ঘন-লম্বা চুল পেতে ও নতুন চুল গজাতে “Ultimate Hair Growth Solution” By Nutripure এর কার্যকারিতা

Ultimate Hair Growth Solution By Nutripure

মাসের পর মাস রেখে দিচ্ছেন কিন্তু চুল কিছুতেই কাঁধ ছাড়িয়ে বড় হচ্ছে না? অন্যদিকে চুল পাতলা হয়ে মাথার কিছু জায়গায় স্ক্যাল্প দেখা যাচ্ছে, আপনি চাইছেন নতুন চুল গজিয়ে জায়গাগুলো ভরে যাক, কিন্তু দামী দামী বেশ কিছু প্রডাক্ট ব্যবহার করার পরেও কিছুতেই তা হচ্ছে না? এমনটা তখনিই হয়ে থাকে যখন আপনার চুল লম্বা হবার জন্য বা নিউ হেয়ার গ্রোথের জন্য হেয়ার ফলিকল গুলো পর্যাপ্ত পুষ্টি পায় না। চুলের স্বাভাবিক বৃদ্ধি নিশ্চিত করতে প্রয়োজন যথাযথ গ্রোথ স্টিমুলেশন ও পুষ্টির সরবরাহ নিশ্চিত করা।

যারা হেয়ার গ্রোথ নিয়ে সমস্যায় ভুগছেন তাদের জন্য কার্যকরী সমাধান হিসেবে আপনাদের সবার নির্ভরযোগ্য অর্গানিক ট্রিটমেন্ট সঙ্গী Nutripure Bangladesh নিয়ে এলো ‘Ultimate Hair Growth Solution” By Nutripure. আজকে আপনাদেরকে বিস্তারিতভাবে জানিয়ে দেবো হেয়ার গ্রোথ কম হবার ও নতুন চুল না গজানোর কিছু প্রধান কারণ ও স্বাভাবিক হেয়ার গ্রোথ ফিরিয়ে আনতে ও নতুন হেয়ার ফলিকল গুলোকে পর্যাপ্ত পুষ্টি সরবরাহে আমাদের এই অর্গানিক ও ন্যাচারাল সলিউশনের কার্যকারিতা সম্পর্কে।

হেয়ার গ্রোথ কমে যাবার কারণ :

চুলের গ্রোথ কমে যাবার কারণ সম্পর্কে বলতে গেলে প্রথমেই আপনাদের জানানো দরকার “হেয়ার গ্রোথ সাইকেল” সম্পর্কে। হেয়ার গ্রোথের তিনটি পর্যায় বা সাইকেল আছে। আপনারা হয়ত লক্ষ্য করেছেন যে আপনার সব চুল বা মাথার সব পাশের চুল সমান ভাবে বড় হয় না। যেমন সামনের চুলের হেয়ার গ্রোথ পেছনের চুলের থেকে কম। হেয়ার থিনিং বা চুল পাতলা হওয়া শুরু হলে এই পার্থক্যটা আরো ভালো করে খেয়াল করা যায়। আসুন এই তিনটি পর্যায়ের কথা আপনাদের জানিয়ে দেই :

১. অ্যানাজেন  ফেইজ- এটা হলো চুলের একটিভ গ্রোথ এর ফেইজ যা ২ থেকে ৮ বছর পর্যন্ত বজায় থাকে। একটি সুস্থ স্কাল্পে ৯০% চুল এই ফেইজে থাকে। এই অবস্থায় চুল গুলোকে অনেক বেশি শাইনি ঝলমলে ও ঘন দেখায়।

২. ক্যাটাজেন ফেইজ- এটা একটা পরিবর্তনশীল পর্যায় যেখানে চুল এর বৃদ্ধি বন্ধ হয়ে যায়, কিন্তু চুল পড়া তখনো সেভাবে দেখা যায় না। নর্মালি এই পর্যায়ে চুল ৪ থেকে ৬ সপ্তাহ থাকে।

