অনেক যত্ন নেওয়ার পরেও চুল রুক্ষ যাচ্ছে, ফলো করুন এই ৬ টি টিপস!
- Nutripure Bangladesh
- Posted on
- 0 comments
অনেক যত্ন নেওয়ার পরেও চুল রুক্ষ যাচ্ছে- সল্যুশনে ফলো করুন এই ৬ টি টিপস!
নিয়মিত চুলের যত্ন নিয়ে, মাইল্ড শ্যাম্পু ব্যবহার করে তবুও চুল দিন দিন রুক্ষ আর নিষ্প্রাণ হয়ে উঠছে? অনেকের পরামর্শ মেনে অনেক কিছু ট্রাই করা শেষ কিন্তু লাভের লাভ হচ্ছে না কিছুতেই? মন-মেজাজ খারাপ করে লম্বা চুল কেটে ছোট করে ফেলার সিদ্ধান্ত নেয়ার আগে ফলো করুন এই কয়টি টিপস-
১. শ্যাম্পু সিলেক্ট করুন ওয়াইজলি!
সবার আগে আপনার চুলের জন্য পারফেক্ট একটা শ্যাম্পু চুজ করে নিন। ভাল মানেই দামী নয় এ কথাটি মনে রাখবেন। যে সব শ্যাম্পুতে ল্যাকটিক অ্যাসিড, গ্লিসারিন, ভিটামিন সি থাকবে এবং সিন্থেটিক রং, সালফেট, প্যারাবিন থাকবে না তেমন শ্যাম্পু বাছুন। শ্যাম্পু করার সময় মাথায় স্ক্যাল্পে শ্যাম্পু দিন এবং চুলে যখন দেবেন সেটায় একটু পানি মিশিয়ে দেবেন।
২. কন্ডিশনারে একটাই কন্ডিশন
যে ব্র্যান্ডের শ্যাম্পু নিচ্ছেন চেষ্টা করুন একই ব্র্যান্ডের কন্ডিশনার ব্যবহার করতে। কন্ডিশনার ছাড়া শ্যাম্পু করবেন না। শ্যাম্পুর পরে চুল ভাল করে ধুয়ে, টাওয়েলে পানি ঝরিয়ে তবেই কন্ডিশনার অ্যাপ্লাই করুন।
৩. নিউট্রিপিওরের অর্গানিক হেয়ার কেয়ার মাস্ক ও অয়েল এপ্লাই করুন
রুক্ষ চুলে শ্যাম্পু আর কন্ডিশনারই শুধু যথেষ্ট নয়, শাওয়ার নেয়ার আগে উইকলি ২ দিন হেয়ারে এপ্লাই করুন নিউট্রিপিওরের অর্গানিক হেয়ার মাস্ক। নিউট্রিপিওরে রয়েছে আপনার স্পেসিফিক হেয়ার টাইপ ও কনসার্ন অনুসারে পিওর ও অর্গানিক হেয়ার মাস্ক যা আপনার চুলকে দ্রুততম সময়ের মধ্যে ড্যামেজ ফ্রি সফট ও বাউন্সি করে তুলবে। সেই সাথে উইকলি ৩ দিন এপ্লাই করুন নিউট্রিপিওরের অর্গানিক হেয়ার অয়েল। চুলের গোড়ায় পুষ্টি যুগিয়ে এই ন্যাচারাল হেয়ার অয়েল গুলো আপনাকে দেবে থিক এন্ড লং হেয়ার!
৪. চুল আঁচড়ান
অনেকেই শাওয়ার নেয়ার পরে চুল আঁচড়ে নেন তারপর আর চিরুনির দিকে ফিরেও তাকান না! সেটা করবেন না, নরম দাঁড়ার চিরুনি দিয়ে চুল মাঝেমধ্যেই ভাল করে আঁচড়ান। আর ভেজা চুলে কখনই আঁচড়াবেন না। চুল আঁচড়ালে রক্ত চলাচল বাড়ে তার ফলে চুল প্রাণ ফিরে পায়।
৫. হিট অ্যাভয়েড করুন
রুক্ষ চুলে হিট দেবেন না একদমই। হিট বলতে স্ট্রেটনার, কার্লার, ড্রায়ার সবকিছুকেই বোঝায়। তাতে যদি স্টাইল একটু কম হয় হোক, চুল ভাল থাকলে প্রাণভরে হেয়ারস্টাইল করবেন।
৬. গরম পানিতে শাওয়ার একদমই নয়
চুল যখনই ধোবেন প্রতিবার ঠান্ডা পানিতে ধুয়ে ফেলুন। গরম পানি চুলকে আরো শুষ্ক করে দেয়। শীতকালে চুলটুকু অন্তত ধুয়ে ফেলুন ঠান্ডা পানিতে তারপর উষ্ণ গরম পানিতে শাওয়ার নিয়ে নিন।
নামি দামি ব্র্যান্ডের হেয়ার অয়েল, সিরাম আর পার্লার ট্রিটমেন্ট না করে আজ থেকেই ফলো করুন এই ৬ টি ইফেক্টিভ টিপস! ঘন-কালো লম্বা চুলে মাতিয়ে তুলুন সবাইকে!
Shop at Nutripure Bangladesh
কেন নিউট্রিপিওর বেস্ট?
বাংলাদেশের প্রথম ক্যামিকেল ফ্রি অর্গানিক বিউটি কেয়ার প্রডাক্টস পাচ্ছেন নিউট্রিপিওরে! হেয়ার কনসার্ন অনুযায়ী ন্যাচারাল হেয়ার অয়েল ও অর্গানিক হেয়ার মাস্ক বেছে নিন আপনার পছন্দমত। আজই ভিজিট করুন নিউট্রিপিওরের ওয়েবসাইট, অথবা নক করুন ফেইসবুক ও ইনস্টাগ্রাম পেইজে…