মাথায় নিয়মিত অর্গানিক তেল ব্যাবহারের উপকারিতা

অর্গানিক তেল ব্যাবহারের উপকারিতা

অনভ্যাসের কারনে অথবা আমাদের দৈনন্দিন ব্যাস্ততায় মাথায় নিয়মিত তেল ব্যবহারের প্রয়োজনীয়তা আমরা প্রায় সময়েই ভেবে দেখি না। ফলশ্রুতিতে এ থেকেই শুরু হয় হেয়ার ফল, হেয়ার ড্যামেজ, খুশকি ও চুলের গ্রোথ কমে যাওয়া সহ নানা ধরণের চুল ও স্ক্যাল্পের সমস্যা।

 

চলুন জেনে নেই নিয়মিত মাথায় ন্যাচারাল ও অর্গানিক তেল ব্যবহার করার উপকারিতা এবং কোন তেল চুলের কোন সমস্যার সলিউশন এনে দিতে পারে তা সম্পর্কে :

 

1️⃣ নিয়মিত ওয়েলিং স্ক্যাল্পকে হাইড্রেটেড রেখে চুলে জট বাঁধা, খুশকি ও চুল পড়া নিয়ন্ত্রন করে।

 (Nutripure Organic Aloe Vera Oil)

2️⃣ ব্লাড সার্কুলেশন বাড়িয়ে হেয়ার গ্রোথ স্টিমুলেট করে ।

 ( Nutripure Organic Ginger Oil)

3️⃣ প্রয়োজনীয় পুষ্টির যোগান দিয়ে চুলের গোড়া শক্ত ও মজবুত করে, চুল পড়া বন্ধ করে।

 ( Nutripure Organic Amla Oil)

4️⃣ চিরতরে ড্যান্ড্রাফ ও স্ক্যাল্প ইনফেকশন থেকে মুক্তি দেয়।

 (Nutripure Organic Neem Oil)

5️⃣চুলের আগা ফাটা ও চুল ভেঙ্গে যাওয়া রোধ করে, হেয়ার ড্যামেজ রিকভার করে।

 (Nutripure Organic Onion Oil)

6️⃣ চুলকে ঘন ও লম্বা করে, অকালে পেকে যাওয়া রোধ করে ও নতুন চুল গজাতে সাহায্য করে।

 (Nutripure Organic Joba Oil)

7️⃣ স্ক্যাল্পের গভীরে পৌঁছে চুলের জন্য অতি প্রয়োজনীয় ভিটামিনস ও মিনারেলসের যোগান দেয়।

 (Nutripure Cold Pressed Coconut Oil)

 

তাহলে জেনে তো নিলেন হেলদি, শাইনি ও ঝলমলে চুল পেতে ওয়েলিং কতটা প্রয়োজনীয়। নিজেদের ফিটনেস ও পুষ্টির দিকে লক্ষ্য রাখলেও চুলের জন্য প্রয়োজনীয় পুষ্টির যোগান দিতে আমরা প্রায় সময় অবহেলা করে থাকি। আর এমনটা নয়, আপনাদের প্রয়োজনীয় সব ন্যাচারাল হেয়ার অয়েল এখন পাচ্ছেন হাতের কাছেই আপনাদের বিশ্বস্ত Nutripure Bangladesh এ।

Share:

Nutripure Bangladesh

Leave a Reply