পার্লারের মতো ফেসিয়াল করুন ঘরে বসে

facial-like-a-parlor-sitting-at-home

মুখ পরিষ্কার

  • ফেসিয়ালের প্রথম ধাপ এটি। ত্বকের ধরনের সঙ্গে মানানসই ক্লেনজার বেছে নিন। মুখে হালকা গরমজলের ঝাপটা দিয়ে ভিজিয়ে ক্লেনজার দিয়ে মুখ পরিষ্কার করুন। মুখ পরিষ্কার করতে বেছে নিতে পারেন মধু। মধুর আর্দ্রতা আপনার ত্বক কোমল, নরম রাখবে। ভেজা মুখে মধু লাগিয়ে এক মিনিট মাসাজ করে ধুয়ে ফেলুন। সব ত্বকের পক্ষেই এটি উপযোগী। পছন্দমত ফেসওয়াশ দিয়েও ফেস ক্লিন করে নিতে পারেন।

এক্সফোলিয়েট করুন

  • এবার ত্বক থেকে মৃত কোষ তুলে ফেলার পালা। DIY Scrub বা কেনা এক্সফোলিয়েটর মুখে লাগিয়ে কোমলভাবে রগড়ে তুলে দিন যাবতীয় মৃত কোষ। খুব কড়া হাতে ঘষবেন না কিন্তু! তাতে ত্বকের ক্ষতি হতে পারে।

স্টিম নিন

  • চওড়া পাত্রে জল ফুটিয়ে নিন তাতে ৪-৫ ফোঁটা Rose oil ও ৪-৫ ফোঁটা Tea tree oil দিয়ে নিলে ত্বক বাড়তি সতেজতা পাবে। তারপর মাথায় একটা তোয়ালে চাপা দিয়ে জলের পাত্রটার উপর ঝুঁকে পড়ুন যাতে ভাপটা মুখে লাগে। পাঁচ-সাত মিনিট এভাবে ভাপ নিন।

ফেস মাস্ক

  • মাস্কের কাজ হল ত্বকে পুষ্টি জোগানো। ব্রণের সমস্যার জন্য Acne Treatment mask এবং ব্রণের দাগ দূর করতে ও ত্বকের লাবণ্যতা ফিরে পেতে ব্যবহার করতে Quick Brightening mask সমানভাবে সারা মুখে মেখে ২০ মিনিট চুপচাপ চোখ বন্ধ করে শুয়ে থাকুন। চোখে শসা স্লাইস করে কেটে চাপা দিয়ে রাখতে পারেন, অথবা গোলাপজলে তুলো ভিজিয়ে চেপে রাখুন। ত্বক আর চোখ দুইই স্নিগ্ধ থাকবে। ২০ মিনিট পরে ঠান্ডা জলে মাস্ক ধুয়ে তুলে দিন।

টোনার

  • এবার মুখের খুলে যাওয়া রোমছিদ্র বন্ধ করার পালা আর তার জন্য দরকার টোনার। রোজ ওয়াটার টোনার হিসেবে ব্যবহার করবেন। শসার রসও খুব ভালো টোনার, তা ত্বককে স্নিগ্ধও রাখে।

ময়শ্চারাইজার মাখুন

  • ঘরোয়া ফেসিয়ালের শেষ ধাপ এটি। এমনিতে ত্বকের সঙ্গে মানানসই রেডিমেড ময়শ্চারাইজার মাখতেই পারেন। রোজা ওয়েল লাগাতে পারেন এলোভেরা জেল ও লাগাতে পারেন।

মনে রাখবেন:

ফেসিয়ালের পর পরই মেকআপ করবেন না। ফেসিয়াল করতে বসার আগে সব কিছু হাতের কাছে গুছিয়ে রাখুন যাতে বারেবারে উঠতে না হয়। কোনও উপাদান মেখে জ্বালা বা অস্বস্তি শুরু হলে মুখ ধুয়ে ফেলুন। আর সবচেয়ে জরুরি, ফেসিয়াল করার সময় মনটা শান্ত রাখুন। ঠান্ডা, শান্ত পরিবেশে ফেসিয়াল করুন। তাতে সুন্দর ত্বকের পাশাপাশি ভরপুর এনার্জিও পাবেন!

Share:

Nutripure Bangladesh

Leave a Reply