Hair Damage রিকভারে Onion Oil-এর কার্যকারিতা

onion-oil-benefits-for-hair-damage

সুস্বাদু খাবার তৈরীতে পেয়াজ যেমন বহুল ব্যবহৃত একটি উপাদান, Hair Fall ও Hair Damage ট্রিটমেন্টের জন্যেও পেয়াজের জুড়ি নেই। পেয়াজ চুলের গোড়া শক্ত করে ও এটি নিয়মিত ব্যবহারে চুল পড়া একেবারে কমে আসে। এছাড়া চুলের আগা ফেটে যাওয়া বা চুল ভেঙে যাওয়ার সমস্যা যাদের আছে, তাদের জন্য পিয়াজের তেল ব্যবহারে অসাধারন ফলাফল পাওয়া যায়। চলুন এবার জেনে নেই চুলের যত্নে পিয়াজের বিষ্ময়কর ৫ টি উপকারিতাঃ

  1. হেয়ার ফলিকলকে পুষ্টি যোগাতে পেয়াজ খুব ভালো কাজ করে। এটা স্ক্যাল্পের হারানো পুষ্টি উপাদান গুলো ফিরিয়ে আনে।
  2. পেয়াজে প্রচুর পরিমাণে প্রাকৃতিক সালফার থাকে যা চুল পাতলা হয়ে যাওয়া ও চুল ভেঙে যাওয়ার প্রবণতা কমিয়ে আনে।
  3. স্ক্যাল্প ইনফেকশন Hair Loss এর অন্যতম একটি কারণ। পিয়াজের নির্যাসে আছে এন্টি- ব্যাকটেরিয়াল উপাদান যা স্ক্যাল্পে ইনফেকশন হতে বাধা দেয়।
  4. পেয়াজে আছে প্রচুর পরিমাণে এন্টি-অক্সিডেন্ট যা চুলের আগা ফেটে যাওয়া ও চুল পাতলা হয়ে যাওয়া থেকে রক্ষা করে চুলের পিগমেন্টেশন রোধ করে ও চুলের সুস্বাস্থ্য নিশ্চিত করে।
  5. নিয়মিত পেয়াজের তেল ব্যবহার করলে স্ক্যাল্পে উকুন হবার সম্ভাবনা কমে যায়। গবেষণায় দেখা গেছে পেয়াজের নির্যাসে Neck ও Head Cancer প্রতিরোধের সক্ষমতা আছে।

পেয়াজের তেল তৈরীর ঘরোয়া উপায়

যেভাবে তৈরি করবেন পেঁয়াজের তেল

পেয়াজ গুলো ছিলে নিয়ে চার টুকরা করে নিন। এবার টুকরো পেঁয়াজ থেকে রস বের করে নিন। একটি পাত্রে নারকেল তেল এবং পেঁয়াজের রস একসঙ্গে জ্বাল দিন। ঠাণ্ডা হলে ছেঁকে নিয়ে একটি কন্টেইনারে সংরক্ষণ করুন। এই তেলটি ছয় মাস পর্যন্ত ব্যবহার করতে পারেন।

ব্যবহার পদ্ধতি

  1. চুল দুই ভাগে ভাগ করে নিন।
  2. এবার পেয়াজের তেলটি স্ক্যাল্পে এপ্লাই করুন ও কয়েক মিনিট চুলের গোড়ায় ম্যাসেজ করুন।
  3. পুরো স্ক্যাল্পে এপ্লাই করা হয়ে গেলে এভাবে ৩০-৪০ মিনিট রেখে দিন।
  4. এবার মাইল্ড অর্গানিক শ্যাম্পু দিয়ে স্ক্যাল্প ও মাথা আলতোভাবে ধুয়ে ফেলুন।
  5. এক দিন পর পর, সপ্তাহে ৩ দিন এভাবে প্রসেসটি ফলো করুন। 

উপকারিতা

পেয়াজের তেলে নিয়মিত ব্যবহার করলে চুলের আগা ফাটা ও চুল ভেঙে যাওয়া বন্ধ হয়ে যাবে এভাবে Hair Damage রিকভার করবে। এছাড়া এই নারিকেল তেল ও পেয়াজের নির্যাসের মিশ্রণ চুলকে কন্ডিশনিং করবে ও শাইনি ভাব এনে দিবে। চুলের রুক্ষভাব দূর হবার পাশাপাশি চুলের গোড়া মজবুত হবে একই সাথে উকুন ও স্ক্যাল্প ইনফেকশনের হাত থেকে রক্ষা পাবে। 

Nutripure এ আছে ১০০% বিশুদ্ধ ও ন্যাচারাল কোল্ড প্রেসড Organic Onion Oil. এতে আছে পেয়াজের নির্যাসের পাশাপাশি এক্সট্রা ভার্জিন কোকোনাট ওয়েল ও ক্যাস্টর ওয়েল যা Hair Fall ও Hair Damage রিকভারে আরো অধিক কার্যকরী। Nutripure এর কোনো প্রোডাক্টে কোনো প্রকার ক্যামিকেল বা প্রিজারভেটিভ ইউজ করা হয় না। এজন্য এই অনিয়ন ওয়েল সম্পূর্ণ নিরাপদ ও পার্শ্ব-প্রতিক্রিয়া মুক্ত। এই অর্গানিক হেয়ার ওয়েলটি আপনারা পাচ্ছেন ১২৫ মিলি রেগুলার ও ৩০ মিলি ট্রায়াল প্যাক এই দুই সাইজে। ঘরে বসে পেয়াজের তেল তৈরী করার ক্ষেত্রে যারা উপাদান গুলোর সঠিক পরিমাণ ও পদ্ধতি নিয়ে চিন্তিত, ও যাদের এত ঝামেলা পেরিয়ে পেয়াজের তেল তৈরী করার সময় নেই, তারা নিশ্চিন্তে অর্ডার করতে পারেন আমাদের কাছ থেকে। সারা বাংলাদেশে হোম ডেলিভারির মাধ্যমে পণ্য আপনার হাতে পৌছে দেব।

Share:

Nutripure Bangladesh

Leave a Reply