চুলের আগা ফাটা রোধে ৩ টি হোমমেইড রেসিপি
- Nutripure Bangladesh
- Posted on
- 0 comments
স্প্লিট এন্ডস দূর করতে এখন আর চুলের আগা কেটে ফেলার দরকার নেই। হোমমেইড এই হ্যাকস গুলো এপ্লাই করে আপনি পেতে পারেন সিল্কি লং ড্যামেজ ফ্রি চুল!
চুলের আগা ফেটে যাওয়া ও চুল ভেঙে যাওয়ার সমস্যা কিন্তু বেশ কমন। কিন্তু এই প্রবলেমের সল্যুশন কিভাবে করবেন অনেকেই তা জানেন না। অনেকে ভাবেন চুলের আগা কেটে ফেলাই হেয়ার ড্যামেজ রোধ করার একমাত্র উপায়। আসলে তা নয়। আজকের বিউটি হ্যাকস থেকে আপনি অনেক প্রাকৃতিক উপায় খুঁজে পেতে পারেন যা আপনাকে হেয়ার ড্যামেজ রিপেয়ার করতে সাহায্য করতে পারে। আরও পড়তে নিচে স্ক্রোল করুন!
স্প্লিট এন্ডস কেন হয়?
হেয়ার শ্যাফট যখন চুলের একদম সামনের দিকে ফেটে যায় তখনই স্প্লিট এন্ডস দেখা দেয়। এটি ট্রাইকোপ্টিলোসিস নামেও পরিচিত। স্প্লিট এন্ডস কিন্তু হেয়ার ড্যামেজেরই লক্ষণ। বছরের পর বছর ক্যামিকেল হেয়ার কেয়ার প্রডাক্ট, কার্লিং, রিবন্ডিং ও হিট স্ট্রেইটেনিং এর কারণে স্প্লিট এন্ডস হয়। শুধু তাই নয় পর্যাপ্ত প্রোটিন, ভিটামিন এবং মিনারেলসের অভাবেও এগুলি ঘটতে পারে। এমন অবস্থায় হেয়ার ফলিকল দ্বারা প্রডিউসড ন্যাচারাল অয়েলগুলি হেয়ার লেংথের নীচের দিকে যেতে পারে না। ফলে ড্রাই ও রাফ হতে হতে এক সময় স্প্লিটেড ও ড্যামেজড হয়ে যায়।
জেনে নিন চুলের আগা ফাটা রোধে ৩ টি হোমমেইড রেসিপি
- মেথি ও টকদই এর হেয়ার মাস্ক
মেথির বীজে লেসিথিন থাকে, একটি প্রাকৃতিক ইমোলিয়েন্ট যা চুলকে মজবুত ও ময়েশ্চারাইজ করতে পারে। এটি স্প্লিট এন্ডস কমাতে বেশ ইফেক্টিভ
আপনার প্রয়োজন
- ২ চা চামচ মেথি গুঁড়া
- ২ টেবিল চামচ টকদই
যেভাবে এপ্লাই করবেন
- একটি পাত্রে দুই টেবিল চামচ দই এবং দুই চা চামচ মেথি বীজের গুঁড়া মিশিয়ে নিন
- এই মিশ্রণটি চুলের গোড়া থেকে আগা পর্যন্ত লাগান
- চুল ক্লিপ করুন এবং একটি শাওয়ার ক্যাপ দিয়ে ঢেকে আধা ঘণ্টা এপ্লাই করে রাখুন
- সালফেট ফ্রি শ্যাম্পু এবং হালকা গরম পানি দিয়ে হেয়ার ওয়াশ করে নিন
- তোয়ালে দিয়ে চুল শুকিয়ে নিন। হেয়ার ড্রায়ার ইউজ করবেন না।
কত দিন পর পর করবেন
- এটি সপ্তাহে ২ বার করুন
- অনিয়ন অয়েলের হট অয়েল থেরাপি
পেঁয়াজের রস আপনার চুলের ফলিকলগুলিতে পুষ্টি সরবরাহ করে এবং হেয়ার গ্রোথ স্টিমুলেট করে। হেয়ার ড্যামেজ ও রাফ-ফ্রিজিনেস দূর করতে অনিয়ন অয়েল খুবই ইফেক্টিভ
আপনার প্রয়োজন
- ২ চা চামচ পেঁয়াজের রস
- ১ চা চামচ নারকেল তেল
- ১ চা চামচ অলিভ অয়েল
যেভাবে এপ্লাই করবেন
- একটি পাত্রে পেঁয়াজের রস, নারকেল তেল এবং বাদাম তেল মিক্স করে হালকা গরম করে নিন
- এবার এই মিশ্রণটি শুধু চুলে এপ্লাই করুন, স্ক্যাল্পে এপ্লাই করার প্রয়োজন নেই
- এক ঘন্টা এপ্লাই করে রেখে শ্যাম্পু করে নিন
- তোয়ালে দিয়ে চুল শুকিয়ে নিন। হেয়ার ড্রায়ার ইউজ করবেন না।
কত দিন পর পর করবেন
- এটি সপ্তাহে ২ বার করুন
এগ হোয়াইট হেয়ার মাস্ক
হোমমেইড এই হেয়ার মাস্ক শুধুমাত্র স্প্লিট এন্ডস রিপেয়ার করতেই হেল্প করে না বরং চুলকে শাইনিও করে। ডিমে রয়েছে প্রচুর পরিমাণে প্রোটিন। এগ হেয়ার মাস্ক ড্যামেজড চুলে পুষ্টি সরবরাহ করে, যার ফলে স্প্লিড এন্ডস দূর হয়ে যায়।
আপনার প্রয়োজন
- ১টি ডিমের সাদা অংশ
- ১ টেবিল চামচ নারকেল তেল
- ১ চা চামচ মধু
যেভাবে এপ্লাই করবেন
- একটি পাত্রে ডিমের সাদা অংশ, নারকেল তেল এবং মধু মিশিয়ে নিন
- মিশ্রণটি চুলের গোড়া থেকে শেষ পর্যন্ত লাগান
- এবার চুল ক্লিপ আপ করে শাওয়ার ক্যাপ দিয়ে ঢেকে ঘণ্টাখানেক রাখুন
- ফাইনালি হেয়ার ওয়াশ করে ফেলুন এবং তোয়ালে দিয়ে শুকিয়ে নিন
কত দিন পর পর করবেন
- এটি সপ্তাহে ২ বার করুন
স্প্লিট এন্ডস বা হেয়ার ব্রেকেজ নিয়ে টেনশনে পড়েননি এমন কাউকে পাওয়াই যাবে না। স্প্লিট এন্ডস হেয়ার ড্যামেজের লক্ষণ। যদি যত্ন না করা হয় তবে তা আরও খারাপ হয়ে যায়। এজন্য চুলে অয়েলিং, হেয়ার মাস্ক এপ্লাই, ন্যাচারাল পুষ্টিকর উপাদান ব্যবহার করার মতো এই সহজ টিপস গুলো রেগুলার হেয়ার কেয়ার রুটিনে ইনক্লুড করে পান হেলদি, থিক এন্ড লং ড্যামেজ ফ্রি চুল।