ফ্রিজি হেয়ার থেকে ইনস্ট্যান্ট মুক্তি দিতে পারে Coconut Oil Hair Spray

ফ্রিজি হেয়ার

উশকো খুশকো ও জট বাঁধা চুল বা ফ্রিজি হেয়ার নিয়ে কমবেশি আমরা সবাই ঝামেলা পোহাই। ফ্রিজি হেয়ার বা চুলের জট বাঁধা তখনি হয় যখন চুল থেকে ময়েশ্চার এর ঘাটতি হয়। এছাড়া ধুলাবালি, পলিউশন ও হেয়ার ড্যামেজ থেকেও চুল ফ্রিজি হয়ে যায়। তবে আমরা খুব সাধারণ কোকোনাট ওয়েল বেইজড বাজেট ফ্রেন্ডলি হেয়ার হেয়ার স্প্রে দিয়েই হেয়ার কিউটিকলস গুলো মুক্ত করে চুলকে ফ্রিজিনেস মুক্ত করতে পারি। আজকে আপনাদের জানিয়ে দিব এই ঘরোয়া হেয়ার স্প্রে তৈরী করার পদ্ধতি।

আপনার যা যা প্রয়োজন

  ৩ টেবিল চামচ Nutripure ফ্রেশ কোল্ড প্রেসড কোকোনাট ওয়েল

  ১ চা চামচ এলোভেরা জেল

  ১ টি ভিটামিন ই ক্যাপসুল

  ২/৩ ড্রপস ল্যাভেন্ডার এসেনশিয়াল ওয়েল (যদি থাকে)

  ১৫০ মিলি ডিস্ট্রিলড ওয়াটার

  ২০০ মিলি স্প্রে বটল

যেভাবে তৈরী করবেন ও ব্যাবহার করবেন-

  1. কোকোনাট ওয়েল হালকা গরম করে নিয়ে স্প্রে বটলে নিয়ে নিন ও এতে এলোভেরা জেল এড করুন।
  2. ভিটামিন ই ক্যাপসুলটা সেফটি পিন দিয়ে ফুটো করে নিয়ে ভেতরের তরলটা স্প্রে বটলে নিয়ে নিন।
  3. এবার ল্যাভেন্ডার ওয়েল ও পানি এড করে ভালোভাবে ঝাঁকিয়ে নিন। আপনার হেয়ার- স্প্রে রেডি!
  4. চুলের মাঝখান থেকে আগা পর্যন্ত ভালো ভাবে স্প্রে করে নিন, স্ক্যাল্পে এপ্লাই করবেন না কারণ এতে স্ক্যাল্প ওয়েলি হয়ে যেতে পারে।
  5. শাওয়ার নেয়ার পর, চুল চিরুনি করার সময় ও ব্লো ড্রাই করার আগে এই স্প্রে ব্যবহার করতে পারবেন।

তাহলে জেনে নিলেন তো, আমরা কিন্তু চাইলে খুব সহজেই ঘরে বসে হাতের কাছে পাওয়া যায় এমন উপাদান দিয়ে চুলকে ফ্রিজিনেসের হাত থেকে রক্ষা করতে পারি। দামী দামী সব ক্যামিকেল এন্টি-ফ্রিজ প্রডাক্ট ব্যবহার করে একগাদা টাকা খরচ না করে আপনারাও ট্রাই করে দেখতে পারেন এই সাইড ইফেক্ট মুক্ত অল ন্যাচারাল Nutripure অর্গানিক কোকোনাট ওয়েলের এন্টি ফ্রিজ হেয়ার স্প্রে।

কমেন্ট করে জানিয়ে দিন কেমন লাগল আমাদের এই ন্যাচারাল ও ঘরোয়া টিপস।

Nutripure Bangladesh

Leave a Reply