বিয়ের আগে নিজেকে প্রস্তুত করার ঘরোয়া উপায়!
- Nutripure Bangladesh
- Posted on
- 0 comments
বিয়ের আগে নিজেকে প্রস্তুত করার ঘরোয়া উপায়!
চলছে বিয়ের মৌসুৃম। আর বিয়ে বাড়িতে আকর্ষণের কেন্দ্র থাকেন কনে। তাই বিয়ের দিন প্রতিটা কনে নিজেকে আকর্ষণীয় ও সুন্দর করে তুলতে চান। সে কারণে প্রয়োজন একটু বিশেষ যত্ন। বিয়ের এক দু’মাস আগে থেকে হবু কনেরা স্কিনের বিশেষ যত্ন নিতে চান। সে জন্য তারা যেমন নানা ঘরোয়া উপায়ে নিজেকে আকর্ষনীয় করার চেষ্টা করে। আবার পার্লরে গিয়েও অনেক টাকা খরচ করে মেকআপ ও ফেসিয়াল সহ নানা ধরনের উপায় অবলম্বন করে। কীভাবে বিয়ের একমাস আগে বাড়িতে বসে ত্বকের যত্ন নেবেন? চলুন আজকে তা জেনে নিন-
১. ক্লিনজার ব্যবহার করুনঃ
প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে ও রাতে ঘুমানোর আগে ক্লিনজার দিয়ে ভালোভাবে আপনার ফেইস ক্লিন করে নিন। নিউট্রিপিওর বাংলাদেশের WHITAMIN C GEL এ রয়েছে ভিটামিন সি,যা আপনার স্কিনকে ডিপলি ক্লিন করবে। এটি আপনার স্কিনের গভীর থেকে পলিউট্যান্টস, ব্যাক্টেরিয়া ও ডেড সেলস দূর করবে ফলে আপনাকে আরও বেশি ব্রাইট লাগবে। ড্রাই টাইপ ও সেনসিটিভ স্কিনের জন্য এটি বিশেষ ভাবে কার্যকরী। সানট্যান ও ডার্ক স্পট দূর করতেও এটি সাহায্য করবে।
২. সানস্ক্রিন ব্যবহার করুনঃ
দিনের বেলা বেরনোর সময়ে সানস্ক্রিন ব্যবহার করতে ভুলবেন না। কেননা প্রখর সূর্যালোক আমাদের স্কিনের জন্য ক্ষতিকর। এটি আপনার স্কিনে সানট্যান ও সানস্পট সৃষ্টি করতে পারে যার ফলে আপনার স্কিনের গ্লো নিমিষেই হারিয়ে যেতে পারে। নিউট্রিপিওর বাংলাদেশের Collagen sunscreen ব্যাবহার করে আপনার স্কিনকে সূর্যের ক্ষতিকারক রশ্মি থেকে রক্ষা করবে। এটি আপনার সানট্যান ও সানস্পট দূর করে আপনাকে দেবে ইন্সট্যান্ট মেক আপ লুক। এবং এর মধ্যে থাকা SPF50 দেয় UV-রে থেকে সর্বোচ্চ সুরক্ষা।
৩. সঠিক ডায়েট মেনে চলুনঃ
“সুস্থ দেহ সুন্দর মন” আপনাকে আরও বেশি আকর্ষনীয় করে তুলতে হলে আপনার বডিকে রাখতে হবে ফিট। তাই অতিরিক্ত ওজন কমাতে ও আপনার আসল ফিটনেস ধরে রাখতে খাবার ডায়েটের কোন বিকল্প নেই। তাই আপনার শরীর ফিট করতে প্রতিদিন সকালের নাস্তার ৩০ মিনিট আগে নিউট্রিপিওর বাংলাদেশের Slimming green coffee খেতে পারেন। এটি আপনার মেটাবোলিজম বুস্ট করবে শরীরের অতিরিক্ত মে’দ কমিয়ে আপনাকে আরও আকর্ষনীয় করে তুলবে। এটি আপনার বডি ইমিউনিটি ইম্প্রুভ করবে ও মেন্টাল এবং ফিজিক্যাল এনার্জি বুস্ট করবে।
৪. সপ্তাহে এক _ দু-দিন ফেইস প্যাক ব্যবহার করুনঃ
