অ্যাক্টিভেটেড চারকোলের জাদুতে নির্মূল করুন ব্রণর সমস্যা!
- Nutripure Bangladesh
- Posted on
- 0 comments
অ্যাক্টিভেটেড চারকোলের জাদুতে নির্মূল করুন ব্রণর সমস্যা!
অ্যাক্টিভেটেড চারকোল! নামটার সাথে প্রায় সবাই পরিচিত। কারণ, এটি এখনকার বিউটি ওয়ার্ল্ডে পপুলার একটি ইনগ্রিডিয়েন্ট। অনেক বিউটি প্রোডাক্টে এটি মেইন ইনগ্রিডিয়েন্ট হিসেবে ব্যবহার করা হয়। কিন্তু অনেকেই হয়তো জানে না এটা স্কিনের জন্য কী বেনিফিট দেয়। তাই আজকে আমি তোমাদের জানাবো এই অ্যাক্টিভেটেড চারকোল কেন এতো পপুলার, আর এটি স্কিনের জন্য আসলেই কতটা উপকারী!
স্কিন পিউরিফাই করে –
অ্যাক্টিভেটেড চারকোলের সবচেয়ে বড় গুণ হলো, এটি স্কিনের ভেতর থেকে ডার্ট ও ময়লা বের করে আনে। আর বন্ধ হয়ে থাকা স্কিন পোরস ওপেন করে দেয়।
অ্যাকনে সলিউশন দেয় –
এতে প্রচুর পরিমাণে অ্যান্টি-অক্সিডেন্ট থাকে। যা স্কিন থেকে ব্যাকটেরিয়া রিমুভ করে এবং ক্লিয়ার ও অ্যাকনে ফ্রি রাখতে সাহায্য করে।
ডিপ ক্লিন করে –
অ্যাক্টিভেটেড চারকোলের আরেকটি ভালো দিক হলো এটি আস্তে আস্তে (Gently) স্কিন ডিপ ক্লিন করে এবং স্কিনের ময়েশ্চার নষ্ট করে ফেলে না। তাই ড্রাই স্কিনের ডিপ ক্লিনজিং-এর জন্যেও এটি বেশ ভালো একটি সলিউশন।
স্কিন এক্সফোলিয়েট করে –
এই ম্যাজিক ইনগ্রিডিয়েন্ট-এর আরেকটি বেনিফিট হলো এক্সফোলিয়েশন। এর দানাদার টেক্সচার স্কিনের ডেড সেল দূর করতেও ভালো কাজ করে।
অ্যাক্টভেটেড চারকোলের ব্যবহার কীভাবে করতে হয়?” চলো তাহলে জেনে নেই!
যা যা লাগবেঃ
– ১-২ টেবিল চামচ অ্যাক্টিভেটেড চারকোল পাউডার
– ১টি ডিমের সাদা অংশ
– ১/৪ চা চামচ লেবুর রস
ইনগ্রিডিয়েন্টগুলো একসাথে মিশিয়ে স্মুদ পেস্ট বানিয়ে নাও। এবার ফেস-এ অ্যাপ্লাই করে ১০ মিনিট অপেক্ষা করো। এরপর হালকা গরম পানি দিয়ে মুখ ধুয়ে ফেলো।
Shop at Nutripure Bangladesh
কেন নিউট্রিপিওর বেস্ট?
বাংলাদেশের প্রথম ক্যামিকেল ফ্রি অর্গানিক বিউটি কেয়ার প্রডাক্টস পাচ্ছেন নিউট্রিপিওরে! হেয়ার কনসার্ন অনুযায়ী ন্যাচারাল হেয়ার অয়েল ও অর্গানিক হেয়ার মাস্ক বেছে নিন আপনার পছন্দমত। আজই ভিজিট করুন নিউট্রিপিওরের ওয়েবসাইট, অথবা নক করুন ফেইসবুক ও ইনস্টাগ্রাম পেইজে…