সালফেট মুক্ত Homemade Shampoo তৈরির নিয়মাবলী

organic homemade shampoo recipies

হেয়ার ওয়েল বা হেয়ার প্যাক ব্যবহারের পর শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলাটা খুবই গুরুত্বপূর্ণ। তবে বাজারে যে সব কমার্শিয়াল শ্যাম্পু পাওয়া যায় তার সবই ক্যামিকেল বেইজড ও এতে থাকে স্ক্যাল্প ও চুলের জন্য ক্ষতিকর সালফেট। দীর্ঘমেয়াদী ব্যাবহারে যা চুলকে ড্রাই ও রাফ করে তোলে যা এক সময় হেয়ার ড্যামেজের পর্যায়ে চলে যায়। Nutripure Organinc Oil ও Nutripure Pure & Natural Hair Mask ব্যবহারের পর আমরা সবসময়েই নির্দেশনা দিয়ে থাকি মাইল্ড কোনো অর্গানিক শ্যাম্পু দিয়ে ওয়াশ করে ফেলার জন্য। বিপরীতে সবাই আমাদের জিজ্ঞাসা করেন, বাজারের কোন শ্যাম্পুটা ইউজ করব। আজ আমরা আপনাদের সেই প্রশ্নের উত্তর নিয়ে এসেছি।

খুব সহজেই হাতের কাছে পাওয়া যায় এমন উপাদান দিয়ে সম্পূর্ণ ন্যাচারাল, ক্যামিকেল মুক্ত মাইল্ড শ্যাম্পু তৈরী করতে পারবেন ঘরে বসেই। চলুন জেনে নেয়া যাক Homemade Shampoo তৈরি কয়েকটি উপায়-

Castile Soap Homemade Shampoo

ক্যাস্টিল সোপ Homemade Shampoo:

ক্যাস্টিল সোপ হলো ভেজিটেবল বেইজড ও এনিম্যাল ফ্যাট মুক্ত অসাধারণ এক ধরণের ন্যাচারাল সাবান যা লিকুইড ও সলিড দুই ভাবেই পাওয়া যায়। এতে কোনো সিনথেটিক উপাদান থাকে না। এটি বায়োডিগ্রেডেবল ও নন-টক্সিক যা কোনো ক্ষতি বা পার্শ্ব-প্রতিক্রিয়ামুক্ত ভাবে  স্কিন ও স্ক্যাল্প পরিষ্কারে কাজ করে। বিভিন্ন সুপারমার্কেটের ও ডিপার্টমেন্টাল স্টোরের অর্গানিক সেকশন থেকে খুব সহজেই সংগ্রহ করে নিতে পারেন ক্যাস্টিল সোপ।

আপনার যা যা প্রয়োজন

  • ১/২ কাপ ডিস্ট্রিল্ড ওয়াটার
  • ১/৪ কাপ সেন্টেড বা আনসেন্টেড ক্যাস্টিল সোপ
  • ১/২ চা চামচ জোজোবা, গ্রেইপসিড বা অন্য কোনো নন স্টিকি ভেজিটেবল ওয়েল।
  • ডিসপেনসার বটল।

যেভাবে তৈরী ও ব্যাবহার করবেন 

  • উপাদান গুলো একসাথে একটা ডিসপেনসার বটলে নিয়ে নিন।
  • মিশ্রণটা কমার্শিয়াল শ্যাম্পুর মত ঘন হবে না, তবে ব্যাবহারের আগে বটল ঝাঁকিয়ে নিতে হবে।
  • হেয়ার ওয়েল বা হেয়ার প্যাক ব্যবহারের পর নিয়মিত ব্যবহার করতে পারবেন।

Baking soda and vinegar shampoo

বেকিং সোডা ও ভিনেগার শ্যাম্পু :

ক্লিন ও হেলদি চুল্ক পাবার জন্য এই ন্যাচারাল শ্যাম্পু রেসিপিটা সব থেকে সহজ ও এতে কোন সোপের প্রয়োজন হয় না। চলুন জেনে নেই এর তৈরী ও ব্যবহারের নিয়ম।

