অয়েলি ও একনি প্রন ত্বক নিয়ে চিন্তিত?
- Nutripure Bangladesh
- Posted on
- 0 comments
অয়েলি ও একনি প্রন ত্বক নিয়ে চিন্তিত?
দিন দিন একনে প্রবলেম বেড়ে যাচ্ছে বলে ত্বকের যত্ন নিয়ে অনেকেই কনফিউশনে পড়ে যান। একনে প্রন স্কিনের যত্নে কোন ময়েশ্চারাইজার ভালো কাজ করবে, কোন ক্লিনজারটি একনি ফিরে আসা প্রতিরোধ করবে এ রকম নানান ধরনের প্রশ্ন আমাদের মাথায় ঘুরপাক খায়।সেটা নিয়ে সঠিক তথ্য জানা না থাকায় শেষ পর্যন্ত প্রোডাক্ট সিলেকশনে ভুল হয়ে যায়। চলুন জেনে নেই একনি বা ব্রন থেকে বাঁচার ৮টি উপায় ও প্রডাক্ট সিলেকশন সম্পর্কে –
১. আপনার মুখ ক্লিন রাখুনঃ
আপনার মুখ ক্লিন রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ . সকালে ঘুম থেকে ওঠার পরে এবং রাতে ঘুমানোর আগে দিনে দুবার ক্লিনজার ব্যবহার করে আপনার মুখ ধুয়ে নিন। ব্যবহার করুন ALOE VERA GEL FACE CLEANGER। এটি আপনার ফেইসের অয়েল কন্ট্রোল করবে ও ত্বককে ডিপলি ক্লিন করবে।আপনার স্কিনের গভীর থেকে পলিউট্যান্টস ও ডেড সেলস দূর করবে এবং ডার্ক স্পট দুর করবে।
২. ময়েশ্চারাইজঃ
আপনার ত্বককে সুরক্ষিত রাখার জন্য ত্বকে ময়েশ্চারাইজার ব্যবহার করুন।আপনার ত্বক শুষ্ক, তৈলাক্ত বা ব্রণ-প্রবণ হোক না কেন, ময়েশ্চারাইজেশন আপনার ত্বকের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ । তাই বিশেষজ্ঞরা পরামর্শ দেন নিউট্রিপিওর বাংলাদেশের TEA TREE OIL। এটি ত্বকের ব্যাক্টেরিয়া দূর করে একনি ও পিম্পল ফিরে আসা বন্ধ করে। স্কিনের প্রয়োজনীয় ময়েশ্চারাইজেশন দেয় ফলে স্কিন থাকে হাইড্রেট। এলার্জিক রি-একশন দূর করে ও এন্টি-সেপটিক হিসেবে কাজ করে।প্রাকৃতিক বাধা বজায় রাখতে সাহায্য করে এবং ব্রণ গঠন নিয়ন্ত্রণ করে।
৩. একনি বা ব্রন সৃষ্টিকারি ব্যকটেরিয়া থেকে দূরে থাকুনঃ
অতিরিক্ত অয়েল ও ব্যকটেরিয়া ত্বকে ব্রন সৃষ্টি করে। নিউট্রিপিওর বাংলাদেশের QUICK ACNE TREATMENT MASK ব্রণ-প্রবণ ত্বকের জন্য তৈরি করা হয়। সপ্তাহে ২-৩ দিন ব্যবহারে যা একনি ও পিম্পল ওঠা বন্ধ করে। স্কিনের পোরসগুলোকে মিনিমাইজ করে এবং স্মুথ ভাব দেয়। ব্রণ সৃষ্টিকারী ব্যাকটেরিয়া প্রতিরোধ করতে সাহায্য করে।
৪. অতিরিক্ত মেকআপ ব্যবহার থেকে বিরত থাকুন :
