অল-রাউন্ড Hair Treatment এর জন্য Nutripure Top 7 অর্গানিক অয়েল
- Nutripure Bangladesh
- Posted on
- 0 comments
চুল ও স্ক্যাল্পকে হেলদি ও সতেজ রাখতে নিয়মিত অয়েলিং খুবই গুরুত্বপূর্ণ। একই সাথে নিয়মিত মাথায় তেল দেয়ার মাধ্যমে আপনি অতিরিক্ত হেয়ার ফল, হেয়ার ড্যামেজ, রুক্ষ চুল, ড্যান্ড্রাফ ও হেয়ার গ্রোথ কমে যাওয়ার মত ভয়াবহ হেয়ার প্রবলেম থেকে মুক্তি পেতে পারেন। অনেকেই নিয়মিত হেয়ার অয়েলিং এর প্রয়োজনীয়তা টা জানেন না, আবার অনেকে মাথায় তেল দিতে পছন্দও করেন না। এক্ষেত্রে তারা কসমেটিক্স স্টোরে পাওয়া যায় এমন কিছু হেয়ার লোশন, টপিক্যাল স্প্রে বা সলিউশন ইত্যাদি ব্যাবহার করেন। অধিকাংশ ক্ষেত্রেই এগুলো ক্ষতিকর ক্যামিকেল বা স্টেরয়েড দিয়ে তৈরী যেগুলোর সাইড ইফেক্ট চুলের ও স্ক্যাল্পের দীর্ঘমেয়াদী ক্ষতি করে।
চুলের সব ধরনের সমস্যার অর্গানিক সলিউশনের জন্য Nutripure Bangladesh এ আছে অসাধারণ কার্যকরী ৭ টি অর্গানিক কোল্ড প্রেসড Hair Treatment Oil। চুল ও স্ক্যাল্পের সব ধরণের সমস্যা সমাধানে এই সিগনেচার ন্যাচারাল অয়েল গুলো খুবই কার্যকরী।
চলুন বিস্তারিতভাবে জানি Hair Treatment এর সব কয়টি অয়েলের উপকারিতা ও গুণাগুণ সম্পর্কে
Nutripure Organic Amla Oil:
বিশেষ পদ্ধতিতে তৈরী Nutripure আমলা অয়েলে আছে পলিফেনল, এমাইনো এসিড ও ভিটামিন সি ও ই। যা চুলে প্রয়োজনীয় পুষ্টি যোগায়। এর মিনারেল ও এন্টি অক্সিডেন্ট স্ক্যাল্পের সুস্বাস্থ্য বজায় রাখতে অধিক কার্যকরী।
- আমলা অয়েল চুলের কোলাজেন বৃদ্ধি করবে।
- ডেইলি হাইড্রেশনের প্রয়োজনীয়তা পূরণ করবে।
- পিগমেন্টেশন রোধ করে চুলকে শাইনি করবে।
- এর এন্টি-অক্সিডেন্ট স্ক্যাল্পকে সতেজ ও ক্লিন করবে একই সাথে চুলের গোড়া শক্ত করবে।
Nutripure Organic Joba Oil:
জবা ওয়েলের আলফা-হাইড্রক্সি এসিড ও এমাইনো এসিড চুলের বৃদ্ধির জন্য খুবই উপকারী। Nutripure Joba Oil এ এছাড়াও রয়েছে কালোজিরার নির্যাস যা জবা অয়েলকে আগের থেকে আরো বেশি উপকারী ও কার্যকরী করে তুলেছে।
- জবা অয়েল চুলে ক্যারোটিন সরবরাহ করবে।
- ডেইলি হাইড্রেশনের প্রয়োজনীয়তা পূরণ করবে।
- পিগমেন্টেশন রোধ করে চুলকে শাইনি করবে ও চুলের ন্যাচারাল রঙ ফিরিয়ে আনবে।
- এর এন্টি-অক্সিডেন্ট স্ক্যাল্পের এক্সটার্নাল ড্যামেজ রিকভার করবে।
- চুলকে ডিপলি কন্ডিশনিং করবে।
Nutripure Organic Neem Oil:
