গ্লসি লিপসের জন্য পেপের লিপ স্ক্রাব রেসিপি

Papaya peel lip scrub for glossy lips

শীতে লিপ কেয়ার প্রডাক্টস ইউজ করে ঠোঁট ডার্ক হয়ে যাচ্ছে? ভিটামিন এ, সি এবং পটাসিয়ামে ভরপুর পেঁপের হোমমেইড স্ক্রাব ঠোঁটের চারপাশে যে কোনো ধরনের পিগমেন্টেশন দূর করে ঠোঁটকে রাখে সফট, হাইড্রেটেড ও এট্রাকটিভ!

জেনে নিন উইন্টারে লিপ কেয়ারের একটি দুর্দান্ত লিপ স্ক্রাব রেসিপি-

🔰 যা যা প্রয়োজন –

  • ২ কিউব পেঁপে
  • ১ টেবিল চামচ অ্যালোভেরা জেল
  • আধা চা চামচ লেবুর রস
5/5
5/5

🔰 কিভাবে এপ্লাই করবেন?

  • পেঁপে, অ্যালোভেরা জেল এবং লেবুর রস ব্লেন্ড করে নিন
  • স্মুথ পেস্টের মত হয়ে এলে পুরো ঠোঁটে এপ্লাই করে ১০ মিনিট রাখুন
  • এবার সার্কুলার মোশনে ঠোঁট এক্সফোলিয়েট করে উষ্ণ পানিতে ধুয়ে নিন

ন্যাচারাল এই লিপ স্ক্রাব ঠোঁটের কালো ভাব দূর করবে, ডেড স্কিন সেলস গুলো দূর করবে একই সাথে শীতের ড্রাই ওয়েদারেও ঠোঁটকে হাইড্রেটেড করবে। লক্ষ্য রাখতে হবে যেন স্ক্রাব ইউজের পর অবশ্যই ভালোভাবে অয়েল বেইজড ময়েশ্চারাইজার (যেমন নিউট্রিপিওর অর্গানিক রোজ অয়েল) ঠোঁটে এপ্লাই করা হয়। সেরা ফলাফলের জন্য সপ্তাহে তিনবার এপ্লাই করুন

5/5
5/5
Share:

Nutripure Bangladesh

Leave a Reply