রোজ অয়েল ব্যবহারের উপকারীতা

benefits-of-using-rose-oil

রোজ অয়েল আমাদের কাছে নতুন মনে হলেও বাহিরের দেশে রোজ অয়েল অনেক ব্যবহৃত।রোজ অয়েলে আছে স্কিন ময়েশ্চারাইজিং ভিটামিন, এসেন্সিয়াল ফ্যাটি এসিড, অ্যান্টিব্যাকটেরিয়াল ও হিলিং প্রপার্টিস।

হাইড্রেটেড

  • ত্বকের জন্য হাইড্রেশন খুবই প্রয়োজন। স্কিন হাইড্রেটেড না থাকলে বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়। রোজ রয়েল আপনার স্কিনকে হাইড্রেটেড রাখতে অনেক বেশি সাহায্য করে। স্কিনে রোজ অয়েল এপ্লাই করলে স্কিন হাইড্রেটেড থাকে।

এন্টি এজিং

  • রোজ ওয়েল অ্যান্টি এজিং এর সাহায্য করে। রোজ ওয়েলে যে উপকরণ রয়েছে সেগুলো এজিং এর বিরুদ্ধে ফাইট করে এবং স্কিনের কন্ডিশন বেটার করতে সাহায্য করে।

ডার্ক সার্কেল

  • আমাদের অনেকে আমরা ডার্ক সার্কেলের প্রবলেম ফেস করে থাকি রোজ অয়েল ব্যবহারের মাধ্যমে ডার্ক সার্কেল প্রিভেন্ট করা যায়। রাতে ঘুমানোর আগে আই এরিয়াতে রোজ অয়েল এপ্লাই করার মাধ্যমেই ডার্ক সার্কেল দূর করা যায়।

ময়েশ্চারাইজার

  • যে কোন ত্বকের জন্য ময়েশ্চারাইজার খুবই প্রয়োজনীয়। রোজ অয়েল মশ্চারাইজার হিসেবে খুবই কার্যকর। রোজ অয়েল ত্বকে ময়েশ্চারাইজার এর কাজ করে এবং হাইড্রেশন লক করে। যেকোনো ধরনের ত্বক যেমন তৈলাক্ত, শুষ্ক, নরমাল সব ধরনের স্কিনের জন্য ভালো ময়েশ্চারাইজার হিসেবে কাজ করে।

ন্যাচারাল এক্সফলিয়েটর

  • রোজ হলে আপনার স্ক্রীনে ন্যাচারাল এক্সফলিয়েটর কাজ করে এবং স্কিনের যে মরা চামড়া গুলো থাকে সেগুলো ক্লিন করে স্কিনের Dullness দূর করতে সাহায্য করে।

কোলাজেন বুস্টার

  • ত্বকের জন্য কোলাজেন খুবই প্রয়োজনীয় ভূমিকা পালন করে। কোলাজেন ত্বকের ইলাস্টিসিটি ধরে রাখতে সাহায্য করে। রোজ রয়েল ত্বকের কোলাজেন বুস্ট করে এবং সেল রিজেনারেট করতে এবং ত্বকের ইলাস্টিসিটি ধরে রাখতে সহায়ক।

সানট্যান ও ইনফ্লামেশন দূর করে

  • রোজ রয়েল সানট্যান ও সান ড্যামেজ প্রতিরোধে সাহায্য করে। ত্বকের সান ট্যান দূর করে স্কিন ব্রাইট করতে হেল্প করে। রোজার ইনফ্লামেশন দূর করতেও হেল্প করে।

স্ট্রেস ও টেনশন

  • রোজেল ব্যবহারের মাধ্যমে আমরা টেনশন ও স্ট্রেস থেকে মুক্তি পেতে পারি। রোজা হলে যেসব এলিমেন্ট ও প্রোপার্টিজ রয়েছে এগুলো আমাদের স্ট্রেস ও টেনশন রিলিজ করতে অনেক সাহায্য করে।

ফেস স্টিম

  • স্টিমিং যে কোন ত্বকের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। স্টিমিং এর গুরুত্ব কত বেশি সেটা আমরা সবাই জানি। রোজ ওয়েল আপনারা হট স্টিম আকারেও ব্যবহার করতে পারেন। এক বাটি গরম পানিতে চার-পাঁচ ফোঁটা রোজ অয়েল এড করে 10 থেকে 15 মিনিট আপনারা স্টিম নিতে পারেন।
Share:

Nutripure Bangladesh

Leave a Reply