আপনার স্কিনের মলিনতা ও হাইপার -পিগমেন্টেশন দুর করতে সপ্তাহে অন্তত একবার অথবা দুই বার ফেইস প্যাক ব্যাবহার করুন। ১০০% অরগানিক নিউট্রিপিওর বাংলাদেশের স্কিন ব্রাইটেনিং প্যাক এ রয়েছে sandalwood, kasturi turmeric, Multani mitti সহ আরও অর্গানিক উপাদান যা আপনার, একনি স্পট সহ সব ধরণের স্পট দূর করতে সাহায্য করবে। হাইপার-পিগমেন্টেশন দূর করবে ও স্কিনের মলিনতা দূর করে,স্কিনকে ব্রাইট ও গ্লোয়িং করে তুলবে।
৫. পর্যাপ্ত পরিমাণে পানি পান করুনঃ
মানবদেহের জন্য পানি কতটা প্রয়োজন তা বলে শেষ করা যাবে না। আমাদের দেহের ৬০-৭০% ই পানি। নিয়মিত পর্যাপ্ত পানি পান করলে খাবার সহজে হজম হয়। মস্তিষ্কের গঠন ও কার্য়কারিতায় পানির গুরুত্ব অনেক বেশি। এছাড়াও পানির অভাবে ত্বক রুক্ষ হয়ে যায় ও স্কিনে অনাকাঙ্খিত ভাজ দেখা দিতে পারে। তাই নিয়মিত ২-৪ লিটার পানি পান করার চেষ্টা করুন।
৬. ত্বকে শুষ্কতা থেকে রক্ষা করুনঃ
শীতে আমাদের স্কিন হয়ে পরে অনেক বেশি রুক্ষ ও শুষ্ক। ফলে ত্বক ফাটা সহ ত্বক হয়ে যায় মলিন। তাই শীতে স্কিনকে শুষ্কতা থেকে বাচাতে অবশ্য ময়েশ্চারাইজার ব্যবহার করুন। তাই আপনারদের জন্য নিউট্রিপিওর বাংলাদেশ নিয়ে এসেছে ময়েশ্চারাইজিং সমৃদ্ধ Rose oil. এটি আপনার স্কিনকে ডিপলি হাইড্রেট ও ময়েশ্চারাইজ করবে। ত্বকের ভিতরের স্তর থেকে স্কিনকে ব্রাইট করবে ও রিঙ্গেকলস বা বয়সের ছাপ দূর করবে। ফলে শীতেও আপনার স্কিন থাকবে সতেজ ও ব্রাইট।পাশাপাশি আপনার স্কিনের pH ব্যালেন্স ও ডেড স্কিন সেল দুর করতে ব্যবহার করুন Rose Mist Toner. এটি স্কিনের pH ব্যালেন্স মেইনটেইন করবে ও ডেড স্কিন সেলস দূর করে স্কিনকে ইভেনটোন করবে এবং স্কিনের পোরস ক্লিন করে একনি হবার সম্ভবনা কমিয়ে আনবে।
Shop at Nutripure Bangladesh
৭. পর্যাপ্ত ঘুমের অভ্যাস গড়ে তুলুনঃ
ঘুম মানুষকে দেয় মানসিক প্রশান্তি। সকল দুশ্চিন্তা থেকে মুক্তি। মন, মস্তিস্ক রিফ্রেশ করে ঘুম। যার ফলে ঘুম থেকে উঠে যেকোনো কাজ করতে ভালো লাগে। কাজের প্রতি আগ্রহ বাড়ে।পর্যাপ্ত পরিমাণ ঘুম না হলে শরীরের অনেক ক্ষতি হয়। যেমন- ওজন কমে যাওয়া, চোখের নিচে কালো দাগ পড়া, মাথা ব্যথা করা, মুখমন্ডলে ব্রণ উঠা, হাত-পা ব্যথা করা, খাবারের রুচি কমে যাওয়া, তন্দ্রাভাব আসা, মেজাজ খিটখিটে হয়ে যাওয়া, কোনো কিছুই ভালো লাগে না ইত্যাদি। এই সমস্যাগুলো থেকে নিস্তার পেতে দরকার একটা সুন্দর প্রশান্তিময় ঘুম। একটা সুন্দর ঘুম একটা সুন্দর সকাল উপহার দেয়।
চুলের যত্ন :