নিমের বহুবিধ ঔষধী গুনাগুণ কারোই অজানা নয়। চুলের জন্যেও নিম অয়েল সমান ভাবে কার্যকরী যা বহু বছরের ব্যাবহারে প্রমাণিত। বিশেষ করে Nutripure Organic Neem Oil বিশেষ পদ্ধতিতে তৈরী জন্য এতে নিমের সকল গুণাগুণ অপরিবর্তিত থাকে যা চুলের যত্নে অধিক কার্যকরী।
- নিমের “এজাডির্যাকট্যান” ও “স্যালানিন” স্ক্যাল্পের চুলকানো ভাব ও খুশকি দূর করে।
- এর এন্টি ব্যাকটেরিয়াল ও এন্টি ফাঙ্গাল প্রপারটিজ স্ক্যাল্পের ব্রণ দূর করে।
- উকুন দূর করে ও ফিরে আসা বন্ধ করে।
- এর এন্টি-অক্সিডেন্ট স্ক্যাল্পকে সতেজ ও ক্লিন করবে একই সাথে ইনফেকশনের হাত থেকে বাঁচায়।
Nutripure Organic Onion Oil:
চুল পাতলা হয়ে যাওয়া রোধ করে বলে পিয়াজের রসের ব্যাবহার বহুকাল ধরে বেশ প্রচলিত। ঝাঁঝমুক্ত ও ঝামেলাহীন ভাবে চুলে এপ্লাই করার জন্য Nutripure এ আছে অর্গানিক অনিয়ন অয়েল।
- অনিয়ন অয়েলে আছে প্রচুর পরিমাণে সালফার। যা আপনার চুল ভেঙে যাওয়ার হাত থেকে রক্ষা করে, কিউটিকলের ড্যামেজ রিপেয়ার করে একই সাথে হেয়ার ফলিকল গুলোকে রিজেনারেট করে।
- এর পাওয়ারফুল এন্টি-অক্সিডেট চুলে সতেজতা ফিরিয়ে আনে, চুলের হারিয়ে ফেলা পুষ্টির যোগান দেয়।
- হেয়ার টেক্সচারকে স্মুথ করে ও রিবন্ডিং দীর্ঘমেয়াদী করতে সাহায্য করে।
- কালারড চুলের ক্ষেত্রে চুলে এক্সট্রা শাইন এনে দেয় ও কালারকে লং লাস্টিং করে।
- এতে আরো আছে প্রোটিন, ম্যাঙ্গানিজ, এন্টি-ব্যাক্টেরিয়াল ও এন্টি-ফাঙ্গাল গুণাগুণ ও যা স্ক্যাল্পকে ক্লিন করে ও স্ক্যাল্প ড্যামেজ ও দূর করে চুলের গোড়া শক্ত করে, যার ফলে হেয়ার স্টাইলিং পরবর্তী চুল পড়ার সম্ভাবনা অনেকটা কমে যায়।
Nutripure Organic Aloe Vera Oil:
চুলের সুস্বাস্থ্য ও সতেজতা বজায় রাখতে এলোভেরা অয়েল অসাধারণ ভাবে কার্যকরী। নানান উপকারী উপাদান সমৃদ্ধ এই ন্যাচারাল এলোভেরা অয়েল আপনার চুলের সৌন্দর্য ধরে রাখবে দীর্ঘদিন।
- চুলকে ডিপলি কন্ডিশনিং করে ও হাইড্রেট করে।
- হেয়ার রিবন্ডিং পরবর্তী চুলে প্রোটিন মলিকিউলসের বন্ধন গুলো মজবুত করে ও কিউটিকলে পুষ্টি যোগায় যা হেয়ার ড্যামেজ হবার সম্ভাবনা অনেকাংশে কমিয়ে আনে।
- এলোভেরা অয়েলের প্রোটিওলাইটিক এনজাইম চুলের গোড়া মজবুত করে ও চুল পড়া কমাতেও সাহায্য করে।
- এর স্যালিসাইলিক এসিড, বিটা-ক্যারোটিন ও এন্টি-অক্সিডেন্ট চুলের সতেজ ও শাইনি ভাব ধরে রাখে, চুলকে সিল্কি ও ঝলমলে করে তোলে।
- এলোভেরার এন্টি ইনফ্লেমেটরি গুণাগুণ স্ক্যাল্পের ইনফেকশন থেকে রক্ষা করে ও একটা প্রোটেকটিভ লেয়ার তৈরী করে যা চুলকে ক্ষতিকর অনিবেগুনী রশ্মি থেকে সুরক্ষা দেয়।
Nutripure Cold Pressed Coconut Oil:
