একটি ব্লটিং পেপারের টুকরো নিয়ে সারা মুখে চেপে-চেপে বুলিয়ে নিন। T-zone-এ অর্থাৎ কপাল, নাক, নাকের পাশের অংশ, চিবুক – এই জায়গাগুলোতে একটু বেশি চেপে ধরুন। এবারে ব্লটিং পেপারটি আলোর সামনে ধরে দেখুন কোন-কোন জায়গায় আর কতটা তেল জমা হয়েছে। যদি দেখেন তেলের পরিমাণ খুবই সামান্য বা নেই-ই, তা হলে আপনার ত্বক শুষ্ক তা বুঝতেই পারবেন। যদি দেখেন যে ব্লটিং পেপারে বেশ অনেকটা তেল লেগে আছে, সেক্ষেত্রে বুঝতে হবে আপনার ত্বক তৈলাক্ত। আর যদি দেখেন আপনার মুখের T-zone-এর জায়গাতেই ব্লটিং পেপারে বেশ অনেকটা তেল জমে গেছে, তা হলে বুঝতে হবে আপনার কম্বিনেশন ত্বক।
বাংলাদেশের প্রথম ক্যামিকেল ফ্রি অর্গানিক বিউটি কেয়ার প্রডাক্টস পাচ্ছেন নিউট্রিপিওরে! হেয়ার কনসার্ন অনুযায়ী ন্যাচারাল হেয়ার অয়েল ও অর্গানিক হেয়ার মাস্ক বেছে নিন আপনার পছন্দমত। আজই ভিজিট করুন নিউট্রিপিওরের ওয়েবসাইট, অথবা নক করুন ফেইসবুক ও ইনস্টাগ্রাম পেইজে…
Shop at Nutripure Bangladesh