আপনার স্কিনের জন্য সুইটেবল ময়েশ্চারাইজার কিভাবে খুঁজবেন?

Choose your Moisturizer Wisely

সেইম উইন্টার ময়েশ্চারাইজার কিন্তু সবাইকে স্যুট করে না! আপনার ফ্রেন্ড যে ময়েশ্চারাইজার ইউজ করে বেনিফিট পাচ্ছেন, সেটা আপনার স্যুট নাও করতে পারে। এজন্য ময়েশ্চারাইজার সিলেক্ট করুন আপনার স্পেসিফিক স্কিন টাইপ অনুসারে। শীতে হেলদি, সফট ও গ্লোয়িং স্কিন ধরে রাখার মূল উপায় হলো ময়েশ্চারাইজেশন বা হাইড্রেশন।

  • আপনার স্কিন যদি একনি প্রণ ও সেনসিটিভ হয় সেক্ষেত্রে নিন নিউট্রিপিওর অর্গানিক টি ট্রি ফেসিয়াল অয়েল। এর এন্টি ব্যাক্টেরিয়াল ও এন্টি ইনফ্লেমেটরি ফর্মুলা পর্যাপ্ত হাইড্রেশন সাপ্লাই করার পাশাপাশি একনি ব্রেকআউট স্টপ করবে।
  • ড্রাই ও কম্বিনেশন স্কিনের জন্য নিন অর্গানিক রোজ ফেসিয়াল অয়েল। এন্টি-অক্সিডেন্টে ভরপুর এই ফেসিয়াল অয়েল ৪৮ ঘন্টা পর্যন্ত দিবে ডিপ ময়েশ্চারাইজে।
5/5
5/5
  • ডেইলি স্কেজিউলে আউটডোর একটিভিটি বেশি থাকলে ইউজ করুন মরিঙ্গা অয়েল। ইফেক্টিভ ময়েশ্চারাইজেশনের সাথে সাথে এই ফেসিয়াল অয়েল আপনার স্কিনে এন্টি-পলিউশন শিল্ড এর কাজ করবে।
  • স্কিনে রিঙ্কেলস বা এইজিং সাইন থাকলে ইউজ করুন জোজোবা অয়েল। হেলদি ও সফট স্কিন দেয়ার সাথে সাথে এই অয়েল আপনার স্কিন টেক্সচারকে ইমপ্রুভ করবে

উইন্টারের ড্রাই ওয়েদারে অ্যাস্ট্রিনজেন্ট লোশন এবং অ্যালকোহলযুক্ত যে কোনও ময়েশ্চারাইজার ইউজ করা থেকে বিরত থাকুন, কারণ তা স্কিনকে আরো ড্রাই করে ফেলে। একই সাথে রেগুলার পর্যাপ্ত ওয়াটার ইনটেক নিশ্চিত করুন ও ডেইলি স্কিন কেয়ার রুটিন মেনটেইন করুন।

5/5
5/5

Nutripure Bangladesh

Leave a Reply