৩. টেলোজেন ফেইজ- এটা হলো হেয়ার গ্রোথের সর্বশেষ পর্যায় যেখানে চুল পড়ে যাওয়া শুরু হয়। আপনি আপনার বালিশে বা শাওয়ার সিঙ্কে যে চুল গুলো পড়ে থাকতে দেখেন সেগুলো এই পর্যায়েরই চুল। এই পর্যায়ে চুল সর্বোচ্চ ২ থেকে ৩ মাস স্ক্যাল্পে থাকে। 

এবার আসি হেয়ার গ্রোথ কমে যাবার কারণ সম্পর্কে।  হেয়ার গ্রোথ কমে যাওয়ার অনেক গুলো কারণ আছে। সবার চুলের স্বাভাবিক বৃর্দ্ধি একই কারণে না কমলেও কমন কিছু কারণ থাকে এক্ষেত্রে । কারো কারো হেয়ার গ্রোথ প্রবলেমের সলিউশনের জন্য প্রয়োজন হয় কিছু স্পেশাল ট্রিটমেন্টের। চলুন জেনে আসি হেয়ার গ্রোথ কমে আসার প্রধান প্রধান কয়েকটি কারণ সম্পর্কে :

  • বংশগত বা জেনেটিক কারণে অনেক সময় চুল পাতলা হতে থাকে। পুরুষ বা নারী সবার ক্ষেত্রেই এমনটা হতে পারে।
  • বয়স বাড়ার সাথে সাথে হেয়ার ফলিকল গুলো দুর্বল হয়ে পড়ে, তখন হেয়ার গ্রোথ কমে যায়।
  • থাইরয়েড এর রোগ ও আয়রন ডেফিশিয়েন্সির কারণে হেয়ার গ্রোথ কমে যায়। যাদের এই সমস্যা গুলো আছে, তাদের জন্য সঠিক খাবার ও মেডিকেশন নেয়ার প্রয়োজন হয়।
  • প্রোটিনের অভাবে চুলের স্বাভবিক বৃদ্ধি বন্ধ হয়ে যাওয়া খুব কমন একটি সমস্যা। অনেকে অসচেতন ভাবে ডায়েট করে থাকে, বা প্রোটিন যুক্ত খাবার পর্যাপ্ত গ্রহন করে না। হেয়ার গ্রোথ নিয়ে সমস্যা শুরু হয় তখনিই।

হেয়ার গ্রোথ স্বাভাবিক করার উপায় :

  • প্রোটিন ও আয়রন সমৃদ্ধ পুষ্টিকর ডায়েট ও প্রচুর পরিমাণে পানি পান করা।
  • নিয়মিত হেয়ার ওয়েল ব্যবহার করা ও স্ক্যাল্প ম্যাসাজ করা। এতে করে ব্লাড সার্কুলেশন বাড়ে ও চুলের গোড়া মজবুত হয়। 
  • স্ট্রেস ও মানসিক দুশ্চিন্তা মুক্ত থাকা।
  • চুল পড়া বা হেয়ার ড্যামেজের সমস্যা থাকলে সময় মত ট্রিটমেন্ট নেয়া। এক্ষেত্রে ক্যামিকেল ট্রিটমেন্ট না নিয়ে ন্যাচারাল বা অর্গানিক ট্রিটমেন্ট নেয়া শ্রেয়। 
হেয়ার গ্রোথে ট্রিটমেন্টের জন্য “Ultimate Hair Growth Solution” By Nutripure এর কার্যকারিতা :

Ultimate Hair Growth Solution By Nutripure হলো Nutripure Organic Joba OilNutripure Pure & Natural Hair Growth Mask এর একটি অতি কার্যকরী কম্বো প্যাকেজ।। চলুন জেনে নেই কিভাবে এগুলো আপনার স্বাভাবিক হেয়ার গ্রোথ নিশ্চিত করবে:

