চুল কিছুতেই লম্বা হচ্ছেনা? লম্বা, ঘন-কালো চুলের পেতে ফলো করুন ৮টি টিপস!

চুল কিছুতেই লম্বা হচ্ছেনা

চুল কিছুতেই লম্বা হচ্ছেনা? লম্বা, ঘন-কালো চুলের পেতে ফলো করুন ৮টি টিপস!

লম্বা ঘন কালো চুলের জন্য আমরা কত কিছুই না করি। চুল বড় করার জন্য  আমরা বিভিন্ন হেয়ার ট্রিটমেন্ট করে থাকি। কিন্তু এতকিছু করেও হেয়ার গ্রোথ যেন মনের মতো হয় না। এর অবশ্য কিছু কারণ রয়েছে। চুল বৃদ্ধির প্রক্রিয়াটি মূলত অনেক কিছুর উপর নির্ভর করে। চলুন আজকে জেনে নেই  নতুন চুল  গজানোর জন্য কী কী উপায় মেনে চলা যায়..

১. স্ক্যাল্প ম্যাসাজ করা

চুলের বৃদ্ধি হওয়া এবং চুল সুন্দর রাখার অন্যতম শর্ত হচ্ছে স্ক্যাল্পে রক্ত চলাচল স্বাভাবিক থাকা। এ জন্য স্কাল্পে ম্যাসাজ খুবই জরুরি। নিয়মিত ম্যাসাজ ফলিকলকে স্টিমুলেট করে চুলকে স্ট্রং করে। সপ্তাহে তাই ২-৩ দিন ব্যবহার করুন নিউট্রিপিওর বাংলাদেশের জিঞ্জার অয়েল যা প্রপার নারিশমেন্ট স্কাল্পের হেলথ ইমপ্রুভ করে।

২. ভেজা চুলকে সাবধানে ট্রিট করুন

ভেজা চুল সবথেকে ভঙ্গুর অবস্থায় থাকে। ভেজা অবস্থায় থাকাকালীন সময়ে চুলের গোড়া থেকে চুল ভেঙে যাওয়া সবচেয়ে সহজ তাই শ্যাম্পু করার সময় চুলে বেশি চাপ প্রয়োগ করা উচিত নয়।

৩. সঠিকভাবে শ্যাম্পু করুন

বাইরে বের হলে চুলে প্রচুর ধুলোবালু আর ময়লা চুলে জমে থাকে। তাই, চুল পরিষ্কারের জন্য চুলের ধরন বুঝে ভালো মানের শ্যাম্পু ও কন্ডিশনার ব্যবহার করুন ।

৪. কেমিক্যাল সমৃদ্ধ প্রডাক্ট ব্যবহার  এড়িয়ে চলুন

বাজারে নামি দামি ব্রান্ডের প্রডাক্ট ব্যবহারের ফলে আপনার চুলে ড্যামেজ হতে পারে। তাই ব্যবহার করুন ১০০% অর্গানিক Nutripure Bangladesh এর অপটিমাম হেয়ার গ্রোথ কম্বো। এতে কোন পার্শ্বপ্রতিক্রিয়া ছাড়াই আপনার চুল গ্রো করতে পারবেন।

৫. অতিরিক্ত হিট দেওয়া থেকে বিরত থাকুন

অতিরিক্ত হিটের কারণে চুল জ্বলে যেতেও পারে তাই ব্লোয়ার, আয়রন অথবা চুল স্ট্রেটনার যদি ব্যবহার করতেই হয় তাহলে সাবধানতার সাথে তা করা উচিত।

৬. নিয়মিত তেল ব্যবহারের অভ্যাস করুন 

চুলে নিয়মিত তেল ব্যবহারে শক্ত হয় চুলের গোড়া ও নতুন করে চুল গজাতে সাহায্য করে।  ব্যবহার করুন নিউট্রিপিওর বাংলাদেশের জবা অয়েলজিঞ্জার অয়েল। জবা অয়েল- চুলে ক্যারাটিন বুস্ট করে ও নিউ হেয়ার গ্রো করে আর জিঞ্জার অয়েল- প্রপার নারিশমেন্ট স্ক্যাল্পের হেলথ ইমপ্রুভ করে

৭. সপ্তাহে ১-২ দিন অর্গানিক হেয়ার প্যাক ব্যবহার করুন

চুল ভালো রাখার জন্য ধরন বুঝে সপ্তাহে ১-২ দিন অর্গানিক হেয়ার প্যাক ব্যবহার করুন। নিউট্রিপিওর বাংলাদেশে পেয়ে যাবেন হেয়ার গ্রোথ মাস্ক  যা  আপনার হেয়ার গ্রোথ স্টিমুলেট করবে ও চুলে পুষ্টি যোগাবে।

৮. শক্ত করে চুল না বাঁধা

চুল শক্ত করে বাঁধা চুলের জন্য বেশ ক্ষতিকর। টাইট করে বেনী বা পনিটেইল করার কারণে চুল ভেঙে যেতে পারে। তাই কিছুটা হালকা করে চুল বাঁধা উচিত।

কেন নিউট্রিপিওর বেস্ট?

বাংলাদেশের প্রথম ক্যামিকেল ফ্রি অর্গানিক বিউটি কেয়ার প্রডাক্টস পাচ্ছেন নিউট্রিপিওরে! হেয়ার কনসার্ন অনুযায়ী ন্যাচারাল হেয়ার অয়েল ও অর্গানিক হেয়ার মাস্ক বেছে নিন আপনার পছন্দমত। আজই ভিজিট করুন নিউট্রিপিওরের ওয়েবসাইট, অথবা নক করুন ফেইসবুক ও ইনস্টাগ্রাম পেইজে…

Nutripure Bangladesh

Leave a Reply