মেকআপ আপনার ত্বকের পোরস গুলোকে বন্ধ করে দেয়।ফলে আপনার ত্বকের অবস্থা আরও খারাপ করতে পারে। প্রয়োজনে হালকা মেকআপ বা মিনারেল বেসড মেকআপ ব্যবহার করতে পারেন।
Shop at Nutripure Bangladesh
৫. ত্বকের pH ব্যালেন্স করুনঃ
সেনসিটিভ ত্বক বা একনি প্রবণ ত্বকের জন্য pH ব্যালেন্স মেইনটেইন করা একটি গুরুত্বপূর্ণ বিষয়। নিউট্রিপিওর বাংলাদেশে পেয়ে যাবেন ROSE MIST TONER যা আপনার ত্বকের pH ব্যালেন্স মেইনটেইন করতে সাহায্য করবে। ডেড স্কিন সেলস দূর করে স্কিনকে ইভেনটোন করবে ও স্কিনের পোরস ক্লিন করে একনি হওয়া থেকে বিরত রাখবে।
৬. নিয়মিত ব্যায়াম করার অভ্যাসঃ
নিয়মিত ব্যায়াম আপনার শরীর ও ত্বক উভয়ের জন্যই ভালো। কিভাবে? ব্যায়াম আপনাকে ঘামতে সাহায্য করে ফলে ঘামের সাথে আপনার শরীরের অপ্রয়োজনীয় পদার্থ যেমন, আ্যমোনিয়া ইউরিয়া ইত্যাদি বের হয়ে যায়। তাই ঘাম শুকানোর আগে আপনার মুখ ধোয়া নিশ্চিত করুন।
৭. ত্বককে সূর্যের ক্ষতিকারক রশ্মি থেকে রক্ষা করুনঃ
দৈনিন্দিন্ জিবনে চলার পথে আমাদের সবাইকে ই সূর্যের আলোর মুখোমুখি হতে হয়। আপনি কি জানের প্রখর আলোকরশ্মি আমাদের ত্বকের জন্য কতটা ক্ষতিকর? সূর্য থেকে আসা UV রশ্মি আমাদের ত্বকে সানট্যান ও সানস্পট এবং আমাদের দেহে ক্যান্সার সহ বিভিন্ন রোগ সৃষ্টি করে। তাই সূর্যের ক্ষতিকারক রশ্মি থেকে বাঁচতে ব্যবহার করুন নিউট্রিপিওর বাংলাদেশের Collagen Whitening Sunscreen যা আপনার সানট্যান ও সানস্পট দূর করবে ও এর ভেতরে বিদ্যমান SPF50 দেবে UV-রে থেকে সর্বোচ্চ সুরক্ষা।
৮. ব্রণ বা একনি খোটাখুটি করবেন না:
আমরা জানি যে ব্রন হলেই কেমন বিরক্ত ভাব চলে আসে, নখ দিয়ে খোঁটাখুঁটি করতে ইচ্ছে করে । কিন্তু এটা করবেন না। খোঁটাখুঁটি অভ্যাস শুধুমাত্র ব্রণকে খারাপ করে না বরং ব্রণ-সৃষ্টিকারী ব্যাকটেরিয়াগুলোকে নতুন করে ব্রণ সৃষ্টি করতে সাহায্য করে ও ব্রণ পরবর্তী কালো দাগ সৃষ্টি করে। স্থল দেওয়ার সময় নিরাময়ের সময়কেও প্রসারিত করে। তাই ব্রণ বা একনি খোঁটাখুঁটি থেকে বিরত থাকুন।
কেন নিউট্রিপিওর বেস্ট?
বাংলাদেশের প্রথম ক্যামিকেল ফ্রি অর্গানিক বিউটি কেয়ার প্রডাক্টস পাচ্ছেন নিউট্রিপিওরে! হেয়ার কনসার্ন অনুযায়ী ন্যাচারাল হেয়ার অয়েল ও অর্গানিক হেয়ার মাস্ক বেছে নিন আপনার পছন্দমত। আজই ভিজিট করুন নিউট্রিপিওরের ওয়েবসাইট, অথবা নক করুন ফেইসবুক ও ইনস্টাগ্রাম পেইজে…