সম্পূর্ন ন্যাচারালি কোল্ড প্রেসড Nutripure Coconut Oil বাজারে পাওয়া যায় এমন অন্যান্য কোকোনাট অয়েল থেকে অনেক বেশি কার্যকরী ও উপকারী। এতে ক্ষতিকর কোনো প্রিজারভেটিভ না থাকায় কোনো রকমের কোনো পার্শ্ব-প্রতিক্রিয়া ছাড়াই আপনাকে দিবে পারফেক্ট বেনিফিট।
- আপনার হেয়ার গ্রোথ স্টিমুলেট করবে, চুলকে হেলদি ও ঘন করবে।
- শ্যাম্পু করার আগে কোকোনাট অয়েল ব্যাবহারে চুল ক্যামিকেল ড্যামেজ থেকে রক্ষা পায়।
- চুলের ফ্রিজিনেস দূর করবে ও হেয়ার ড্যামেজ হবার সম্ভাবনা কমিয়ে আনবে।
- চুলে ময়েশ্চারের যোগান দিয়ে চুলের ড্রাইনেস দূর করবে।
- চুলকে সফট, শাইনি ও ঝলমলে করবে।
Nutripure Organic Ginger Oil:
জিঞ্জারে থাকা ফ্যাটি এসিড, ভিটামিনস ও মিনারেলসের কারণে বহু বছর ধরেই আয়ুর্বেদিক ঔষধী ট্রিটমেন্টে জিঞ্জার ব্যাবহৃত হচ্ছে। চুলের নিয়মিত যত্নেও জিঞ্জার অয়েল খুবই উপকারী।
- স্ক্যাল্পে ব্লাড সার্কুলেশন বাড়িয়ে হেয়ার গ্রোথ স্টিমুলেট করে।
- জিঞ্জার অয়েলের এন্টি মাইক্রোবিয়াল প্রোপারটিজ স্ক্যাল্পে খুশকি বা উকুন হতে দেয় না।
- এতে থাকা ফ্যাটি এসিড চুলকে ডিপলি কন্ডিশনিং করতে এলোভেরা অয়েলের সাথে কাজ করে।
- ‘Gingerol’ নামক এন্টি অক্সিডেন্ট এলোভেরার এমাইনো এসিডের সাথে একসাথে কাজ করে চুলের কিউটিকলকে ড্যামেজের হাত থেকে রক্ষা করে যা চুলে দীর্ঘদিন সতেজ অবস্থা বজায় রাখতে কাজ করে।
কিভাবে ব্যবহার করবেন:
- Top 7 Nutripure Organic Oil একসাথে সমপরিমাণে একটা বাটিতে নিয়ে মিক্স করে নিন।
- এবার মিক্সড অয়েলটি পুরো চুলে ও স্ক্যাল্পে এপ্লাই করুন। ৭ থেকে ৮ মিনিট হালকা হাতে ম্যাসাজ করে নিন।
- রাতে এপ্লাই করলে ভালো হয়। পরের দিন শাওয়ার নেয়ার সময় মাইল্ড কোনো শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন।
- একদিন পর পর সপ্তাহে ৩ দিন প্রসেসটি ফলো করতে হবে।
আপনাদেরকে বিস্তারিতভাবে জানিয়ে দিলাম নিয়মিত চুলের যত্নে Top 7 Nutripure Organic Oil এর কার্যকারিতা সম্পর্কে যা সম্পূর্ণ ন্যাচারাল ও পার্শ্ব-প্রতিক্রিয়া মুক্ত। ক্ষতিকর ক্যামিকেল ট্রিটমেন্ট পরিহার করে আমাদের এই অর্গানিক Hair Treatment অয়েল ব্যাবহার করে স্ক্যাল্প ও হেয়ার সম্পর্কিত সব ধরণের সমস্যার সমাধান পেয়ে যাবেন খুব সহজেই এবং দ্রুততম সময়ে। Top 7 Nutripure Organic Oil যেমন ন্যাচারাল ও অর্গানিক ও একই সাথে অধিক কার্যকরী ফর্মুলায় বিশেষ ভাবে তৈরী যা ল্যাবে পরিক্ষীত ও আমাদের অসংখ্য ব্যবহারকারীর রিভিউ দ্বারা প্রমাণিত ।