হেলদি ও ব্রাইট স্কিন পেতে ৬টি টিপস!
- Nutripure Bangladesh
- Posted on
- 0 comments
স্বাস্থ্যজ্জ্বল ও সুন্দর ত্বক পেতে কে না চায় বলুন? সব মেয়ের একটাই জিজ্ঞাসা, কিভাবে স্কিনটাকে আরেকটু ব্রাইট ও গ্লোয়িং করা যায়? অনেকের স্কিন জিনগত বা বংশগত কারণেই অনেক সুন্দর, ব্রাইট, স্পটলেস ও গ্লোয়িং! তবে সবার লাক কিন্তু এমন নয়। তাহলে বাকিরা কী করবেন? ডার্মাটোলজিস্টদের মতে, রেগুলার সঠিক উপায়ে স্কিন কেয়ার করলে এবং কিছু নিয়ম মেনে চললে সফটার ব্রাইটার ও গ্লোয়িং স্কিন কিন্তু যে কেউ পেতে পারে। আজ জানিয়ে দেব হেলদি, ব্রাইট ও গ্লোয়িং স্কিন পেতে সহজ কিছু টিপস।
হেলদি, সফট ও গ্লোয়িং স্কিন পেতে সহজ ৬ টি টিপস
হেলদি স্কিন পেতে হলে আপনাকে কিছু অভ্যাস তৈরি করতে হবে এবং কিছু বর্জন করতে হবে। চলুন জেনে নিই…
১. যারা বাইরে বেশি চলাফেরা করেন তাদের একটা প্রবলেম অনেক বেশি হয় তা হলো সানবার্ন বা রোদে পোড়া ভাব। এটা স্কিনের ন্যাচারাল গ্লো নষ্টের অন্যতম কারণ। রোদে পোড়া ত্বকে মেছতা, ব্ল্যাক হেডস, রিঙ্কেলস, ডার্কনেস ও এইজিং সাইনস দেখা যায় অল্প বয়সেই। তাই আপনার ত্বককে অবশ্যই রোদ থেকে দূরে রাখতে হবে। সেক্ষেত্রে যা করতে হবে তা হলো –
I. ভালো মানের সানস্ক্রিন ইউজ করুন যা UVA এবং UVB থেকে আপনার ত্বককে রক্ষা করবে। কেনার সময় তা SPF 30 বা তার চেয়ে বেশি কিনা দেখে কিনুন। এক্ষেত্রে আপনার বেস্ট অপশন হতে পারে নিউট্রিপিওর কোলাজেন হোয়াইটেনিং সানস্ক্রীন। মেঘলা দিনেও সানস্ক্রিন লোশন ব্যবহার করতে ভুলবেন না।
II. ঘরের বাইরে থাকলে দু তিন ঘণ্টা পর পর আবার সানস্ক্রিন রি-এপ্লাই করুন।
III. ছাতা ও সানগ্লাস ইউজ করুন।
২. স্কিন কেয়ার প্রডাক্ট সিলেকশনে সতর্ক হোন। অল্প সময়ে ব্রাইট স্কিন পাবার আশায় আজেবাজে ক্যামিকেল স্কিন কেয়ার প্রডাক্ট স্কিনে ইউজ করবেন না। বেস্ট স্কিন কেয়ার প্রডাক্ট সব সময় অর্গানিক ও ন্যাচারাল ইনগ্রেডিয়েন্টস দিয়ে তৈরী গুলোই হয়। আর স্কিন কেয়ার প্রডাক্টের ব্র্যান্ড ঘন ঘন পরিবর্তন করবেন না। এতে হিতে বিপরীত হতে পারে। সময় দিন আপনার স্কিনে স্যুট করে নেয়ার জন্য। সিজন চেঞ্জের সাথে প্রয়োজনে স্কিন কেয়ার প্রডাক্টটাও চেঞ্জ করে নিন। যেমনঃ শীতে অয়েল যুক্ত ময়েশ্চারাইজার, গরমে অয়েল-ফ্রি।
