American Academy of Dermatology এর রিসার্চে ১০টি কাজ যা ওয়েল কন্ট্রোল করে গ্লোয়িং স্কিন দিবে।

ওয়েল কন্ট্রোল করে গ্লোয়িং স্কিন

American Academy of Dermatology এর রিসার্চে ১০টি কাজ যা ওয়েল কন্ট্রোল করে গ্লোয়িং স্কিন দিবে।

১। প্রতিদিন ঘুম থেকে উঠে সকালে, বাইরে থেকে এসে ও এক্সারসাইজের পড় অবশ্যই ফেইস ওয়াশ করতে হবে। ফেইস ওয়াশ এর ক্ষেত্রে হার্শ ফেইস ওয়াশ ইউজ না করে জেন্টল ক্লিনজার ব্যবহার করতে হবে।

২। ‘’noncomedogenic’’ ননকমেডোজেনিক স্কিন কেয়ার প্রোডাক্ট ব্যবহার করুন। মেকআপ, ক্লিনজার ও ময়েশ্চারাইজার যেটাই ব্যবহার করুন না কেনো জেনে নিবেন প্রোডাক্ট টি ননকমেডোজেনিক কিনা।

৩। ওয়েল ও এলকোহল বেইজড ক্লিনজার ব্যবহার থেকে বিরত থাকুন, এগুলো স্কিনের ইরিটেশন বাড়াতে পারে।

৪। ডেইলি ময়েশ্চারাইজার এপ্লাই করতে হবে, যদিও আপনার স্কিন টাইপ অয়েলি তার পর ও ময়েশ্চারাইজার বাদ দেয়া যাবেনা।

৫। বাইরে গেলে সানস্ক্রিন ব্যবহার করা মাস্ট। SPF 50 সানস্ক্রিন Recommended.

৬। সপ্তাহে ২দিন অর্গানিক ফেসিয়াল করুন, সেক্ষেত্রে নিউট্রিপিওরের Acne Facial Pack হতে পারে আপনার জন্য আইডিয়াল।

৭। ওয়েল ফ্রি ওয়াটার বেইজড মেকআপ ব্যবহার করুন।

৮। মেকআপ না ধুয়ে ঘুমাতে যাওয়া যাবে না।

৯। ব্লটিং পেপার ব্যবহার করতে পারেন।

১০। স্কিনে হাত দিয়ে টাচ করা থেকে বিরত থাকুন।

কেন নিউট্রিপিওর বেস্ট?

বাংলাদেশের প্রথম ক্যামিকেল ফ্রি অর্গানিক বিউটি কেয়ার প্রডাক্টস পাচ্ছেন নিউট্রিপিওরে! হেয়ার কনসার্ন অনুযায়ী ন্যাচারাল হেয়ার অয়েল ও অর্গানিক হেয়ার মাস্ক বেছে নিন আপনার পছন্দমত। আজই ভিজিট করুন নিউট্রিপিওরের ওয়েবসাইট, অথবা নক করুন ফেইসবুক ও ইনস্টাগ্রাম পেইজে…

Nutripure Bangladesh

Leave a Reply