আপনার যা যা প্রয়োজন

  • ১ টেবিল চামচ বেকিং সোডা
  • ১ টেবিল চামচ এপল সাইডার ভিনেগার
  • ১/২ কাপ পানি

যেভাবে তৈরী ও ব্যাবহার করবেন

  • দুইটি আলাদা কাপে করে বেকিং সোডা ও ভিনেগার নিয়ে শাওয়ারে প্রবেশ করুন।
  • মাথা ভিজিয়ে নিয়ে বেকিং সোডার কাপে ১/৪ কাপ পানি মিক্স করে স্ক্যাল্প ও চুলের গোড়ায় এপ্লাই করুন। 
  • এক মিনিট এভাবে রেখে তারপর পুরো স্ক্যাল্প স্ক্রাব করা শুরু করুন। এটা রক্ত সঞ্চালন ও বাড়াবে একই সাথে স্ক্যাল্প পরিস্কার করবে। 
  • এবার ধুয়ে ফেলুন। তারপর ভিনেগারের কাপে আগের মতই ১/৪ কাপ পানি মিশিয়ে মিশ্রণটি চুলের আগার দিকে ঢেলে ভালো ভাবে ম্যাসাজ করে নিন। এটা স্ক্যাল্পে দিবেন না। 
  • ১ মিনিট রেখে ধুয়ে ফেলুন।

Natural shampoo for dry scalp and hairড্রাই স্ক্যাল্প ও চুলের জন্য Natural shampoo:

ড্রাই স্ক্যাল্প ও ড্রাই চুলের সমস্যায় ভুগে থাকেন অনেকেই। এই শ্যাম্পু রেসিপি তাদের জন্য।

আপনার যা যা প্রয়োজন

  • ১/২ কাপ ডিস্ট্রিল্ড ওয়াটার
  • ১/৪ কাপ ক্যাস্টিল সোপ
  • ১/৪ কাপ এলোভেরা জেল
  • ১ চা চামচ গ্লিসারিন
  • ১/৪ টেবিল চামচ এভোক্যাডো অয়েল বা জোজোবা ওয়েল। 
  • ডিসপেনসার বটল

যেভাবে তৈরী ও ব্যাবহার করবেন

  • উপাদান গুলো একসাথে একটা ডিসপেনসার বটলে নিয়ে নিন ও সংরক্ষণ করুন।
  • ব্যাবহারের আগে বটল ঝাঁকিয়ে নিতে ভুলবেন না।
  • চুলে ও স্ক্যাল্পে এপ্লাই করুন ও আলতো ম্যাসাজ করুন। কয়েক মিনিট রেখে ধুয়ে ফেলুন।
  • হেয়ার ওয়েল বা হেয়ার প্যাক ব্যবহারের পর নিয়মিত ব্যবহার করতে পারবেন।
5/5

খুশকি দূর করা ও ন্যাচারালি শাইনের জন্য শ্যাম্পু :

Shampoo for dandruff and natural shine

যেকোনো বয়সের ছেলে বা মেয়ে সবারই খুশকি হতে পারে। সাধারণ ভাবে মনে করা হয় যে খুশকি হয় স্ক্যাল্পের শুষ্কতার কারণে। কিন্তু মূলত খুশকি হয় স্কাল্পে অতিরিক্ত ওয়েল প্রডাকশনের কারণে, হরমোনাল কারণ, স্ট্রেস ও অন্যান্য বিভিন্ন অসুস্থতার কারণে। খুশকি দূর করতে তাই চলুন জেনে নেই এই এন্টি ড্যান্ড্রাফ Homemade Shampoo রেসিপি।

আপনার যা যা প্রয়োজন

  • ১/২ কাপ ডিস্ট্রিল্ড ওয়াটার
  • ১/৪ কাপ ক্যাস্টিল সোপ
  • ১/২ চা চামচ জোজোবা, গ্রেইপসিড বা অন্য কোনো নন স্টিকি ভেজিটেবল ওয়েল
  • ১ টেবিল চামচ এপল সাইডার ভিনেগার
  • ৩ টেবিল চামচ অ্যাপেল জুস
  • ৬ টা ভালোভাবে গুড়ো করে নেয়া লবঙ্গ দানা
  • ডিসপেনসার বটল

