এই গরমে স্কিন কেয়ারের ৬ টি টিপস!
- Nutripure Bangladesh
- Posted on
- 0 comments
এই গরমে স্কিন কেয়ারের ৬ টি টিপস!
যে পরিমাণে গরম পড়েছে, এই সময়ে স্কিনের অতিরিক্ত যত্নের প্রয়োজন। এ সময় বাইরে প্রখর রোদ। সূর্যের কঠোর ইউভি রশ্মি আমাদের ত্বকের জন্য ক্ষতিকর। এতে আমাদের ত্বক নিস্তেজ, শুষ্ক এবং ক্ষতিগ্রস্ত হতে পারে। এ ছাড়া এসময় ত্বক রোদে পুড়ে যায়। স্কিন ট্যান হয়ে যায়। পোরস বড় হয়। ব্রণের সমস্যাও দেখা দেয়। নিচের ৬ টি টিপস মেনে চললে আমরা ত্বককে উজ্জ্বল এবং স্বাস্থ্যকর রাখতে পারি, দেখে নিন-
১. সানস্ক্রিন ব্যবহার
গ্রীষ্মকালে ত্বকের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসগুলির মধ্যে একটি হল সানস্ক্রিন লাগানো। কমপক্ষে এসপিএফ ৫০ বা তারও বেশি সানস্ক্রিন ব্যবহার করা উচিত। এক্ষেত্রে আপনার বেস্ট অপশন হলো নিউট্রিপিওর কোলাজেন হোয়াইটেনিং সানস্ক্রীন। বাইরে যাওয়ার ১৫-৩০ মিনিট আগে সানস্ক্রিন প্রয়োগ করুন। এটি আপনার ত্বককে ক্ষতিকারক ইউভি রশ্মি থেকে রক্ষা করবে। ফলে রোদে পোড়া, অকাল বার্ধক্য এবং ট্যানিং হওয়া থেকে ত্বক বেঁচে যাবে।
২. পানি পান করা
সূর্যের আলো আমাদের ত্বককে দ্রুত ডিহাইড্রেট করতে পারে। তাই প্রচুর পানি পান করা উচিত। এতে ত্বক হাইড্রেটেড থাকবে। বাইরে গেলে একটি ওয়াটার বোতল বহন করুন। কারণ, ঘামের জন্য আমাদের শরীর থেকে প্রচুর পানি বের হয়ে যায়। এ ছাড়া পানি সমৃদ্ধ ফল এবং শাকসবজি যেমন তরমুজ, শসা খান। এগুলো অতিরিক্ত পুষ্টি, ভিটামিন এবং অ্যান্টিঅক্সিডেন্ট সরবরাহ করে। হাইড্রেটেড থাকলে ত্বক উজ্জ্বল দেখায়। ত্বকের বলিরেখাও প্রতিরোধ করে।
৩. ম্যাসাজ করুন
মেকআপের আগে আপওয়ার্ড সার্কুলার মোশনে ৫ মিনিটের জন্য আপনার মুখ ম্যাসাজ করুন। এতে ফোলাভাব কমে যাবে। ত্বক পানি ধরে রাখে। এ সময় লাইট স্কিন কেয়ার প্রোডাক্ট ব্যবহার করুন। এতে ত্বকের ছিদ্রগুলিকে আটকাবে না। ত্বক ভারী বোধ করবে না। হালকা ওজনের ময়েশ্চারাইজার, সিরাম এবং সানস্ক্রিন বেছে নিন।
৪. এক্সফোলিয়েট করুন
ঘাম এবং তাপ স্কিনে ডেড সেলস তৈরী করে। এগুলো ত্বকের ছিদ্রগুলিতে আটকে থাকে। এ জন্য সপ্তাহে অন্তত একবার এক্সফোলিয়েট করুন। এর ফলে ত্বকের মৃত কোষগুলিকে সরে যাবে। ত্বক মসৃণ এবং উজ্জ্বল দেখাবে।
৫. ব্রণ থেকে মুক্তি
ব্রণ থেকে মুক্তি পেতে গ্রিন-টি আইস কিউব ব্যবহার করুন। অথবা গ্রিন-টি তৈরি করুন। এরসঙ্গে এসেনশিয়াল অয়েল যোগ করুন। এবার এগুলো আইস কিউবে রাখুন। বরফ হয়ে গেলে মুখে ঘষুণ। এছাড়া অতিরিক্ত পিম্পল ব্রেকআউট হলে বা দ্রুত সল্যুশনের জন্য ইউজ করুন নিউট্রিপিওর কমপ্লিট পিম্পল কিওর সল্যুশন।
৬. ফেইস মাস্ক
গরমকালে তৈলাক্ত ত্বকে নানা রকম সমস্যা দেখা দেয়। এ জন্য মুলতানি মাটি বা চন্দনের মাস্ক ব্যবহার করা উচিত। এই মাস্কগুলো স্পট দূর করতে ও অয়েল কন্ট্রোল করতে কাজ করে। এই গরমেও ব্রাইট ও গ্লোয়িং স্কিন ধরে রাখতে ইউজ করুন নিউট্রিপিওর স্কিন ব্রাইটেনিং প্যাক।
Shop at Nutripure Bangladesh
কেন নিউট্রিপিওর বেস্ট?
বাংলাদেশের প্রথম ক্যামিকেল ফ্রি অর্গানিক বিউটি কেয়ার প্রডাক্টস পাচ্ছেন নিউট্রিপিওরে! হেয়ার কনসার্ন অনুযায়ী ন্যাচারাল হেয়ার অয়েল ও অর্গানিক হেয়ার মাস্ক বেছে নিন আপনার পছন্দমত। আজই ভিজিট করুন নিউট্রিপিওরের ওয়েবসাইট, অথবা নক করুন ফেইসবুক ও ইনস্টাগ্রাম পেইজে…