চুল কোন উপাদানে তৈরী ও হেয়ার গ্রোথে সেটি কেন ইমপরট্যান্ট?

হেয়ার গ্রোথ

কেরাটিন হল এক প্রকার প্রোটিন যা চুল, ত্বক এবং নখ তৈরি করে। এটি একটি প্রটেকটিভ প্রোটিন, যা শরীরের অন্যান্য ধরণের কোষের তুলনায় মজবুত বা সহজ কথায় এর ছিঁড়ে যাওয়ার প্রবণতা কম।

যেহেতু কেরাটিন চুলের গঠনগত প্রধান একটি উপাদান, এজন্য কেরাটিন সাপ্লিমেন্টস, প্রডাক্টস ও ট্রিটমেন্ট চুলকে স্টং ও হেলদি করে তোলে। ক্যারাটিন ট্রিটেড চুল সফট, সিল্কি ও ইজিলি ম্যানেজেবল হয়। একই সাথে থিক এন্ড লং চুল পেতেও ক্যারাটিন ট্রিটমেন্ট এখন খুবই জনপ্রিয়! কেরাটিন হেয়ার সেলগুলিকে স্মুথ করে। চুলের কোষের স্তরগুলি, যাকে হেয়ার কিউটিকল বলা হয়, তা কেরাটিন শোষণ করে, যার ফলে হেয়ার ফুল এবং গ্লসি দেখায়। কেরাটিন চুলের ফ্রিজিনেস কমায়, স্ট্রেইট করে ও ড্যামেজ রিপেয়ার করে।

5/5

ক্যারাটিন ট্রিটমেন্ট চুলের জন্য ভালো হলেও পার্লারে ক্যারাটিন ট্রিটমেন্টে মূলত ক্যামিকেল প্রয়োগ করা হয় যা দীর্ঘমেয়াদে চুলকে পাতলা ও ড্যামেজড করে ফেলে। ন্যাচারাল ক্যারাটিন বুস্ট পেতে ইউজ করুন নিউট্রিপিওর অর্গানিক জবা অয়েল ও হেয়ার গ্রোথ মাস্ক। ক্যামিকেল ফ্রি ও অর্গানিক এই হেয়ার কেয়ার অয়েল ও মাস্ক চুলের বা স্ক্যাল্পের কোনো ক্ষতি না করে আপনাকে সিল্কি, শাইনি ও লম্বা চুল উপহার দেবে যা হবে দীর্ঘস্থায়ী!

5/5
5/5

Nutripure Bangladesh

Leave a Reply