সানট্যান ও পিগমেন্টেশন দূর করতে ৫টি হ্যাকস!
- Nutripure Bangladesh
- Posted on
- 0 comments
সানট্যান ও পিগমেন্টেশন দূর করতে ৫টি হ্যাকস!
আমাদের প্রত্যেকেরই স্পট বিহীন সুন্দর ফ্রেশ ত্বক পছন্দ। আর তার জন্য কিন্তু সবাই আজকাল বেশ স্কিন কেয়ার সচেতন। তবে বর্তমানে হাইপারপিগমেন্টেশন ত্বকের ক্ষেত্রে এক অন্যতম বড় সমস্যা। এর ফলে ত্বকে কালচে ছোপ ছোপ দাগ হয়ে যায়। অর্থাৎ হাইপারপিগমেনটেশন এর কারণে আমাদের স্কিনের কোনও একটি জায়গায় রঙ পরিবর্তন হয়ে যায়। তাই আজকে আমরা হাইপারপিগমেন্টেশন থেকে বাঁচার উপায় সম্পর্কে জানবো।
১. হাই SPF সানস্ক্রিন ব্যবহার করুনঃ
পিগমেন্টেশন থেকে দুরে থাকার সবচেয়ে ভালো উপায় হলো সানস্ক্রিন ব্যবহার করা। SPF -30 অথাবা এর বেশি এসপিএফ আছে এমন সানস্ক্রিন ব্যবহার করুন।নিউট্রিপিওর বাংলাদেশের Collagen Sunscreen এ আছে SPF-50 যা আপনার স্কিনকে রাখবে UV-রে থেকে সুরক্ষিত। এছাড়াও এটি আপনার স্কিনের সানট্যান ও সানস্পট দূর করবে পাশাপাশি সোয়েট ও অয়েল ফ্রি লং টাইম সান প্রটেকশন দিবে।
২. ভিটামিন -সি সমৃদ্ধ ক্লিনজার ব্যবহার করুনঃ
ভিটামিন সি আমাদের স্কিনের জন্য অনেক ইফেক্টটিভ।
এটি আমাদের স্কিনের রোদে পোড়া ভাব কমিয়ে আনে ও স্কিনকে ব্রাইট করে। নিউট্রিপিওর বাংলাদেশের WHITAMIN C FACEWASH এর মধ্যে থাকা স্টেবল ভিটামিন সি আপনার স্কিনকে ভেতর থেকে ব্রাইট করবে। এটি আপনার স্কিনের গভীর থেকে পলিউট্যান্টস, ব্যাক্টেরিয়া ও ডেড সেলস দূর করতে বেশ কার্যকরি ভূমিকা পালন করবে। এছাড়াও এটি সানট্যান ও ডার্ক স্পট দূর করে স্কিনকে হেলদি ও সতেজ করবে।
৩. সপ্তাহে ১-২ দিন অর্গানিক ফেইস মাস্ক ব্যবহার করুনঃ
স্কিনে সৃষ্ট ছোপ ছোপ দাগ বা হাইপারপিগমেন্টেশন দুর করতে ফেইস মাস্ক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।নিউট্রপিওর বাংলাদেশের Brightening Pack স্পট দুর করে স্কিনকে ব্রাইট ও গ্লোয়িং করে তুলবে। বিশেষ করে এর ভেতরে বিদ্যমান মুলতানি মাটি। যুগ যুগ ধরে ত্বকের যে কোনও সমস্যা ও উজ্জ্বলতা বৃদ্ধিতে মুলতানি মাটির উপকারিতা দারুণ জনপ্রিয়। এটি মসৃণ ত্বক অর্জনের অন্যতম কার্যকরী প্রতিকার। এতে রয়েছে অ্যান্টিসেপটিক এবং অ্যান্টি-ইনফ্লেমেটরি বৈশিষ্ট্য যা আপনার স্কিনের হাইপারপিগমেন্টেশন দুর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। একনি স্পট সহ সব ধরণের স্পট দূর করতে সাহায্য করবে।
Shop at Nutripure Bangladesh
৪. স্কিনকে ডীপলি ময়েশ্চারাইজার করুনঃ
আপনার স্কিনকে হাইড্রেট রাখতে ও স্কিনের হাইপারপিগমেন্টেশন কমাতে ত্বককে ময়েশ্চারাইজ করা প্রয়োজন। তাই ডিপ ময়েশ্চারাইজেশনের জন্য নিন নিউট্রিপিওর Rose oil এটি আপনার স্কিনকে ডিপলি হাইড্রেট ও ময়েশ্চারাইজ করবে পাশাপাশি ত্বকের ভিতরের স্তর থেকে স্কিনকে ব্রাইট করবে।হাইপার-পিগমেন্টেশন বা মেছতা ও স্পট রিমুভ করতে অনেক বেশি সাহায্য করবে ও সানট্যান বা রোদে পোড়া ভাব দূর করবে।
৫. টোনার ব্যবহার করুনঃ
ত্বকের যত্নে টোনারের স্টেপ নিয়ে আমরা সবাই অনেক কনফিউজ থাকি, তাই না? অনেকই বলে থাকেন যে টোনার ব্যবহার করার কি প্রয়োজন। টোনারের মূল কাজ হচ্ছে ত্বকের পিএইচ (pH) কে ব্যালেন্স করা।আমাদের ত্বকের নিজ থেকে রিপেয়ার করার ক্ষমতা আছে,যা নির্ভর করে ত্বকের pH (4.5-5.5) এর উপর।এছাড়াও আমরা যে ময়েশ্চারাইজার ব্যবহার করি সেগুলো যাতে স্কিনে খুব ভালভাবে ত্বকে মিশে যেতে পারে সেই জন্য টোনার সাহায্য করে।তাই ব্রাইট ও ইভেন স্কিন টোন পেতে নিউট্রিপিওর বাংলাদেশের রোজ মিস্ট টোনার ব্যবহার করুন। এটি আপনার স্কিনের pH ব্যালেন্স মেইনটেইন করবে ও ত্বকের অতিরিক্ত সিবাম অয়েল দূর করতে সাহায্য করবে। এছাড়াও স্কিনের পোরস ক্লিন করে একনি হবার সম্ভবনা কমিয়ে আনবে।
কেন নিউট্রিপিওর বেস্ট?
বাংলাদেশের প্রথম ক্যামিকেল ফ্রি অর্গানিক বিউটি কেয়ার প্রডাক্টস পাচ্ছেন নিউট্রিপিওরে! হেয়ার কনসার্ন অনুযায়ী ন্যাচারাল হেয়ার অয়েল ও অর্গানিক হেয়ার মাস্ক বেছে নিন আপনার পছন্দমত। আজই ভিজিট করুন নিউট্রিপিওরের ওয়েবসাইট, অথবা নক করুন ফেইসবুক ও ইনস্টাগ্রাম পেইজে…