শীতের শুষ্কতায় স্কিন কেয়ার বেশ চ্যালেঞ্জিং একটা ব্যাপার। কিন্তু হেলদি, ব্রাইট ও গ্লোয়িং স্কিন ধরে রাখতে এ সময় স্কিনেরও প্রয়োজন কিছুটা বাড়তি যত্নের। এজন্য আপনারদের জন্য আজ এনেছি ইজিয়েস্ট মর্নিং স্কিন কেয়ার রুটিন!
শীতে আউটডোর একটিভিটির আগে মর্নিং স্কিনকেয়ার রুটিন ফলো করা প্রয়োজন। এতে স্কিন পলিউশন, অতিবেগুনী রশ্মি, ডার্টস এবং অন্যান্য ইম্পিউরিটিজ থেকে প্রটেক্টেড থাকে। উইন্টারে মর্নিং স্কিন কেয়ার রুটিন গুলো দেখে নিন:
স্টেপ ১: জেন্টেল ক্লিনজার দিয়ে ফেইস ওয়াশ করে নিন
সকালে ঘুম থেকে ওঠার পর এটাই আপনার প্রথম কাজ। শীতের ড্রাই ওয়েদারে তবে হালকা, মৃদু এবং হাইড্রেটিং ফেসওয়াশ ইউজ করা বেটার। এক্ষেত্রে নিউট্রিপিওর এলোভেরা জেল ক্লিনজার বা হোয়াইটামিন-সি ক্লিনজার ইউজ করতে পারেন।
স্টেপ ২: ময়শ্চারাইজার ইউজ করুন
মুখ ধোয়ার পরপরই ময়েশ্চারাইজার দিয়ে ম্যাসাজ করুন। এটি শীতে শুষ্ক ত্বকের যত্ন নেওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ স্টেপ। মুখ ধোয়ার 3 মিনিটের মধ্যে এবং ভেজা স্কিনে ময়েশ্চারাইজার লাগান। এটি স্কিনকে সারাদিন হাইড্রেটেড থাকতে সাহায্য করে। এক্ষেত্রে অয়েল বেইজড রোজ অয়েল, টি ট্রি অয়েল, মরিংগা অয়েল বা জোজোবা অইয়েল নিতে পারেন। অর্গানিক এই অয়েলগুলো ক্যামিকেল ফ্রি হওয়ায় স্কিনের কোনো ক্ষতি করবে না।
স্টেপ ৩: সান প্রটেকশন
ময়েশ্চারাইজার ইউজের পর এবার সানস্ক্রীন টাইম। শীতে রোদের তেজ অতটা না থাকলেও, সানস্ক্রীন আলট্রাভায়োলেট রে থেকে প্রটেকশন এবং স্কিন হেলদি রাখার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এক্ষেত্রে মিনিমাম SPF 50 সানস্ক্রীন এপ্লাই করুন। নিউট্রিপিওর কোলাজেন হোয়াইটেনিং সানস্ক্রীন এজন্য বেশ ভালো একটি অপশন হতে পারে।
মাত্র ৩ টি স্টেপের এই ইজি স্কিনকেয়ার রুটিন উইন্টারের এই শুষ্ক ওয়েদারে সবার ফলো করা উচিত। এতে আপনার স্কিন থাকবে সফট, সাপল ও হেলদি শীতের ড্রাইনেসের মধ্যেও! ইয়ংগার লুকিং, গ্লোয়িং স্কিন ধরে রাখতে আজ থেকেই ফলো করুন এই তিনটি স্টেপ, শেয়ার করুন আপনার ফ্রেন্ডদের সাথেও…