চুলের যত্নে নিমের ব্যবহার

Uses of Neem Oil in Hair Care

নিম একটি প্রাকৃতিক উপাদান এবং এটি বিভিন্ন কাজে বহুল ব্যবহৃত হয় এর উপকারিতা ও সুবিধা বলে শেষ করা যাবেনা। NutriPure Bangladesh এর নিম অয়েল অর্গানিক। নিম অয়েলে রয়েছে এন্টি-ইনফ্লামেটরি, এন্টি ব্যাকটেরিয়াল ও এন্টি অক্সিডেন্ট প্রপার্টিস চুল ও স্ক্যাল্পের বিভিন্ন সমস্যা দূর করে। এতে আরও রয়েছে ফ্যাটি এসিড, ভিটামিন ই, লিমোনোইডস্ ও ক্যালসিয়াম যা চুলের স্ক্যালকে হেলদি রাখতে সাহায্য করে।

নিম অয়েল ব্যবহারের সুবিধাবলি:

  • খুশকির সমস্যা দূর করে

  • উকুনের সমস্যা থেকে রক্ষা করে

  • চুলের গোড়া কে শক্তিশালী করে

  • চুলের ফ্রিজিনেস দূর করে

  • স্ক্যাল্পের চুলকানির সমস্যা দূর করে

  • স্ক্যাল্পের গোটা ও ব্রণের সমস্যা দূর করে

  • চুল ঘন ও কন্ডিশন করতে সাহায্য করে

ব্যবহারবিধি: চুলের লেন্থ অনুযায়ী পরিমাণমতো তেল নিয়ে গোড়া থেকে আগা পর্যন্ত তেল দিতে হবে এবং তেল দেওয়ার পরে 7 থেকে 8 মিনিট হালকা হাতে মাথায় মেসেজ করতে হবে এরপরে সারারাত রেখে পরের দিন চুল মাইল্ড শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলবেন কিন্তু যারা সারারাত রাখতে চান না তারা তিন থেকে চার ঘণ্টা পরে ও ধুয়ে ফেলতে পারেন।সপ্তাহে‌ তিনদিন মাথায় তেল দেওয়ার চেষ্টা করবেন।

যেভাবে চুলের যত্ন করবেনঃ

  • নিয়মিত সপ্তাহে ২-৩ দিন চুলে তেল লাগিয়ে স্কাল্পে ভালভানে ম্যাসাজ করবেন। যেমন – নারিকেল তেল, বাদামের তেল, সরিষার তেল, অলিভ ওয়েল, তিলের তেল, ভিটামিন ই, ক্যাস্টোর ওয়েল। এই তেল একসাথে মিশিয়ে ম্যাসাজ করলে খুব দ্রুত চুল লম্বা হবে এবং চুল পড়া ১০ দিনের মধ্যে বন্ধ হয়ে যাবে।

  • প্রতিদিন ৫-৬ বার চুল আঁচড়াবেন। যত বেশি স্কাল্পে চিড়ুনি পড়বে তত বেশি চুলের ব্লাড সার্কুলেওশন ভাল হবে এবং চুল পড়া বন্ধ হবে।

  • চুলের জন্য কোন মেডিসিন খাবেন না। চেষ্টা করুন প্রাকৃতিক খাবার ও ঘরোয়া পদ্ধতিতে যত্নের মাধ্যমে চুল নতুন করে গজানোর।

  • ভাল ব্রান্ডের তেল এবং শ্যাম্পু ব্যাবহার করুন।

  • নিয়মিত পানি পান করুন। দুশ্চিন্তা পরিহার করুন।

  • ভেজা চুল বাধবেন না। চুল শুকানোর জন্য ফ্যানের নীচে থাকুন।

  • নিয়মিত দুধ, ডিম, মাছ, মাংস, বাদাম, ভেজিটেবল তেল ইত্যাদি খাবেন। এতে চুল সুন্দর থাকবে।

Nutripure Bangladesh

Leave a Reply