উইন্টারে ড্রাইনেস থেকে বাঁচতে ফলো করুন এই ফুল বডি স্কিন কেয়ার হ্যাকস!
- Nutripure Bangladesh
- Posted on
- 0 comments
শুধু ওয়ার্ম ব্ল্যাংকেট, আরামদায়ক সোয়েটার, হট চকলেট এবং বারবিকিউ পার্টিই না, শীত নিয়ে আসে ড্রাই ও ইরিটেশন যুক্ত স্কিন। নানা রকম ক্রিম এবং লোশনে স্কিন সফট এবং ময়শ্চারাইজড রাখার ট্রাই করলেও, ফুল বডি স্কিন কেয়ার রুটিনে কিন্তু হাতের কাছে সহজেই পাওয়া যায় এমন কিছু ইনগ্রেডিয়েন্টস ইউজ করে ইফেক্টিভ রেজাল্ট পাওয়া যায়। ঘরোয়া এই উপাদান গুলো ক্যামিকেল পার্শ্বপ্রতিক্রিয়া ছাড়াই ত্বককে মসৃণ,সফট এবং ওয়েল-ময়েশ্চারাইজ রাখতে সাহায্য করবে। জেনে নিন এমন কিছু ইনগ্রেডিয়েন্টস সম্পর্কে-
১. গ্লিসারিনঃ গ্লিসারিন একটি শক্তিশালী হিউমেক্ট্যান্ট যা কার্যকরভাবে ত্বকের আর্দ্রতা পুনরুদ্ধার করে। একটি তুলার প্যাড ব্যবহার করে ত্বকের শুষ্ক স্থানে গ্লিসারিন লাগান। এটি ত্বকে এবজর্ভ হতে দিন। উইন্টারের সপ্তাহে ফ্রিকোয়েন্টলি এটা ফলো করে স্কিনকে হাইড্রেটেড রাখতে পারেন।
২. পেট্রোলিয়াম জেলিঃ পেট্রোলিয়াম জেলি তার চমৎকার আর্দ্রতা ধরে রাখার বৈশিষ্ট্যের কারণে ময়েশ্চারাইজিং এজেন্ট হিসেবে ব্যবহৃত হয়। এটি অন্যান্য প্রাকৃতিক ময়শ্চারাইজিং এজেন্টের তুলনায় স্কিন সারফেস থেকে আর্দ্রতা হ্রাস রোধ করে। ড্রাই স্কিনে এপ্লাই করুণ ও আলতো করে ম্যাসাজ করুন। প্রতিদিন একবার এটি প্রয়োগ করতে পারেন।
৩. কোকোনাট অয়েল: নারকেল তেলের বায়োঅ্যাকটিভ উপাদান আছে যা ড্রাই স্কিনের ট্রিটমেন্টে খুবই ইফেক্টিভ। এটি একটি চমৎকার ময়েশ্চারাইজার হিসাবে কাজ করে এবং আপনার স্কিন সারফেস থেকে ময়েশ্চার হারিয়ে যাওয়া রোধ করে।
৪. লেবু এবং মধুঃ লেবু অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ। মধু একটি চমৎকার ময়শ্চারাইজিং এজেন্ট। একসাথে এটি উইন্টার মান্থগুলোতে ড্রাই ও ইনফ্লেমেটেড স্কিনকে সুদিং ইফেক্ট দেয়। অর্ধেক পাকা লেবু থেকে রস বের করে তাতে মধু যোগ করুন।
ভালো করে মিক্স করে ড্রাই স্কিনে এপ্লাই করুন। 15 মিনিট পরে ধুয়ে ফেলুন। সপ্তাহে অন্তত দুইবার প্রসেসটি ফলো করতে পারেন।
৫. জোজোবা অয়েল: এন্টি-এইজিং ও স্কিন টেক্সচার ইমপ্রুভ করতে জোজোবা অয়েলের কোনো তুলনাই নেই। প্রতিদিন সকাল ও রাতে রেগুলার ময়েশ্চারাইজার হিসেবে জোজোবা অয়েল ইউজ করে পেয়ে যান সফট, সাপল ও হেলদি স্কিন
৬. মরিঙ্গা অয়েল: ক্যামিকেলি ট্রিটেড ও ইরিটেডেড স্কিনে মরিঙ্গা অয়েল ডিটক্সিফাইং এজেন্ট হিসেবে কাজ করে। একই সাথে স্কিনকে ডিপলি হাইড্রেটেড করে। রেগুলার উইন্টার ময়েশ্চারাইজার হিসেবে মরিঙ্গা অয়েল হতে পারে আপনার আরো একটি বেস্ট অপশন
তো জেনে গেলেন ফুল বডি স্কিন কেয়ারে ইফেক্টিভ কিছু উপায় সম্পর্কে। ন্যাচারাল ও ক্যামিকেল ফ্রি হওয়ায় এগুলো যেমন স্কিনের কোনো ক্ষতি করে না ঠিক সেভাবে এ থেকে পাওয়া বেনিফিট ও হয় লং লাস্টিং। সো, এই উইন্টারে ফুল বডি স্কিন কেয়ারে আপনি রেডি তো?