স্পটলেস ও ব্রাইট স্কিন দেবে এই ২টি ঘরোয়া বিউটি ট্রিটমেন্ট!

ঘরোয়া বিউটি ট্রিটমেন্ট

বিউটি ট্রিটমেন্ট বা ইনটেনসিভ স্কিন কেয়ার করাতে যে সবসময় পার্লারে যেতে হবে এমন কিন্তু নয়। নিজের স্কিনটাকে সুন্দর রাখতে কে না চায়? কিন্তু এই সুন্দর থাকা মানে শুধু ফ্যাশনেবল পোশাক আর স্টাইলিশ উপকরণ দিয়ে সাজগোজই শুধু নয়। সুন্দর থাকা আসলে একটা অভ্যাসের ব্যাপার! ওই যে কথায় আছে না- “You need to feel good to look good!” আপনার হাতের কাছেই নানা রকম জিনিস থাকে যেগুলো দিয়ে সহজেই ত্বকের যত্ন নেয়া সম্ভব। এর জন্য হবেনা কোনো বাড়তি অর্থ বা সময় খরচ। সুন্দর থাকার ঘরোয়া উপায়কে জেনে নিন নতুনভাবে!

আজকের আয়োজন ২টি ঘরোয়া বিউটি ট্রিটমেন্ট নিয়ে যার মাধ্যমে আপনি পাবেন সম্পূর্ণরুপে পরিষ্কার, ব্রাইট ও  স্পটলেস স্কিন। চলুন তবে দেখে নেই…

হোমমেইড বিউটি ট্রিটমেন্টের উপায় গুলো

অরেঞ্জ পীল পাউডার ও টকদই এর মিশ্রণে বিউটি ট্রিটমেন্ট

মুখে ব্রাইট গ্লো আনতে ড্রাইড অরেঞ্জ পীল পাউডার এবং টকদই দিয়ে  তৈরি ফেইস প্যাক প্রিপেয়ার করে ব্যবহার করতে পারেন। আর বানানোটাও সহজ!

আপনার যা যা প্রয়োজন

  • শুকনো কমলার খোসা
  • দই

যেভাবে তৈরী করবেন

প্রথমে কয়েকটি কমলার খোসা নিন। কমলার খোসাগুলোকে কড়া রোদে নয় বরং আলো-বাতাসযুক্ত এমন স্থান যেখানে রোদের তাপ ও ছায়া দুই-ই পাওয়া যায়, সেখানে শুকিয়ে নিন। শুকানোর পরে খোসাগুলোকে গুঁড়ো করে পাউডার বানিয়ে ফেলুন। অযথা এই হ্যাসেলগুলো পোহাতে না চাইলে নিন নিউট্রিপিওরের পিওর এন্ড অর্গানিক অরেঞ্জ পীল পাউডার। ন্যাচারাল এই পাউডারটা যখন মুখমন্ডলে ব্যবহার করা হবে আপনি আশ্চর্যজনকভাবে একটা পরিবর্তন লক্ষ্য করবেন। আপনার ত্বক থেকে বের হবে সোনালী আভা! অরেঞ্জ পীল পাউডারটা টকদইের সঙ্গে ভালোভাবে মিশিয়ে পেস্ট তৈরি করে নিন।

মুখমন্ডলে পেস্টটা লাগিয়ে ২০ মিনিট অপেক্ষা করুন। কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন। বাসায় তৈরি এই প্যাকটা আপনার ত্বককে সুন্দর করতে এবং অবাঞ্ছিত লোম এবং ওপেন পোরস থেকে শুরু করে কাটা দাগের ক্ষত সারাতেও সাহায্য করবে। কমলা লেবুতে বিদ্যমান বিটা-ক্যারোটিন (β-Carotene) আপনার কোষের ক্ষয় প্রতিরোধে সাহায্য করবে।

মধু ও লেবুর মিশ্রণে ঘরোয়া বিউটি ট্রিটমেন্ট

ত্বকের ন্যচারাল গ্লো ও সফটনেস ধরে রাখার জন্য মধু এবং লেবু দিয়ে  তৈরী মিশ্রণ ব্যবহার করতে পারেন। মিশ্রণটি উইকলি অন্তত একবার ইউজে পাবেন বেস্ট রেজাল্ট।

আপনার যা যা প্রয়োজন

  • মধু
  • লেবুর রস

যেভাবে তৈরী করবেন

প্রতিদিন রাতে ঘুমানোর আগে পুরো মুখমন্ডল ভালোভাবে পরিষ্কার করে নিন। এরপর সতেজ লেবুর রস অথবা নিউট্রিপিওর পিওর এন্ড অর্গানিক লেমন পাউডার এবং আধা চামচ ফ্রেশ মধু (আপনি ইচ্ছে করলে ভালো যে কোনো ব্রান্ডের মধু ব্যবহার করতে পারেন) ভালোভাবে মিশিয়ে মিশ্রণটি মুখে লাগিয়ে ১০ থেকে ১৫ মিনিট অপেক্ষা করুন।

ঠান্ডা পানি দিয়ে আলতো করে মুখটা ধুয়ে ফেলুন। এবার আপনি নিজেই লক্ষ্য করে দেখুন আপনার মুখমন্ডলের উজ্জ্বল দ্যুতিময়তা। লেমন এক্সট্র্যাক্ট স্কিনের মৃত কোষগুলোকে সরিয়ে ফেলতে সাহায্য করে, সেইসাথে আপনার ত্বকে প্রয়োজনীয় ভিটামিন সি-এর যোগান দেয়। মধু এবং লেবু আপনার ত্বকের আদ্রতা বজায় রাখে এবং ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কাজ করে। এই মিশ্রণটি আপনার মুখের মেছতা ও অবাঞ্ছিত দাগও  দূর করতে সহায়তা করবে। তবে অ্যালার্জিজনিত সমস্যা থাকলে ইউজের আগে প্যাচ টেস্ট করে নেয়া উচিত।

তো জেনে নিলেন দু’টো কার্যকরী ফেইস প্যাকের কথা! এবার নিয়ে ফেলুন ত্বকের যত্ন ঘরে বসেই আর পার্লার-কে বলুন বাই-বাই!

বাংলাদেশের প্রথম ক্যামিকেল ফ্রি অর্গানিক বিউটি কেয়ার প্রডাক্টস পাচ্ছেন নিউট্রিপিওরে! হেয়ার কনসার্ন অনুযায়ী ন্যাচারাল হেয়ার অয়েল ও অর্গানিক হেয়ার মাস্ক বেছে নিন আপনার পছন্দমত। আজই ভিজিট করুন নিউট্রিপিওরের ওয়েবসাইট, অথবা নক করুন ফেইসবুকইনস্টাগ্রাম পেইজে…

Nutripure Bangladesh

Leave a Reply