তেল-চিটচিটে স্ক্যাল্পের যন্ত্রণা থেকে মুক্তি দেবে হেয়ার অয়েল!

relieve the pain of oily scalp

তেল-চিটচিটে স্ক্যাল্পের যন্ত্রণা থেকে মুক্তি দেবে হেয়ার অয়েল!

হেয়ার ট্রিটমেন্টের জন্য পার্লারে গিয়ে গুচ্ছখানেক টাকা খরচ করে অনেক কিছু তো আপনি করাতেই পারেন, তবে তাতে ঠিক কতটা কাজ হবে তা আমরা বলতে পারব না। তার চেয়ে যদি বাড়িতেই বেশ কয়েকটি ঘরোয়া উপায় ট্রাই করেন তা হলে তেলতেলে স্ক্যাল্পের সমস্যা থেকেও মুক্তি পাবেন আর সেটা হবে বাজেটফ্রেন্ডলি ওয়েতে!

  • অর্গানিক কোকোনাট অয়েল

শ্যাম্পু করার আগে স্ক্যাল্পে এবং চুলে ভাল করে নারকেল তেল মাসাজ করলে তা কিন্তু কন্ডিশনারের কাজ করে। শ্যাম্পু করার পর কন্ডিশনার ব্যবহার করলে চুল নরম হয় ঠিকই, কিন্তু অনেকসময়েই চিপচিপে হয়ে যায় এবং চুল পাতলা হয়ে যায়, তবে নারকেল তেল ব্যবহার করলে কিন্তু এই সমস্যাটি হয় না।

উপকরণ 

পরিমাণমতো অর্গানিক কোকোনাট অয়েল

কীভাবে ব্যবহার করবেন

আপনার চুলের ঘনত্ব অনুযায়ী নারকেল তেল নিয়ে তা সামান্য গরম করে নিন। সরাসরি আগুনে গরম না করে গরম জলের মধ্যে নারকেল তেলের বাটি বসিয়ে গরম করে নিন। এতে তেলের পুষ্টিগুণ নষ্ট হয় না। এবারে স্বাভাবিকভাবে মাথার তালু এবং চুলে মাসাজ করে ঘণ্টাখানেক পর মাইল্ড কোনও শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে ফেলুন। এরপরে আর আলাদা করে কন্ডিশনার লাগাবেন না।

কত দিন ব্যবহার করবেন

সপ্তাহে একবার করলেই যথেষ্ট।

  • আরগান অয়েল

আরগান অয়েল দিয়ে স্ক্যাল্প মাসাজ করলে তা সিবাম অর্থাৎ তৈলগ্রন্থি থেকে তেল নিঃসরণ কম করতে সাহায্য করে। এছাড়া রক্ত সঞ্চালন স্বাভাবিক করে চুলে এবং মাথার তালুতেও পুষ্টি যোগায়।

উপকরণ 

পরিমাণমতো অরগানিক আরগান অয়েল এবং একটি তোয়ালে

কীভাবে ব্যবহার করবেন

যেভাবে মাথার তালুতে অন্যান্য তেল দিয়ে মাসাজ করা হয়, ঠিক সেভাবেই আরগান অয়েল দিয়ে মাসাজ করে নিন। স্ক্যাল্পের সঙ্গে চুলেও তেল লাগাবেন। এবারে তোয়ালে জড়িয়ে নিন মাথায় এবং ঘণ্টাখানেক তোয়ালে সরাবেন না। এক ঘণ্টা পর মাইল্ড কোনও শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে ফেলুন। ঊষ্ণ পানি ব্যবহার করতে পারেন এক্ষেত্রে।

কত দিন ব্যবহার করবেন

সপ্তাহে দু’বার করে দেখতে পারেন

  • অর্গানিক নিম অয়েল

অর্গানিন নিম অয়েল অ্যান্টিব্যাক্টেরিয়াল উপাদানে সমৃদ্ধ এবং অয়েল কন্ট্রোল করতেও কাজে আসে। মাথার তালুতে যাতে অতিরিক্ত তেল বার না হয় এবং স্ক্যাল্প একনির সমস্যা না দেখা দেয় সেদিকেও খেয়াল রাখে।

উপকরণ 

১৫ ফোঁটা অর্গানিন নিম অয়েল এবং ৩০ মিলি যে-কোনও ক্যারিয়ার অয়েল (অলিভ বা নারকেল), নিউট্রিপিওর অর্গানিক নিম অয়েল হলে ডিরেক্টলি ইউজ করতে পারবেন।

কীভাবে ব্যবহার করবেন

একটি ছোট বাটিতে দু’ধরনের তেল মিশিয়ে নিন। এবারে যেমন মাথায় তেল মাসাজ করা হয় তেমনভাবেই চুলের গোড়া থেকে ডগা পর্যন্ত আধঘন্টা মাসাজ করুন। পরে কোনও সালফেটহীন শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে নিন। অনেকেই বলেন যে মাথার তালুতে সরাসরি অর্গানিন নিম অয়েল ব্যাবহার করা যায়, তবে আমাদের পরামর্শ নিতে চাইলে বলব যে ওভাবে সরাসরি লাগাবেন না, কারণ আপনার যদি সেনসিটিভ স্ক্যাল্প হয় তাহলে চুলকানি বা র‍্যশ বেরতে পারে।

কত দিন ব্যবহার করবেন

সপ্তাহে দুই-তিন বার এই তেলটি অবশ্যই মালিশ করুন।

কেন নিউট্রিপিওর বেস্ট?

বাংলাদেশের প্রথম ক্যামিকেল ফ্রি অর্গানিক বিউটি কেয়ার প্রডাক্টস পাচ্ছেন নিউট্রিপিওরে! হেয়ার কনসার্ন অনুযায়ী ন্যাচারাল হেয়ার অয়েল ও অর্গানিক হেয়ার মাস্ক বেছে নিন আপনার পছন্দমত। আজই ভিজিট করুন নিউট্রিপিওরের ওয়েবসাইট, অথবা নক করুন ফেইসবুক ও ইনস্টাগ্রাম পেইজে…

Nutripure Bangladesh

Leave a Reply