দেখুন তো মেকআপ-এ এই ৪টি বদভ্যাস আপনারও আছে নাকি?

মেকআপ

মেকআপ-এ বদভ্যাস নিয়ে বলতে গেলে সাদিয়া আর মিথিলার কথা টেনে আনতেই হয়! এরা আমারই প্রতিবেশী দুই যমজ বোন! সাদিয়া তেমন একটা সাজগোজ নিয়ে মাথা না ঘামালেও, মিথিলা কিন্তু এর পুরো পুরো বিপরীত! যে কোনো ব্র্যান্ডের মেকআপ আইটেমস ও যে কোনো মেকআপ টুল নিয়ে অনেক আগ্রহ দেখায়। আপাতদৃষ্টিতে এটা ভালো মনে হলেও মিথিলা কিছু ভুল করে এক্ষেত্রে। তা হলো, মিথিলা মেকআপ ও মেকআপ টুলসগুলোর কোনো যত্ন নেয় না। নিজের  ত্বকের যত্ন রাখতে হলে আপনার ব্যবহৃত মেকআপ ও মেকআপ টুলগুলোর যত্নও গুরুত্বের সাথে নিতে হবে। কারণ, নতুন নতুন সাজগোজে মেকআপের ভূমিকা অপরিহার্য। তবে মনে রাখতে হবে যত দামী বা ভালো কোম্পানির মেকআপ হোক না কেন তা আপনার ত্বকের বন্ধু না! তাই যত তাড়াতাড়ি সম্ভব মেকআপ তুলে ফেলুন। সাথে সাথে নিচের সবগুলো মেকআপ-এ বদভ্যাস পরিহার করুন।

  • বাথরুমে মেক আপ আইটেমস রাখা

গোসলখানায় প্রসাধনী রাখা মোটেও বুদ্ধিমানের কাজ নয়। কিন্তু এ কাজটি আমরা অনেকেই করে থাকি। গোসলখানার অতিরিক্ত হিউমিডিটি ব্যাকটেরিয়া উৎপাদন করতে সাহায্য করে যা পাউডার ফাউন্ডেশন, আইশ্যাডো ও অন্যান্য মেকআপ সরঞ্জামের ক্ষতিসাধন করে। কাজেই প্রসাধন সামগ্রী সবসময় ঠান্ডা ও শুষ্ক স্থানে রাখা উচিত ।

  • মেকআপ ব্রাশ ও এপ্লিকেটর সব সময় ক্লিন রাখা

নিয়মিত মেকআপ ব্রাশগুলোকে পরিষ্কার রাখার ক্ষেত্রে আমরা অনেকেই অবহেলা করে থাকি। কিন্তু অপরিচ্ছন্ন ব্রাশ আমাদের ত্বকের ক্ষতি করে। ব্রাশ পরিষ্কার করার জন্য বেবি শ্যাম্পু অথবা সাবান ব্যবহার করা যেতে পারে। রাতের বেলা পরিষ্কার করে রাখলে সারারাত ধরে ব্রাশগুলো শুকিয়ে যাবে, সকালবেলায় আপনার শুকানোর জন্য আর অপেক্ষায় থাকতে হবে না! তবে ব্যবহার করুন আর নাই করুন সপ্তাহে একদিন নিয়ম করে মেকআপ ব্রাশগুলো পরিষ্কার করুন।

  • মেকআপ রিমুভ না করেই ঘুমিয়ে পড়া

মুখে খুব দ্রুততম সময়ে ব্রণ ওঠার একটি কারণ হলো, মেকআপ নিয়ে ঘুমিয়ে পড়া। এ কাজটি কখনোই করা উচিত না। বাইরে থেকে এসে আপনি যদি খুব টায়ার্ড হয়ে পড়েন, তাহলে মেকআপ রিমুভারটা বিছানার কাছেই রেখে দিতে পারেন। খেয়াল  রাখবেন রিমুভার-এ যাতে পর্যাপ্ত পরিমাণে ময়েশ্চারাইজার ও ভিটামিন-ই থাকে। আপনার বিছানা সব সময়ে পারিষ্কার রাখবেন। নোংরা বিছানায় ঘুমালেও মুখে ব্রণ উঠতে পারে।

  • মেক আপ আইটেমস এর মেয়াদের দিকে খেয়াল না করা

মেয়াদ উত্তীর্ণ প্রসাধন সামগ্রী ত্বকের জন্য মারাত্মক ক্ষতিকারক। মেয়াদ ফুরিয়ে যাওয়া মাত্রই আপনার প্রসাধনীটি ফেলে দিন তা সে যত দামী বা সাধেরই হোক না কেন! সাধারণত, অধিকাংশ মেক আপ আইটেমের মেয়াদ এক বছর থাকে, তবে মাশকারার মেয়াদ হয় ৩ মাস।

যখন আপনার ত্বক সুস্থ ও মসৃণ থাকে, কেবল তখনই মেকআপ ব্যবহার করলে আপনাকে সুন্দর দেখাবে। যত দামি ব্র্যান্ডের মেকআপ আর মেকআপ টুলস-ই ব্যবহার করুন না কেন, ত্বক ভালো না থাকলে আপনার মুখে ভালো করে মেকআপ বসবে না। অনেক সুন্দর করে সাজার পরও সুন্দর মুখটা মলিন দেখাবে! তাই, ঝেড়ে ফেলুন আপনার এই ছোট্ট ছোট্ট সব মেকআপ-এ বদভ্যাস এবং ন্যাচারালি হেলদি, সফট ও সাপল স্কিন পেতে নিন নিউট্রিপিওরের অর্গানিক স্কিন কেয়ার সল্যুশন। আপনার স্কিন ড্রাই, অয়েলি বা কম্বিনেশন যাই হোক না কেন, নিউট্রিপিওরে পেয়ে যাবেন ঠিক আপনার মনমত অর্গানিক স্কিন কেয়ার সল্যুশন্স। স্কিনের পিম্পল, ডার্কস্পট, ব্ল্যাকহেডস, হোয়াইট হেডস ও স্কিন ব্লেমিশেজ এর মত স্কিন প্রবলেম গুলোর ইফেক্টিভ ন্যাচারাল সল্যুশন ও পাবেন আমাদের কাছেই। তাই দেরি কেন, তারুণ্যদীপ্ত গ্লোয়িং স্কিন পেতে প্রোডাক্ট পেইজটা ঘুরে আসুন…

বাংলাদেশের প্রথম ক্যামিকেল ফ্রি অর্গানিক বিউটি কেয়ার প্রডাক্টস পাচ্ছেন নিউট্রিপিওরে! হেয়ার কনসার্ন অনুযায়ী ন্যাচারাল হেয়ার অয়েল ও অর্গানিক হেয়ার মাস্ক বেছে নিন আপনার পছন্দমত। আজই ভিজিট করুন নিউট্রিপিওরের ওয়েবসাইট, অথবা নক করুন ফেইসবুকইনস্টাগ্রাম পেইজে…

Nutripure Bangladesh

Leave a Reply