বৃষ্টির দিনে কম্বিনেশন টাইপ স্কিনের যত্ন কীভাবে নিবেন?

combination skin in monsoon

বৃষ্টির দিনে কম্বিনেশন টাইপ স্কিনের যত্ন কীভাবে নিবেন?

না তেলতেলে না শুষ্ক – এমন ত্বক যদি আপনার হয়, তা হলে বুঝবেন যে আপনি কম্বিনেশন ত্বকের (skin care routine for combination skin in monsoon) অধিকারিণী। কম্বিনেশন ত্বক যাঁদের হয় তাঁদের T-Zone অর্থাৎ কপাল, নাক এবং চিবুক – এই অংশগুলি প্রচণ্ড তৈলাক্ত হয় এবং মুখের বাকি অংশ শুষ্ক হয়।

এখন মাঝেমধ্যেই এক-দুই পশলা বৃষ্টি হওয়ায় হিউমিডিটির পরিমাণ অনেক বেশি। ফলে, যাঁদের কম্বিনেশন স্কিনটাইপ, তাঁদের মুখের কিছু অংশে ঘাম হচ্ছে এবং কিছু অংশ থাকছে শুষ্ক। এরকম ত্বক হলে বর্ষায় কীভাবে ত্বকের যত্ন নিতে হবে জেনে নিন-

১। কম্বিনেশন ত্বকের যত্ন নেওয়া কিন্তু খুব একটা কঠিন কাজ নয়। আপনি যদি প্রতিদিন CTM Routine মেনে চলেন তাহলেই আপনার ত্বক থাকবে সুস্থ এবং সুন্দর। কিন্তু এই CTM Routine কী? ক্লিনজিং, টোনিং এবং ময়শ্চারাইজিং – এই হল সিটিএম।

২। কম্বিনেশন ত্বক (skin care routine for combination skin in monsoon) হলে মুখ পরিষ্কার করার জন্য ফেসওয়াশ ব্যবহার না করে কোনও মাইল্ড ক্লিনজার ব্যবহার করুন। তুলোয় করে সামান্য ক্লিনজার নিয়ে ভাল করে মুখ পরিষ্কার করে নিন।

৩। এবারে ঠাণ্ডা জলে মুখ ধুয়ে মুখ মোছা হয়ে গেলে আবার তুলোয় করে অ্যালকোহল-ফ্রি টোনার দিয়ে মুখ পরিষ্কার করুন। টোনিং করাটা কিন্তু খুব জরুরি কম্বিনেশন ত্বকের ক্ষেত্রে।

৪। এরপর কোনও ভাল অয়েল-বেসড ময়শ্চারাইজার লাগিয়ে নিন মুখে।

৫। বাইরে বেরনোর সময়েও কিন্তু সানস্ক্রিন এপ্লাই করতে ভুলবেন না।

৬। সপ্তাহে অন্তত একবার করে এক্সফোলিয়েটিং করা জরুরি, এতে ত্বকের মরাকোষ এবং ব্ল্যাকহেডস ও হোয়াইটহেডস দূর হয় এবং স্কিনটা রিজুভিনেট হয়!

বাংলাদেশের প্রথম ক্যামিকেল ফ্রি অর্গানিক বিউটি কেয়ার প্রডাক্টস পাচ্ছেন নিউট্রিপিওরে! হেয়ার কনসার্ন অনুযায়ী ন্যাচারাল হেয়ার অয়েল ও অর্গানিক হেয়ার মাস্ক বেছে নিন আপনার পছন্দমত। আজই ভিজিট করুন নিউট্রিপিওরের ওয়েবসাইট, অথবা নক করুন ফেইসবুক ও ইনস্টাগ্রাম পেইজে…

Share:

Nutripure Bangladesh

Leave a Reply