মাস না পেরোতেই শখের হেয়ার কালার ফেইড হয়ে যাচ্ছে? সল্যুশন হবে ন্যাচারালি!

হেয়ার কালার ফেইড হয়ে যাচ্ছে

পার্লারে গিয়ে সময় ও অর্থ ব্যয় করে পছন্দের হেয়ার কালারটা নাহয় করলেন। কিন্তু কিছু দিন যেতে না যেতেই যখন তা ফেইড হওয়া শুরু করে তখন নিশ্চয়ই অনেক মন খারাপ হয়ে যায়। পারফেক্ট হেয়ার কালার ধরে রাখার জন্য বার বার পার্লারে গিয়ে হেয়ার স্পা বা অনান্য ট্রিটমেন্ট করার প্রয়োজন নেই বরং সিম্পল কয়েকটি টিপস ফলো করে বাড়িতে বসেই আপনি হেয়ার কালারকে লং লাস্টিং ও শাইনি লুক ধরে রাখতে পারেন!

কালার-ট্রিটেড হেয়ার কেন ড্যামেজ হয়ে যায়?

হেয়ার কালার প্রসেসটির মূল কাজ হলো হেয়ার ডাই পিগমেন্ট গুলোকে আপনার চুলের মধ্যে প্রবেশ করতে দেওয়া। এটা একটা ক্যামিকেল ট্রিটেড প্রসেস হওয়ায় চুলকে ড্রাই, ড্যামেজ এবং হেয়ার ব্রেকেজের ঝুঁকিতে ফেলে। এজন্য, কালার ট্রিটেড হেয়ার সঠিক যত্ন ছাড়া সহজেই প্রাণহীন এবং নিস্তেজ হয়ে যেতে পারে।

এই আর্টিকেলে, আমরা সিম্পল কয়েকটি টিপস জানিয়ে দিব যাতে আপনি আপনার কালার-ট্রিটেড চুলকে সহজেই হেলদি এবং ড্যামেজ ফ্রি রাখতে পারেন। 

হেয়ার কালার লং লাস্টিং করার কিছু উপায়

ঠিকমত কেয়ার না নিলে কালার করার কিছুদিন পরই চুল ড্রাই, রাফ ও ফ্রিজি হয়ে যায় অনেকেরই। এজন্য চুলে কালার করার পর তা যেন ফেইড না হয় এবং লং টাইম শাইনি থাকে তা নিশ্চিত করতে কয়েকটা টিপস অবশ্যই ফলো করতে হবে।

ক্যামিকেল ফ্রি হেয়ার কেয়ার প্রোডাক্টস ইউজ করুন

হেয়ার কালার ফেইড হয়ে যাওয়ার অন্যতম কারণ হলো ক্যামিকেল যুক্ত হেয়ার কেয়ার প্রোডাক্টস যেমন- শ্যাম্পু ও কন্ডিশনার ইউজ করা। ক্যামিকেলের কারণে হেয়ার কালারের মলিকিউলস চুলে না থেকে পানির সাথে বের হয়ে যায়। ফলে দেখা যায় হেয়ার কালার দ্রুত ফেইড হয়ে যাচ্ছে। শুধু তাই নয়, ক্যামিকেলের কারণে আরো দ্রুত হেয়ার ড্যামেজ হয়ে যায়। তাই যদি হেয়ার কালার লং টাইম ইনট্যাক্ট রাখতে চান, তাহলে ক্যামিকেল ফ্রি প্রোডাক্টস ব্যবহার করা একদম ম্যান্ডেটরি।

ন্যাচারাল হেয়ার মাস্কে এপ্লাই করে নিন ডিপ কন্ডিশনিং

চুলে প্রোপার হাইড্রেশনের অভাব? এমন সিচুয়েশনে ড্রাইনেসের মতো হেয়ার ড্যামেজের লক্ষণ দেখা দেয়, যা হেয়ার কালার ফেইড হয়ে যাওয়ার জন্য দায়ী। তাই উইকে অন্তত একবার চুলে ন্যাচারাল কোকোনাট অয়েল, আমলা বা এলোভেরা এনরিচড হেয়ার মাস্ক অ্যাপ্লাই করুন, যেটা ডিপ কন্ডিশনিংয়ের মাধ্যমে আপনার চুলের হারিয়ে যাওয়া ময়েশ্চার ফিরিয়ে আনবে আর আপনার হেয়ার কালার লম্বা সময় ধরে ইনট্যাক্ট রাখবে। 

হিট স্টাইলিং টুলস ইউজ করুন কেয়ারফুলি

হেয়ার কালার করার পাশাপাশি বিভিন্ন হেয়ারস্টাইল করতে ব্লো ড্রাইয়ার, হেয়ার স্ট্রেইটনার কিংবা কার্লার তো ইউজ করা হয়ই। কিন্তু হিট প্রোটেক্টিং স্প্রে বা সিরাম ইউজ না করে কালারড হেয়ারে এই টুলগুলো রেগুলার বেসিসে ইউজ করা ঠিক নয়। তাই যদি চান আপনার হেয়ার কালার ফেইড হয়ে না যাক, তাহলে এই টুলগুলো খুব কেয়ারফুলি ইউজ করতে হবে। যেমন- কম হিটে চুল স্ট্রেইট বা কার্ল করা, হিট প্রোটেক্টিং স্প্রে বা সিরাম ইউজ করা ইত্যাদি।

মাত্র ৩টি সিম্পল টিপস ফলো করলেই কিন্তু হেয়ার কালার ফেইড হওয়া নিজেই প্রিভেন্ট করতে পারবেন। কেমিক্যাল ট্রিটেড হেয়ারের জন্য প্রয়োজন একটু বাড়তি যত্নের। হেয়ার বেশি ড্রাই ও ফ্রিজি হয়ে যাবার আগেই সঠিক কেয়ার নেয়া শুরু করুন। এতে করে কালার ট্রিটেড চুল ও দীর্ঘ সময় ধরে সিল্কি থিক এন্ড লং থাকবে।

আশা করছি আপনারা বুঝতে পেরেছেন যে কীভাবে কালার করা চুলের যত্ন নিতে হবে৷ এগুলো ফলো করলে হেয়ার কালার থাকবে ইনট্যাক্ট আর চুল হয়ে উঠবে শাইনি! হেয়ার কালার ফেইড হওয়া নিয়ে আর চিন্তা নেই। সিম্পল একটি হেয়ার কেয়ার রুটিন ফলো করেই পেয়ে যান ঘন-লম্বা মজবুত চুল!

হেলদি ও শাইনি চুল পেতে চাই সাইড ইফেক্ট ফ্রি ন্যাচারাল হেয়ার কেয়ার প্রোডাক্টস। ন্যাচারাল হেয়ার কেয়ার প্রোডাক্টসের মত লং লাস্টিং বেনিফিট আপনি ক্যামিকেল প্রডাক্টে পাবেন না! বাংলাদেশের প্রথম ক্যামিকেল ফ্রি অর্গানিক বিউটি কেয়ার প্রডাক্টস পাচ্ছেন নিউট্রিপিওরে! হেয়ার কনসার্ন অনুযায়ী ন্যাচারাল হেয়ার অয়েল ও অর্গানিক হেয়ার মাস্ক বেছে নিন আপনার পছন্দমত। আজই ভিজিট করুন নিউট্রিপিওরের ওয়েবসাইট, অথবা নক করুন ফেইসবুক ও ইনস্টাগ্রাম পেইজে…

Nutripure Bangladesh

Leave a Reply