করে তাই নয়, জোজোবা অয়েল স্কিন ইরিটেশন দূর করে ও সুদিং ইফেক্ট দেয়। মেক আপ রিমুভার হিসেবে এটা অনেকেরই টপ চয়েস, কারণ এটি ন্যাচারাল ও সেইফ। তাই আপনিও যদি এমন কোনো মেক আপ রিমুভার পেতে চান যা ন্যাচারাল বেনিফিসিয়াল প্রোপারটিজে ভরপুর, চোখ বন্ধ করে নিন জোজোবা অয়েল! 

জোজোবা অয়েল মেকআপ রিমুভার রেসিপি

জোজোবা অয়েল সমৃদ্ধ বেশ কিছু মেক আপ রিমুভার হয়ত আপনি অলরেডি কসমেটিক্স শপে দেখেছেন, কিন্তু এগুলোর প্রাইস ট্যাগ দেখে আঁতকে না উঠে উপায় নেই! তারপরেও মেকআপ ক্লিনজার বা রিমুভার হল একটি অপরিহার্য স্কিন কেয়ার প্রডাক্ট যা প্রায়ই ইউজ করতে হয়। তাহলে চলুন নিজেরাই তৈরী করে ফেলি অ্যান্ড লেটস সেইভ সাম মানি!!!

জোজোবা অয়েল ও রোজ ওয়াটারের মেক আপ রিমুভার

আপনার যা যা দরকার 

  • অর্গানিক জোজোবা অয়েল 
  • রোজ মিস্ট বা রোজ ওয়াটার

কিভাবে প্রিপেয়ার করবেন

  • একটা বটলে ইনগ্রেডিয়েন্টস গুলো নিয়ে ভালোভাবে ঝাঁকিয়ে নিন
  • এবার মেক আপ রিমুভের জন্য কটন বল দিয়ে স্কিনে এপ্লাই করুন
  • ফাইনালি নরম, পরিষ্কার এবং শুকনো কাপড় বা টিস্যু নিন এবং আলতো করে মেকআপ মুছে ফেলুন
  • ভালোভাবে ক্লিন না হওয়া পর্যন্ত রিপিট করুন
5/5
5/5

জোজোবা অয়েল ও আমন্ড অয়েল মেক আপ রিমুভার

আপনার যা যা দরকার 

  • অর্গানিক জোজোবা অয়েল
  • আমন্ড অয়েল
  • ভিটামিন ই ক্যাপসুল

কিভাবে প্রিপেয়ার করবেন

  • একটি কাচের বটলে সমান পরিমাণে অয়েল দুইটা নিয়ে মিক্স করুন এরপর এতে ২-৩ টি ই-ক্যাপসুল মিক্স করুন। ভালো করে ঝাঁকান যাতে সব উপকরণ ভালোভাবে মিশে যায়
  • ফিঙ্গারটিপ বা কটনবল ইউজ করে এটি সারা মুখে এপ্লাই করুন ও আলতো করে ম্যাসাজ করুন ও ভালোভাবে ক্লিন না হওয়া পর্যন্ত রিপিট করুন

জোজোবা অয়েল ও পানির সিম্পল মেক আপ রিমুভার

আপনার যা যা দরকার 

কিভাবে প্রিপেয়ার করবেন

  • ১ অংশ জোজোবা অয়েল ও ২ অংশ পানি নিয়ে মিক্স করুন ও একটি বটলে সংরক্ষণ করুন
  • ইউজের আগে ভালোভাবে ঝাঁকিয়ে নিয়ে এটি ফেইসে এপ্লাই করুন এরপর কটন বল দিয়ে এক্সফোলিয়েট করে মেক আপ তুলে ফেলুন

দেখতেই পাচ্ছেন, কত দ্রুত ও হ্যাসেল-ফ্রি ভাবে জোজোবা অয়েল মেকআপ রিমুভার তৈরী করা যায়! শুধু তাই নয়, ফুল ফেইস ইভেন আই মেক আপ ও এই ন্যাচারাল মেকআপ রিমুভাবে পারফেক্টলি ক্লিন হয়ে যায়, কোনো স্কিন বা আই ইরিটেশন ছাড়াই! তো, দামি ব্র্যান্ডেড মেক আপ রিমুভারের কথা ভুলে যান – আজ থেকেই আপনার মেকআপ রিমুভ করতে এবং সব সময়ে ব্রাইট ও হেলদি স্কিন ধরে রাখতে DIY জোজোবা অয়েল মেক আপ রিমুভার ইউজ করুন!

বাংলাদেশের প্রথম ক্যামিকেল ফ্রি অর্গানিক বিউটি কেয়ার প্রডাক্টস পাচ্ছেন নিউট্রিপিওরে! হেয়ার কনসার্ন অনুযায়ী ন্যাচারাল হেয়ার অয়েল ও অর্গানিক হেয়ার মাস্ক বেছে নিন আপনার পছন্দমত। আজই ভিজিট করুন নিউট্রিপিওরের ওয়েবসাইট, অথবা নক করুন ফেইসবুকইনস্টাগ্রাম পেইজে…

Nutripure Bangladesh

Leave a Reply