যেভাবে তৈরী ও ব্যাবহার করবেন

  • একটি ব্লেন্ডারে সব গুলো উপাদান নিয়ে লো স্পিডে ৩০ সেকেন্ড ধরে ব্লেন্ড করুন।
  • এবার মিশ্রণটি বটলে সংরক্ষণ করুন। মিশ্রণটি ফ্রিজে রাখতে হবে, ৩ দিন ব্যাবহার করতে পারবেন এটা।
  • হালকা গরম পানিতে মাথা ধুয়ে নিয়ে চুলে ও স্ক্যাল্পে এপ্লাই করুন ও আলতো ম্যাসাজ করুন। কয়েক মিনিট রেখে ধুয়ে ফেলুন।
  • হেয়ার ওয়েল বা হেয়ার প্যাক ব্যবহারের পর নিয়মিত ব্যবহার করতে পারবেন।

Aromatic Shampoo of Tea Tree Oil and Rosemary Oil

টি ট্রি ওয়েল ও রোজ মেরি ওয়েলের সুগন্ধী শ্যাম্পু : 

যেকোনো ধরণের হেয়ার ও স্ক্যাল্প টাইপের জন্য এটি একটি অসাধারণ শ্যাম্পু। শুধু তাই নয়, এতে আছে অসাধারণ সুগন্ধ।

আপনার যা যা প্রয়োজন

  • ১/২ কাপ ডিস্ট্রিল্ড ওয়াটার
  • ১/৪ কাপ ক্যাস্টিল সোপ
  • ১/২ চা চামচ জোজোবা, গ্রেইপসিড বা অন্য কোনো নন স্টিকি ভেজিটেবল ওয়েল
  • ১ টেবিল চামচ রোজমেরি ওয়েল
  • ১ টেবিল চামচ লেমনগ্র্যাস 
  • ২ টেবিল চামচ টি ট্রি ওয়েল
  • ১ চা চামচ ভ্যানিলা এসেনশিয়াল ওয়েল
  • ডিসপেনসার বটল

যেভাবে তৈরী ও ব্যাবহার করবেন

  • একটা ছোট পাত্রে পানি রোজমেরি ওয়েল ও লেমনগ্র্যাস নিয়ে জ্বাল দিয়ে ফুটিয়ে নিন। সুগন্ধ আসা পর্যন্ত জ্বাল দিতে থাকুন। (২০-৩০ মিনিট সময় লাগবে)
  • ঠান্ডা হয়ে আসলে ছেঁকে নিন ও ক্যাস্টিল সোপ ছাড়া বাকি সব উপাদান মিশিয়ে নাড়তে থাকুন। 
  • ভালোভাবে মিশে গেলে সবার শেষে ক্যাস্টিল সোপ এড করুন। 
  • ডিসপেনসার বটলে সংরক্ষণ করুন। আপনার শ্যাম্পু এবার তৈরী।
  • নর্মাল যেকোনো শ্যাম্পুর মত এটা আপনার পছন্দ অনুসারে ব্যবহার করতে পারবেন, বিশেষ করে হেয়ার ওয়েল বা হেয়ার প্যাক ব্যবহারের পর নিয়মিত ব্যবহার করতে পারবেন।

 

ঘরে বসে মাইল্ড ও ক্যামিকেল ফ্রি Homemade Shampoo তৈরীর উপায় তাহলে আপনারা জেনে গেলেন। কমেন্ট করে জানিয়ে দিন Homemade Shampoo তৈরী করার কোন উপায়টা আপনাদের কাছে সব থেকে সহজ ও কার্যকরী মনে হয়েছে। অর্গানিক উপায়ে হেলথ, হেয়ার অথবা স্কিন কেয়ারের জন্য আর কোন কোন বিষয়ে আপনারা পরামর্শ চান, সেটিও জানিয়ে দিতে পারেন আমাদের ফেইসবুক পেইজে ইনবক্স করে, ওয়েবসাইটে বা ইমেইলে।

Share:

Nutripure Bangladesh

Leave a Reply