কমলা, লেবুর রস ও টকদই এর ঘরোয়া ময়েশ্চারাইজার

ঘরোয়া ময়েশ্চারাইজার

কমলা, লেবুর রস ও টকদই এর ঘরোয়া ময়েশ্চারাইজার

আপনি কি আপনার ময়েশ্চারাইজার নিয়ে সন্তুষ্ট? এটা কি ঠিকভাবে আপনার স্কিনকে হাইড্রেট করছে ও ময়েশ্চার লক করতে পারছে? যদি তা না পারে তাহলে আপনি অবশ্যই এই ঘরোয়া ময়েশ্চারাইজার ট্রাই করতে পারেন যা শুধু আপনার স্কিনকে ভেতর থেকে হাইড্রেটই করবে না, বরং এনে দেবে ব্রাইটার ও গ্লোয়িং লুক।

কমলা ও লেবুর রসের ভিটামিন সি ও সাইট্রিক এসিড আপনার ডেড সেলস গুলো রিমুভ করবে ও টকদই এর ল্যাকটিক এসিড আপনার স্কিনকে করবে ব্রাইট ও ভেতর থেকে এনে দিবে ন্যাচারাল গ্লো।

যেভাবে বানাবেন এই ঘরোয়া ময়েশ্চারাইজার- 

আপনার প্রয়োজন-

  ১ টেবিল চামচ অরেঞ্জ জুস

  ১ চা চামচ ফ্রেশ লেবুর রস

  ১/২ কাপ টকদই

যেভাবে ব্যবহার করবেন-

  1. উপাদান গুলো একসাথে মিক্স করে পেস্টের মত তৈরী করে নিন। 
  2. এবার ফেইসে এপ্লাই করে ৫ মিনিট ম্যাসাজ করুন।
  3. ( ১৫-২০ ) মিনিট ফেইসে রেখে শুকিয়ে আসা পর্যন্ত অপেক্ষা করুন।
  4. ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন ও আলতোভাবে মুছে নিন।

প্রতিদিন রাতে ঘুমাতে যাবার আগে এই হোমমেইড ময়েশ্চারাইজার ব্যবহার করুন। নিয়মিত ব্যবহারে অল্পদিনেই পেয়ে যাবেন পারফেক্টলি হাইড্রেটেড ও ন্যাচারালি ব্রাইট সতেজ ত্বক।

বাংলাদেশের প্রথম ক্যামিকেল ফ্রি অর্গানিক বিউটি কেয়ার প্রডাক্টস পাচ্ছেন নিউট্রিপিওরে! হেয়ার কনসার্ন অনুযায়ী ন্যাচারাল হেয়ার অয়েল ও অর্গানিক হেয়ার মাস্ক বেছে নিন আপনার পছন্দমত। আজই ভিজিট করুন নিউট্রিপিওরের ওয়েবসাইট, অথবা নক করুন ফেইসবুক ও ইনস্টাগ্রাম পেইজে…

Share:

Nutripure Bangladesh

Leave a Reply