Nutripure Organic Joba Oil:

  • চুলে ক্যারোটিন সরবরাহ করবে। 
  • ডেইলি হাইড্রেশনের প্রয়োজনীয়তা পূরণ করবে।
  • পিগমেন্টেশন রোধ করে চুলকে শাইনি করবে ও চুলের ন্যাচারাল রঙ ফিরিয়ে আনবে।
  • এর এন্টি-অক্সিডেন্ট স্ক্যাল্পের এক্সটার্নাল ড্যামেজ রিকভার করবে।
  • চুলকে ডিপলি কন্ডিশনিং করবে।

Nutripure Pure & Natural Hair Growth Mask:

  • Hair Growth Mask‘ এ রয়েছে শিকাকাই, জিনসেং, ভৃঙ্গরাজ, রিঠা ও জবা এর মতন কার্যকরী উপাদান।
  • জবা পাপড়ি ও পাতার পাউডারের ফ্ল্যাভোনয়েডস ও এমাইনো এসিড চুলে পুষ্টি যোগায় ও চুলের গোড়া মজবুত করে।
  • শিকাকাই এর ভিটামিন ডি ও ভিটামিন ই চুলকে ঘন ও লম্বা করে। 
  • ভৃঙ্গরাজ এর নিকোটিনিক এসিড স্ক্যাল্পে ব্লাড সার্কুলেশন বাড়িয়ে হেয়ার ফলিকলগুলোকে মজবুত করে ও পুষ্টী সরবরাহ করে।
  • রিঠা প্রয়োজনীয় আয়রন সরবরাহ করে ও স্ক্যাল্প ক্লিন করে মাইক্রোঅর্গানিজম দূর করে।
  • জিনসেং এ থাকা জিনসেনোসাইড স্ক্যাল্পের ডার্মাল সেল গুলোকে বৃদ্ধি ও স্টিমুলেট করে হেয়ার গ্রোথ বাড়ায় ও নতুন চুল গজায়।
  • স্ক্যাল্পের সতেজতা বজায় রেখে চুল ঘন করে ও হেয়ার ভলিউম বাড়ায় ও লম্বা করে ।

হেয়ার গ্রোথ স্বাভাবিক করতে এই দুইটি কমপ্লিমেন্টারি বা পরিপূরক প্রডাক্ট একসাথে স্লো হেয়ার গ্রোথ সংক্রান্ত কারণ গুলোর প্রপার ট্রিটমেন্ট করে থাকে। জবা অয়েল ও হেয়ার গ্রোথ মাস্ক চুলের স্বাভাবিক বৃদ্ধি বন্ধ হয়ে থাকার সব ধরণের কারণ রোধে স্ক্যাল্প ও চুলে পর্যাপ্ত পুষ্টি উপাদান সরবরাহ করে ও দুর্বল হেয়ার ফলিকলের গোড়া শক্ত ও মজবুত করে হেয়ার গ্রোথ দ্রুততম সময়ের মধ্যে স্বাভাবিক করে। “Ultimate Hair Growth Solution” By Nutripure হেয়ার গ্রোথ স্বাভাবিক করা ও নতুন চুল গজানোর পাশাপাশি স্ক্যাল্প ও চুলের সুস্বাস্থ্য নিশ্চিত করে যা ভবিষ্যতেও হেয়ার গ্রোথ কমে যাওয়া সংক্রান্ত সমস্যা অনেকাংশে কমিয়ে আনে। কম বেশি ১ মাস নিয়মিত ব্যাবহারে হেয়ার গ্রোথ অনেকটা স্বাভাবিক হয়ে আসে ও বেবি হেয়ার দেখা যায় যা পরিক্ষীত ও প্রমাণিত।

5/5

“Ultimate Hair Growth Solution” By Nutripure কার্যকরিভাবে ব্যাবহারের পদ্ধতি:

Nutripure Organic Joba Oil :

