হেয়ার ড্যামেজ রিকভারে “Hair Damage Recover Active Duo” এর কার্যকারিতা

effectiveness of hair damage recover active duo

চুল স্ট্রেইট এর কারনে হিট ড্যামেজ দূর করার ৫টি টিপস ?

সারাদিনের কর্মব্যাস্ততায় কি চুলের নিয়মিত যত্ন নেয়া হয় না? রেগুলার ওয়েলিং কন্ডিশনিং কি অনেক দিন হলো করা হয় না? এমন চলতে চলতে হঠাৎ একদিন চুল আঁচড়ানোর সময় খেয়াল করলেন চুলের আগা ফাটা ও চুল রুক্ষ জট বাঁধা অবস্থায় আছে! এবার আরেকটি দৃশ্যপট কল্পনা করুন। আপনি আপনার সৌন্দর্য নিয়ে খুবই সচেতন। স্ট্রেইট ঝলমলে চুল পাবার জন্য তাই চুলে রিসেন্টলি রিবন্ডিং করিয়েছেন। এছাড়া এর আগেও বহুবার চুলে কালার করেছেন , হিট স্ট্রেইটেনার, কার্লিং রড এসব ইউজ করেছেন। একদিন হঠাৎ শাওয়ার শেষে চুল শুকোনোর সময় দেখলেন যে কিছু চুল মাঝখান থেকে ভেঙে চলে আসছে! দুইটি ক্ষেত্রেই যেটা হয়েছে একে বলা হয় হেয়ার ড্যামেজ।

হেয়ার ড্যামেজ কেন হয় :-

Why hair is damagedআমাদের চুলে ক্ষেত্র বিশেষে ২ থেকে ৩ টি লেয়ার বা স্তর থাকে। এগুলো হলো কিউটিকল, কর্টেক্স ও মেডুলা। যখন সবার উপরের স্তর কিউটিকলে ফাটল ধরে তখন চুলের আগা ফাটা দেখা দেয়। এবং যখন কিউটিকল সহ কর্টেক্সও ক্ষতিগ্রস্থ হয় তখন চুল ভেঙে চলে আসে। চলুন হেয়ার ড্যামেজ হবার কয়েকটি কারণ জেনে নেই-

  • অতিরিক্ত স্টাইলিং করা যেমন রিবন্ডিং, কালারিং, হিট স্ট্রেইটেনিং করা। এতে করে চুলের প্রোটিন মলিকিউলসের বন্ধন গুলো দুর্বল হয়ে যায়।
  • অতিরিক্ত হিটে ব্লো ড্রায়ার ব্যাবহার করা।
  • ভেজা চুলে চিরুনি করা। একই সাথে ভালো মানের হেয়ার টাই/ক্লিপ ব্যাবহার না করা।
  • নিয়মিত ওয়েলিং না করা, চুলের হাইড্রেশন ও পুষ্টির যোগান না দেয়া।
  • চুলে অতিরিক্ত শ্যাম্পু করা এতে চুল ময়েশ্চার হারিয়ে ফেলে একই সাথে কম শ্যাম্পু করা এতে চুলে ফিজিক্যাল পার্টিকেলস ও ডার্টস থেকে যায়। 
হেয়ার ড্যামেজ রিকভারে “Hair Damage Recover Active Duo” এর কার্যকারিতা :

হেয়ার ড্যামেজের সমস্যা থেকে আপনাদের মুক্তি দিতে ও রিবন্ডিং ও কালার করা চুলের যথাযথ যত্নের কমপ্যানিয়ন হিসেবে Nutipure Bangladesh নিয়ে এলো খুবই কার্যকরী  Hair Damage Recover Active Duo। এতে পাচ্ছেন ১২৫ মিলি লার্জ Nutripure Organic Onion Oil এবং Nutripure Organic Aloe Vera Oil. আজকে আপনাদের বিস্তারিত জানিয়ে দিব Hair Damage Recover এ এই অর্গানিক কম্বোটির কার্যকারিতা সম্পর্কে।

Nutripure Organic Onion Oil:

Nutripure Organic Onion Oil

  • অনিয়ন অয়েলে আছে প্রচুর পরিমাণে সালফার। যা আপনার চুল ভেঙে যাওয়ার হাত থেকে রক্ষা করে, কিউটিকলের ড্যামেজ রিপেয়ার করে একই সাথে হেয়ার ফলিকল গুলোকে রিজেনারেট করে।
  • এর পাওয়ারফুল এন্টি-অক্সিডেট চুলে সতেজতা ফিরিয়ে আনে, চুলের হারিয়ে ফেলা পুষ্টির যোগান দেয়।
  • হেয়ার টেক্সচারকে স্মুথ করে ও রিবন্ডিং দীর্ঘমেয়াদী করতে সাহায্য করে।
  • কালারড চুলের ক্ষেত্রে চুলে এক্সট্রা শাইন এনে দেয় ও কালারকে লং লাস্টিং করে। 
  • এতে আরো আছে প্রোটিন, ম্যাঙ্গানিজ, এন্টি-ব্যাক্টেরিয়াল ও এন্টি-ফাঙ্গাল গুণাগুণ ও  যা স্ক্যাল্পকে ক্লিন করে ও স্ক্যাল্প ড্যামেজ ও দূর করে চুলের গোড়া শক্ত করে, যার ফলে হেয়ার স্টাইলিং পরবর্তী চুল পড়ার সম্ভাবনা অনেকটা কমে যায়।

