ত্বকের হারানো গ্লো ফিরে পেতে টকদই ও কমলার খোসার মাস্ক

sour-yogurt-and-orange-peel-face-mask to get back the lost glow of the skin

ত্বকের হারানো গ্লো ফিরে পেতে টকদই ও কমলার খোসার মাস্ক

আপনার ত্বক কি দিনদিন তার ন্যাচারাল উজ্জ্বলতা হারিয়ে ফেলছে? আজকের নিউট্রিটিপসে নিয়ে এসেছি হারানো গ্লো ফিরে পাবার ঘরোয়া সমাধান।

কমলার খোসায় আছে প্রচুর পরিমাণে ভিটামিন সি যা স্কিন টনিক হিসেবে অসাধারণ কাজ করে। টকদই স্কিনকে ব্রাইট করে ও এতে আছে এন্টি এইজিং এজেন্ট যা স্কিনকে টাইটেনিং করে ও স্কিনের হারানো উজ্জ্বলতা ফিরিয়ে আনে। এছাড়া টকদই স্কিনকে হাইড্রেট করে।

আপনার যা যা প্রয়োজন-

  • কিছু শুকোনো কমলার খোসা
  • ১ টেবিল চামচ বিশুদ্ধ ও আনফ্লেভারড টক দই

যেভাবে ব্যাবহার করবেন-

  • রোদে শুকোনো শুকনো কমলার খোসা গ্রাইন্ড করে পাউডার বানিয়ে নিন।
  • এক টেবিল চামচ পাউডার ও সমপরিমাণ টকদই নিয়ে ভালোভাবে পেস্ট বানিয়ে নিন।
  • স্কিনে এপ্লাই করুন ও ২০ মিনিট এভাবে রেখে দিন।
  • ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন।

সপ্তাহে ২ দিন গোসলের আগে এই মাস্কটি এপ্লাই করে পেয়ে যান পারফেক্টলি ময়েশ্চারড, ব্রাইট ও গ্লোয়িং ত্বক।

বাংলাদেশের প্রথম ক্যামিকেল ফ্রি অর্গানিক বিউটি কেয়ার প্রডাক্টস পাচ্ছেন নিউট্রিপিওরে! হেয়ার কনসার্ন অনুযায়ী ন্যাচারাল হেয়ার অয়েল ও অর্গানিক হেয়ার মাস্ক বেছে নিন আপনার পছন্দমত। আজই ভিজিট করুন নিউট্রিপিওরের ওয়েবসাইট, অথবা নক করুন ফেইসবুকইনস্টাগ্রাম পেইজে…

Nutripure Bangladesh

Leave a Reply