এই গরমেও গ্লোয়িং স্কিন পেতে গড়ে তুলুন এই ৩ টি অভ্যাস!
- Nutripure Bangladesh
- Posted on
- 0 comments
এই গরমেও গ্লোয়িং স্কিন পেতে গড়ে তুলুন এই ৩ টি অভ্যাস!
গ্রীষ্মের মাঝামাঝিতে গরমের যেন কোনো কমতি নেই! পাল্লা দিয়ে বাড়ছে বাতাসের আর্দ্রতা আর গরম! স্বাভাবিকভাবেই ঘামের সঙ্গে লড়তে হচ্ছে দিনভর আর তার সঙ্গে দূষণ, ধুলো আর রোদের ত্রিমুখী হামলা তো আছেই! এরকম একটা আবহাওয়ায় ত্বক তার স্বাভাবিক জেল্লা হারিয়ে নিষ্প্রভ আর বিবর্ণ হয়ে পড়ে, একটা মলিনভাব দেখা যায়। স্বাভাবিকভাবেই মেকআপ করতেও ইচ্ছে করে না, করলেও মুখটা কেমন ম্যাড়মেড়ে দেখায়!
আপনিও কি এই পরিস্থিতির শিকার? তা হলে বলব, হতাশ হওয়ার কিছু নেই, আবহাওয়ার পরিবর্তন কবে হবে, তা নিয়ে ভাবতে বসতে হবে না! বরং নিজের দৈনন্দিন রুটিন সামান্য হেরফের করেই ত্বকের পুরোনো জেল্লা ফিরে পেতে পারেন আপনি। শুধু এই ৩ টি অভ্যাস গড়ে তুলে স্কিনের ডার্কনেস কাটিয়ে উঠে ফিরে পান হারানো গ্লোয়িং স্কিন–
প্রচুর পানি পান করুন
সুস্থ, স্বাভাবিকভাবে দীপ্ত ত্বক চান তো? প্রচুর পানি পান করতে শুরু করুন! দিনে অন্তত আট থেকে দশ গ্লাস পানি পান করলে শরীরে জমা সমস্ত টক্সিন বেরিয়ে যাবে, আপনার শরীরের কোষগুলোও হাইড্রেশন পাবে। ফলে ত্বক হয়ে উঠবে কোমল আর স্বাভাবিকভাবে উজ্জ্বল।
নিয়মিত ব্যায়াম করুন
ত্বকের রং উজ্জ্বল করতে চাইলে নিয়মিত ব্যায়ামের কোনও বিকল্প নেই! যে কোনওরকম শারীরিক কসরত করলেই ফল পাবেন। ব্যায়াম করার ফলে আপনার ত্বকের উপরিভাগের সূক্ষ্মাতিসূক্ষ্ম ব্লাড ভেসেল গুলো চওড়া হয়ে যায়, ফলে স্কিনের সারফেসে ব্লাড সার্কুলেশন বেশি হয়, ত্বক পুষ্টি পায়। রং স্বাভাবিকভাবে গ্লোয়িং আর হেলদি করতে এর চেয়ে আর বেশি কিছু চাই কি?
ত্বক পরিচর্যা করুন নিয়ম করে
স্কিন কেয়ারের প্রপার রুটিন মেনে চলুন। ক্লেনজ়িং-টোনিং-ময়শ্চারাইজ়িংয়ের নিয়ম তো মানতেই হবে, বাদ দেওয়া চলবে না সানস্ক্রিনও। রাতে ঘুমোতে যাওয়ার আগে উইকলি স্কিন ট্রিটমেন্টের প্যাক বা মাস্ক ইউজ করতে নিতে ভুলবেন না। এর সঙ্গে সপ্তাহে একদিন স্ক্রাবিং করলেই দেখবেন ধীরে ধীরে উজ্জ্বলতা ফিরে পাচ্ছে আপনার ত্বক।
ব্রাইট, ফ্ললেস ও গ্লোয়িং স্কিন পেতে আপনার বেস্ট চয়েস হতে পারে নিউট্রিপিওর। অল টাইপ স্কিন ও সব রকম স্কিন কনসার্নের জন্য সম্পূর্ণ অর্গানিক ও ক্যামিকেল ফ্রি ক্লিনজার, ফেইস প্যাক ও মাস্ক, ফেসিয়াল অয়েল ও টোনার পাচ্ছেন শুধুমাত্র নিউট্রিপিওরে। ইফেক্টিভ ও ফাস্টেস্ট ন্যাচারাল স্কিন কেয়ার সল্যুশন পেতে আজই ভিজিট করুন নিউট্রিপিওরের ওয়েবসাইট ও নক করুন নিউট্রিপিওরের ফেইসবুক ও ইনস্টাগ্রাম পেইজে।
Shop at Nutripure Bangladesh
কেন নিউট্রিপিওর বেস্ট?
বাংলাদেশের প্রথম ক্যামিকেল ফ্রি অর্গানিক বিউটি কেয়ার প্রডাক্টস পাচ্ছেন নিউট্রিপিওরে! হেয়ার কনসার্ন অনুযায়ী ন্যাচারাল হেয়ার অয়েল ও অর্গানিক হেয়ার মাস্ক বেছে নিন আপনার পছন্দমত। আজই ভিজিট করুন নিউট্রিপিওরের ওয়েবসাইট, অথবা নক করুন ফেইসবুক ও ইনস্টাগ্রাম পেইজে…