চুলের লেংথ অনুযায়ী জবা ওয়েল নিয়ে পুরো চুলে ও স্ক্যাল্পে এপ্লাই করতে হবে এবং 7 থেকে 8 মিনিট হালকা হাতে মেসেজ করতে হবে। রাতে এপ্লাই করলে ভালো হয়। পরের দিন শাওয়ার নেয়ার সময় মাইল্ড কোনো শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলতে হবে। একদিন পর পর সপ্তাহে ৩ দিন প্রসেসটি ফলো করতে হবে।

Nutripure Pure & Natural Hair Growth Mask :

স্টেপ ১: মাস্ক থেকে পাউডার চুলের লেন্থ অনুযায়ী ২ থেকে ৩ টেবিল চামচ পরিমাণ নিতে হবে। বক্সের ভিতরে থাকা কোকোনাট অয়েল টি ৫/৭ মিলি (১ চা চামচ পরিমাণ) ও সাথে একটা ডিমের সাদা অংশ দিয়ে মিক্স করে পেস্ট বানিয়ে নিতে হবে । এবার মিশ্রনটি ৩০মিনিট রেখে দিতে হবে।

স্টেপ ২: চুল ছোট ছোট অংশে ভাগ করে দিতে হবে এবং মাথার ত্বকে একটি ব্রাশ অথবা হাত দিয়ে আলতোভাবে মিশ্রনটি লাগিয়ে দিতে হবে। খেয়াল রাখতে হবে যাতে পুরো স্ক্যাল্পে ঠিকঠাক মত দেয়া হয়।

স্টেপ ৩: ১ ঘন্টা রাখার পর মাইল্ড কোনো শ্যাম্পু দিয়ে ভালোভাবে ধুয়ে নিন। প্রসেসটি সপ্তাহে ২ বার ফলো করতে হবে।

রাতে জবা অয়েল ব্যবহার করে পরদিন শাওয়ার নেয়ার আগে চাইলে হেয়ার মাস্ক ব্যবহার করা যাবে। অন্তত কমপক্ষে ৩ দিন পর পর শ্যাম্পু করা উচিত। শ্যাম্পু যেটা স্যুট করে সেটাই ব্যাবহার করা সব থেকে ভালো। অর্গানিক মাইল্ড কোনো শ্যাম্পু হলে সব থেকে ভালো হয়। শাওয়ার নেয়ার পর চুলকে ভালো করে শুকিয়ে নিয়ে তারপর আঁচড়াতে হবে, ভেজা চুল আঁচড়ানো ঠিক না। চাইলে এর সাথে ভালো কোনো অর্গানিক কন্ডিশনার  বা হোম মেইড কন্ডিশনার ইউজ করা যাবে। 

আমরা জেনে নিলাম স্বাভাবিক হেয়ার গ্রোথ নিশ্চিত করতে ও নতুন চুল গজাতে “Ultimate Hair Growth Solution” By Nutripure এর কার্যকারিতা সম্পর্কে যা সম্পূর্ণ ন্যাচারাল ও পার্শ্ব-প্রতিক্রিয়া মুক্ত। ক্ষতিকর ক্যামিকেল ট্রিটমেন্ট পরিহার করে আমাদের এই অর্গানিক সলিউশন ব্যাবহারে খুব সহজেই পেয়ে যাবেন স্লো হেয়ার গ্রোথ সংক্রান্ত সকল সমস্যার সমাধান।  “Ultimate Hair Growth Solution” By Nutripure যেমন ন্যাচারাল ও অর্গানিক ও একই সাথে অধিক কার্যকরী ফর্মুলায় বিশেষ ভাবে তৈরী যা ল্যাবে পরিক্ষীত ও আমাদের অসংখ্য ব্যবহারকারীর রিভিউ দ্বারা প্রমাণিত ।

5/5
5/5
Share:

Nutripure Bangladesh

Leave a Reply