Nutripure Organic Aloe Vera Oil

Nutripure Organic Aloe Vera Oil

  • চুলকে ডিপলি কন্ডিশনিং করে ও হাইড্রেট করে।
  • হেয়ার রিবন্ডিং পরবর্তী চুলে প্রোটিন মলিকিউলসের বন্ধন গুলো মজবুত করে ও কিউটিকলে পুষ্টি যোগায় যা হেয়ার ড্যামেজ হবার সম্ভাবনা অনেকাংশে কমিয়ে আনে।
  • এলোভেরা অয়েলের প্রোটিওলাইটিক এনজাইম চুলের গোড়া মজবুত করে ও চুল পড়া কমাতেও সাহায্য করে। 
  • এর স্যালিসাইলিক এসিড, বিটা-ক্যারোটিন ও এন্টি-অক্সিডেন্ট চুলের সতেজ ও শাইনি ভাব ধরে রাখে, চুলকে সিল্কি ও ঝলমলে করে তোলে।
  • এলোভেরার এন্টি ইনফ্লেমেটরি গুণাগুণ স্ক্যাল্পের ইনফেকশন থেকে রক্ষা করে ও একটা প্রোটেকটিভ লেয়ার তৈরী করে যা চুলকে ক্ষতিকর অনিবেগুনী রশ্মি থেকে সুরক্ষা দেয়।

কিভাবে ব্যবহার করবেন :

  • Nutripure Organic Onion Oil Nutripure Organic Aloe Vera Oil একসাথে সমপরিমাণে একটা বাটিতে নিয়ে মিক্স করে নিন। 
  • এবার মিক্সড অয়েলটি পুরো চুলে ও স্ক্যাল্পে এপ্লাই করুন। ৭ থেকে ৮ মিনিট হালকা হাতে ম্যাসাজ করে নিন। 
  • রাতে এপ্লাই করলে ভালো হয়। পরের দিন শাওয়ার নেয়ার সময় মাইল্ড কোনো শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন। 
  • একদিন পর পর সপ্তাহে ৩ দিন প্রসেসটি ফলো করতে হবে।

কমপক্ষে অন্তত ৩ দিন পর পর শ্যাম্পু করা উচিত। শ্যাম্পু যেটা স্যুট করে সেটাই ব্যাবহার করা সব থেকে ভালো। অর্গানিক মাইল্ড কোনো শ্যাম্পু হলে সব থেকে ভালো হয়। শাওয়ার নেয়ার পর চুলকে ভালো করে শুকিয়ে নিয়ে তারপর আঁচড়াতে হবে, ভেজা চুল আঁচড়ানো ঠিক না। চাইলে এর সাথে ভালো কোনো অর্গানিক কন্ডিশনার  বা হোম মেইড কন্ডিশনার ইউজ করা যাবে।

আমরা জেনে নিলাম রিবন্ডিং ও কালারড চুলের যত্ন ও হেয়ার ড্যামেজের হাত থেকে রক্ষা পেতে “Hair Damage Recover Active Duo” এর কার্যকারিতা সম্পর্কে যা সম্পূর্ণ ন্যাচারাল ও পার্শ্ব-প্রতিক্রিয়া মুক্ত। ক্ষতিকর ক্যামিকেল ট্রিটমেন্ট পরিহার করে আমাদের এই অর্গানিক সলিউশন ব্যাবহারে খুব সহজেই পেয়ে যাবেন হেয়ার ড্যামেজে থেকে চিরমুক্তি।  “Hair Damage Recover Active Duo” যেমন ন্যাচারাল ও অর্গানিক ও একই সাথে অধিক কার্যকরী ফর্মুলায় বিশেষ ভাবে তৈরী যা ল্যাবে পরিক্ষীত ও আমাদের অসংখ্য ব্যবহারকারীর রিভিউ দ্বারা প্রমাণিত।

কেন নিউট্রিপিওর বেস্ট?

বাংলাদেশের প্রথম ক্যামিকেল ফ্রি অর্গানিক বিউটি কেয়ার প্রডাক্টস পাচ্ছেন নিউট্রিপিওরে! হেয়ার কনসার্ন অনুযায়ী ন্যাচারাল হেয়ার অয়েল ও অর্গানিক হেয়ার মাস্ক বেছে নিন আপনার পছন্দমত। আজই ভিজিট করুন নিউট্রিপিওরের ওয়েবসাইট, অথবা নক করুন ফেইসবুক ও ইনস্টাগ্রাম পেইজে…

Share:

Nutripure Bangladesh

Leave a Reply