ত্বকের যত্নের পাশাপাশি চুলেরও যত্নের প্রয়োজন। বিশেষ করে যেহেতু সামনে বিয়ে। তাই পর পর কয়েকদিন চুলের ওপরও কম ধকল যাবে না। একেক দিন একেক স্টাইলে চুল বাঁধতে হবে। আর এই চুলের স্টাইল করতে গেলেই স্প্রে, ডায়ার, ক্লিপ এসব ব্যবহার করতেই হবে। আর শ্যাম্পু তো নিত্যদিনের সাথী। তাই এখন থেকেই হেয়ার কেয়ার নিতে হবে।
৮. চুলে নিয়মিত তেল ব্যবহার করুনঃ
অনেকেই তেল ব্যবহারে অনীহা প্রকাশ করেন। তেলের ব্যবহার ব্যতীত চুলে অন্যান্য যত প্রকারের যত্ন নেওয়া হোক না কেন, চুল তার জন্য প্রয়োজনীয় পর্যাপ্ত পুষ্টি পায় না। ফলে তেলের ব্যবহার ব্যতীত পরিপূর্ণ হেয়ার কেয়ারে ঘাটতি থেকেই যায়। এছাড়া রোদের অতি বেগুনী ও ক্ষতিকর রশ্মির প্রভাবে চুলের রং জ্বলে যায় অথবা নিস্প্রভ হয়ে যায়। তেলে থাকা ভিটামিন ও অনান্যা পুষ্টি উপাদান চুলের এই ক্ষতির মাত্রাটি কমিয়ে আনতে কাজ করে। নিউট্রিপিওর বাংলাদেশের Onion oil চুলের আগা ফেটে যাওয়া ও চুল ভেঙে যাওয়া রোধ করবে। চুলের গোড়া শক্ত করে চুলকে মজবুত ও সিল্কি করে তুলবে। Joba oil হেয়ার গ্রোথ স্টিমুলেট করে চুল লম্বা করতে সাহায্য করে ও নতুন চুল গজাতে সাহায্য করে।চুলের ন্যাচারাল কালারকে ফুটিয়ে তোলে পাশাপাশি চুলকে করে স্মুথ।
৯. সপ্তাহে ১-২ দিন অর্গানিক হেয়ার প্যাক ব্যবহার করুনঃ
আমাদের চুলের গোড়া দুর্বল হয়ে পড়তে পারে নানা কারণে। পুষ্টির অভাবে অনেক সময় চুল তার জৌলুস হারিয়ে ফেলে। এছাড়া সঠিক যত্নের অভাবেও চুল ভঙ্গুর ও দুর্বল হয়ে পড়ে এবং নতুন করে চুল গজানো বন্ধ হয়ে যায়।চুলে সঠিক পুষ্টি জোগাতে ও নতুন চুল গজাতে নিউট্রপিওর বাংলাদেশের Hair growth mask ব্যবহার করতে পারেন। এটি আপনার নতুন চুল গজাতে সাহায্য করবে ও চুলে ক্যারাটিন উৎপাদন বৃদ্ধি করবে ফলে চুলের ন্যাচারাল কালারকে ফুটিয়ে তোলে ও চুল স্মুথ হয়ে ওঠে।
১০. আগেভাগেই শপিং ঝামেলা শেষ করুনঃ
বিয়ের অন্যতম একটি বিষয় হচ্ছে শপিং করা। আর আগে কনেকে শপিং নিয়ে বেশ ভালোই দুর্ভোগ পোহাতে হয়। শাড়ি কোনটাতে মানাবে, গলায় কোন হার টা সুট করে কত শত কেনা কাটা। তাই আগের ভাগে ই বিয়ের কেনাকাটা শেষ করে ফেলুন।
তাই আর দেরি না করে বিয়ের এক মাস আগে থেকে ই নিজেকে প্রস্তুত করে নিন ও নিজের সন্দরজ কে নিয়া জান অনন্য উচ্চতায়।
কেন নিউট্রিপিওর বেস্ট?
বাংলাদেশের প্রথম ক্যামিকেল ফ্রি অর্গানিক বিউটি কেয়ার প্রডাক্টস পাচ্ছেন নিউট্রিপিওরে! হেয়ার কনসার্ন অনুযায়ী ন্যাচারাল হেয়ার অয়েল ও অর্গানিক হেয়ার মাস্ক বেছে নিন আপনার পছন্দমত। আজই ভিজিট করুন নিউট্রিপিওরের ওয়েবসাইট, অথবা নক করুন ফেইসবুক ও ইনস্টাগ্রাম পেইজে…