৩. গ্লোয়িং ও হেলদি স্কিনের জন্য পানি ও ভিটামিন কিন্তু মাস্ট। খাবারে তাজা ফল ও শাক-সবজি অবশ্যই থাকতে হবে। বিশেষজ্ঞরা বলেন, ত্বকের জন্য রেটিনয়েড এবং লাইকোপিন খুবই উপকারী উপাদান যা লাল ও হলুদ ফল এবং তাজা শাক-সবজিতে পাওয়া যায়। এই শীতে তো প্রচুর শাক-সবজি পাওয়া যাচ্ছে। আজই আপনার খাবারের তালিকায় যোগ করে নিন পর্যাপ্ত ফল ও সবজি। সেই সাথে রেগুলার ওয়াটার ইনটেকের দিকেও নজর রাখুন।
৪. অতিরিক্ত স্কিন কেয়ার প্রডাক্ট ইউজ কিন্তু স্কিনের জন্য ক্ষতিকর। অতিরিক্ত বিউটি প্রডাক্ট ইউজ আপনার ত্বকের সমস্যা বাড়াবে। একটি প্রোডাক্ট অন্যটির কাজকে বাধাগ্রস্ত করে। একটি ভালো মানের ক্লিনজার, সানস্ক্রিন এবং ময়েশ্চারাইজার-ই নর্মাল স্কিনকেয়ারের জন্য যথেষ্ট।
৫. সুনিয়ন্ত্রিত-শৃঙ্খলাবদ্ধ জীবন আপনার স্কিনকে হেলদি রাখে। পরিমিত খাদ্যভ্যাস, ব্যায়াম, বিশ্রাম, আপনার মন শরীর দুটোই সুস্থ্য রাখে। সাথে আপনার স্কিনকেও। ডেইলি ডায়েটের দিকে নজর দিন। তাজা ফলের রস, সালাদ ইত্যাদি গ্রহণ করুন। সুষম খাদ্য গ্রহণের চেষ্টা করুন। অতিরিক্ত তেলের তৈরি খাবার, বাসী খাবার খাবেন না। প্রতিদিন একই সময়ে খাবার গ্রহণের অভ্যাস করুন। নিয়মিত ব্যায়ামের অভ্যাস গড়ে তুলুন।
৬. নিজেকে স্ট্রেস মুক্ত রাখার চেষ্টা করুন। দুশ্চিন্তা স্কিনের শত্রু। চাপ মুক্ত রাখতে মেডিটেশনের সহায়তা নিতে পারেন। ব্রণ, মেছতা, রিংকেলস, চোখের ডার্ক সার্কেল ইত্যাদির অন্যতম কারণ দুশ্চিন্তা। ঘুমের সময়টি ঠিক রাখুন। ৬-৮ ঘণ্টা ঘুমানোর চেষ্টা করুন। পরিমিত ঘুম আমাদের শরীরে গ্রোথ হরমোন তৈরিতে ভূমিকা রাখে, যা নতুন সেল ও টিস্যু তৈরি করে এবং ত্বকে নারিশমেন্ট সরবরাহে সাহায্য করে।
তাহলে দেখলেন তো? হেলদি, ব্রাইট ও গ্লোয়িং স্কিন পাওয়া কিন্তু খুব একটা কঠিন কাজ নয়। শুধু প্রয়োজন কিছু ভালো অভ্যাসের। এই ইজি টিপস গুলো রেগুলার ফলো করে পেয়ে যেতে পারেন সুন্দর ও স্বাস্থ্যজ্জ্বল ত্বক খুব সহজেই! সৌন্দর্যটা আসলে ফর্সা কিংবা কালোতে নয়, স্কিন টোন যেমনই হোক, স্কিনটা যেন গ্লোয়িং আর হেলদি হয় নজর রাখতে হবে সেদিকে! তবেই আপনাকে দেখাবে সব থেকে আকর্ষণীয় ও সুন্দর।